এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং। দলের দুই অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। তিন পেসার হলেন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব। এছাড়াএই দলে রিয়ান পরাগের সুযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে।

Ind vs Ban: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বনধের ঘোষণা, ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ঘিরে অশান্তির আশঙ্কা, কী হবে

গোয়ালিয়র: টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার ভারতের সামনে টি টোয়েন্টি৷  রবিবার অর্থাৎ ৬ অক্টোবর  ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ৷ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহ থাকলেও এক আশঙ্কাও ঘিরে ধরছে ইনদওরের ম্যাচকে৷ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে এখানে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷  ম্যাচটি যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় তার জন্য মাঠে বিভিন্ন জিনিস নিয়ে মাঠে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

আধিকারিকদের মতে, জেলা ম্যাজিস্ট্রেট তার নির্দেশে জানিয়েছে মাঠে কোনও  প্রতিবাদসূচক পোস্টার নিয়ে যাওয়া যাবে না৷  বিশেষত সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা বাড়াতে পারে এমন কোনও বার্তা দেওয়া যাবে না৷

আরও পড়ুন – Massive Storm Alert: সমুদ্রের উপর ফুঁসছে ‘সত্যিকারের দানো’, উইকএন্ডে ঝাঁপিয়ে পড়ার সময় গতি হবে ২১৫/ কিমি ঘণ্টা, ঝড়ের নাম ক্রিক

—- Polls module would be displayed here —-

এই নির্দেশ আগামী ৭ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। ম্যাচের দিন (৬ অক্টোবর) গোয়ালিয়র বনধের ডাক দিয়েছিল হিন্দু মহাসভা। এ ছাড়া অন্যান্য সংগঠনও প্রতিবাদের হুমকি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর সংঘটিত ‘অত্যাচার’ নিয়ে রবিবারের ম্যাচ বাতিলের দাবিতে বুধবার বিক্ষোভ করেছে হিন্দু মহাসভা।

 

পুলিশ সুপারের সুপারিশে জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর রুচিকা চৌহান ভারতীয় সিভিল সিকিউরিটি কোড (বিএনএসএস)-র ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আদেশে বলা হয়েছে, জেলার সীমানার মধ্যে কেউ যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যম প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচ ব্যাহত করে বা ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনি এই জিনিসগুলো স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন না
ভারত-বাংলাদেশের মধ্যে আয়োজিত প্রথম টি-টোয়েন্টিতে ক্রিকেটপ্রেমী দর্শক কিছু জিনিস স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন না। এর মধ্যে রয়েছে  ব্যানার, পোস্টার, কাট-আউট, পতাকা এবং আপত্তিকর বা উত্তেজক ভাষা ও বার্তা সম্বলিত অন্যান্য জিনিসও নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশের দেওয়া নির্দেশ যদি কোনও দর্শক না মানে তাহলে গ্রেফতারও  হতে পারে। এই ম্যাচে যাতে কোনও গন্ডগোল না ছড়িয়ে পড়ে তার জন্য  ১৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে৷