home remedies for caterpillar sting

Caterpillar Sting Treatment: শুঁয়োপোকার হুল শরীরে ফুটলে কী করবেন? এই পাতাতে কয়েক সেকেন্ডেই জ্বালা থেকে মুক্তি! জানুন

শীতের শুরুতেই বিভিন্ন গাছে শুয়োপোকার উপদ্রব বাড়ে। শুঁয়োপোকার হুলে তীব্র জ্বলন সৃষ্টি হয়।
শীতের শুরুতেই বিভিন্ন গাছে শুয়োপোকার উপদ্রব বাড়ে। শুঁয়োপোকার হুলে তীব্র জ্বলন সৃষ্টি হয়।
শুঁয়োপোকা গায়ে লাগলে তো আর কথাই নেই। ভয়ঙ্কর চুলকানি ও লাল হয় যায় ত্বক। একই সঙ্গে ফুলে যায় ওই অংশ।
শুঁয়োপোকা গায়ে লাগলে তো আর কথাই নেই। ভয়ঙ্কর চুলকানি ও লাল হয় যায় ত্বক। একই সঙ্গে ফুলে যায় ওই অংশ।
সবার আগে উচিত ত্বকে পোকার হুল লেগে থাকলে তা মুছে ফেলা। ভালভাবে জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
সবার আগে উচিত ত্বকে পোকার হুল লেগে থাকলে তা মুছে ফেলা। ভালভাবে জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে ঘরোয়া সমাধানই কিন্তু দারুণ কাজ করে। সেগুলি লাগাতে পারলে দারুণভাবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব।
শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে ঘরোয়া সমাধানই কিন্তু দারুণ কাজ করে। সেগুলি লাগাতে পারলে দারুণভাবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব।
পুঁইপাতা এই বিপদে মোক্ষম ওষুধ। এই পাতা ত্বকের ওই অংশে ঘষলে রোঁয়াগুলি ধীরে ধীরে উঠে আসে।
পুঁইপাতা এই বিপদে মোক্ষম ওষুধ। এই পাতা ত্বকের ওই অংশে ঘষলে রোঁয়াগুলি ধীরে ধীরে উঠে আসে।
চুনও শুঁয়োপোকার রোঁয়া দূর করতে দারুণ উপকারী। চুনের ক্ষারীয় গুণ রোঁয়ার বিষ দূর করে।
চুনও শুঁয়োপোকার রোঁয়া দূর করতে দারুণ উপকারী। চুনের ক্ষারীয় গুণ রোঁয়ার বিষ দূর করে।