Durga Puja 2024: তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগলেন পড়ুয়া

বিভিন্ন পুজো প্যান্ডেলে বিভিন্ন ধরনের মূর্তি দেখা যায় পুজোর সময়। কোথাও সাবেকিয়ানার মূর্তি কোথাও বা আর্টের প্রতিমা পুজো করা হয়। কেউ মূর্তি বানান খড়, মাটি, রং ইত্যাদি দিয়ে। কোনও শিল্পী বানান ফেলে দেওয়া বস্তু কিংবা ভেষজ উপাদান দিয়ে। তবে তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন সোনারপুরের এক যুবক জয়মাল্য মন্ডল। একচালার প্রতিমায় সঙ্গেরয়েছে লক্ষ্মী, গণেশ ও কার্তিক ও সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজ পাতা দিয়েই। তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মন্ডপে পুজো করা হবে।