অমিতাভ বচ্চন । সংগৃহীত ছবি ।

Amitabh Bachchan: ভিন-ধর্মে মা-বাবার বিয়ে! কেমন কেটেছে ছোটবেলা, কত পেতেন অঙ্কে? অমিতাভ বচ্চনের জীবনের অজানা তথ্য

*‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-য় নিজের ব্যক্তিগত জীবনের গল্প ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। যা শুনে মন ভরে গিয়েছে ভক্তদের। ভিন-জাতে প্রেম নিয়ে প্রতিযোগী কৃতীর সঙ্গে কথা বলতে গিয়ে বিগ বি বলেন তিনি নিজেকে হাফ-সর্দার বলে মনে করেন। কারণ তাঁর শরীরেও বইছে শিখদের রক্ত। সংগৃহীত ছবি। 
*‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-য় নিজের ব্যক্তিগত জীবনের গল্প ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। যা শুনে মন ভরে গিয়েছে ভক্তদের। ভিন-জাতে প্রেম নিয়ে প্রতিযোগী কৃতীর সঙ্গে কথা বলতে গিয়ে বিগ বি বলেন তিনি নিজেকে হাফ-সর্দার বলে মনে করেন। কারণ তাঁর শরীরেও বইছে শিখদের রক্ত। সংগৃহীত ছবি।
*মা তেজি বচ্চন শিখ পরিবারের সন্তান। এমনকী অমিতাভ বচ্চন জানান, মাসিরা তাঁকে আদর করে অমিতাভ সিং বলেই ডাকতেন। নিজের বেড়ে ওঠার গল্পও ভাগ করে নিলেন বলিউডের শাহেনশাহ। সংগৃহীত ছবি। 
*মা তেজি বচ্চন শিখ পরিবারের সন্তান। এমনকী অমিতাভ বচ্চন জানান, মাসিরা তাঁকে আদর করে অমিতাভ সিং বলেই ডাকতেন। নিজের বেড়ে ওঠার গল্পও ভাগ করে নিলেন বলিউডের শাহেনশাহ। সংগৃহীত ছবি।
*তাঁর কথায়, “এই ভিন-জাত বলার বিষয়টায় আমার একটু অস্বস্তি রয়েছে। আমার বাবা উত্তরপ্রদেশের লোক। আর আমার মা শিখ পরিবারের সন্তান। আমি মনে করি যে, আমি হাফ-সর্দার।” সংগৃহীত ছবি। 
*তাঁর কথায়, “এই ভিন-জাত বলার বিষয়টায় আমার একটু অস্বস্তি রয়েছে। আমার বাবা উত্তরপ্রদেশের লোক। আর আমার মা শিখ পরিবারের সন্তান। আমি মনে করি যে, আমি হাফ-সর্দার।” সংগৃহীত ছবি।
*মাসিদের সঙ্গে মিষ্টি মুহূর্তের স্মৃতিচারণ করে বলিউড সুপারস্টার বলেন, আমি যখন জন্মেছিলাম, তখন আমার মাসিরা বলতেন, “কিন্না সোনা পুত্তর হ্যায়। সাড্ডা অমিতাভ সিং।” অর্থাৎ কী সুন্দর ছেলে, আমাদের অমিতাভ সিং। সংগৃহীত ছবি। 
*মাসিদের সঙ্গে মিষ্টি মুহূর্তের স্মৃতিচারণ করে বলিউড সুপারস্টার বলেন, আমি যখন জন্মেছিলাম, তখন আমার মাসিরা বলতেন, “কিন্না সোনা পুত্তর হ্যায়। সাড্ডা অমিতাভ সিং।” অর্থাৎ কী সুন্দর ছেলে, আমাদের অমিতাভ সিং। সংগৃহীত ছবি।
*এদিকে কৌন বনেগা ক্রোড়পতি-র ওই পর্বের প্রতিযোগী ছিলেন কৃতী। তিনি আবার উত্তরপ্রদেশের সুকৃতের বাসিন্দা। নিজের ব্যক্তিগত জীবনের কিছু কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। কৃতী জানান, কেবিসি-তে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তাঁর বাবা। কিন্তু তিনি সেটা করতে পারেননি। স্মৃতি একটু একটু করে হারিয়ে যেতে থাকে। সংগৃহীত ছবি। 
*এদিকে কৌন বনেগা ক্রোড়পতি-র ওই পর্বের প্রতিযোগী ছিলেন কৃতী। তিনি আবার উত্তরপ্রদেশের সুকৃতের বাসিন্দা। নিজের ব্যক্তিগত জীবনের কিছু কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। কৃতী জানান, কেবিসি-তে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তাঁর বাবা। কিন্তু তিনি সেটা করতে পারেননি। স্মৃতি একটু একটু করে হারিয়ে যেতে থাকে। সংগৃহীত ছবি।
*তবে বাড়িতে বসেই কেবিসি-র প্রশ্নের উত্তর দিতেন। এই বিষয়টাই কৃতীকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই কেবিসি-র হট সিটে বসে বাবার সেই স্বপ্নই পূরণ করেছেন কৃতী। সংগৃহীত ছবি। 
*তবে বাড়িতে বসেই কেবিসি-র প্রশ্নের উত্তর দিতেন। এই বিষয়টাই কৃতীকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই কেবিসি-র হট সিটে বসে বাবার সেই স্বপ্নই পূরণ করেছেন কৃতী। সংগৃহীত ছবি।
*অঙ্কের প্রশ্নে দুর্ধর্ষ জবাব দেন কৃতী। যা দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভও। এমনকী প্রশংসাও করেছেন। কৃতী স্বীকার করে জানিয়েছেন যে, তিনি অঙ্কে তেমন ভাল ছিলেন না। টেনেটুনে চল্লিশের কাছাকাছি নম্বর পেতেন। কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই বেড়েছে। এর জবাবে বিগ বি নিজেই ভাগ করে নেন অঙ্ক নিয়ে তাঁর সমস্যার কথা। মাত্র ৪২ পাওয়ার কথাও স্বীকার করেছেন। সংগৃহীত ছবি। 
*অঙ্কের প্রশ্নে দুর্ধর্ষ জবাব দেন কৃতী। যা দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভও। এমনকী প্রশংসাও করেছেন। কৃতী স্বীকার করে জানিয়েছেন যে, তিনি অঙ্কে তেমন ভাল ছিলেন না। টেনেটুনে চল্লিশের কাছাকাছি নম্বর পেতেন। কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই বেড়েছে। এর জবাবে বিগ বি নিজেই ভাগ করে নেন অঙ্ক নিয়ে তাঁর সমস্যার কথা। মাত্র ৪২ পাওয়ার কথাও স্বীকার করেছেন। সংগৃহীত ছবি।
*এপিসোডে আড্ডার সময় কৃতী জানান যে, তাঁর গয়না খুব একটা পছন্দ নয়। এরপর জয়াকে অমিতাভ গয়না উপহার দেন কি না, সেটা জানতে চান কৃতী। জবাবে অভিনেতা বলেন, “আপনি আমায় ব্যক্তিগত প্রশ্ন করলেন। কিন্তু হ্যাঁ, আমি ওঁকে গয়না উপহার দিই। আশা করি, আয়কর দফতরের কেউ এটা দেখছেন না।” সংগৃহীত ছবি।
*এপিসোডে আড্ডার সময় কৃতী জানান যে, তাঁর গয়না খুব একটা পছন্দ নয়। এরপর জয়াকে অমিতাভ গয়না উপহার দেন কি না, সেটা জানতে চান কৃতী। জবাবে অভিনেতা বলেন, “আপনি আমায় ব্যক্তিগত প্রশ্ন করলেন। কিন্তু হ্যাঁ, আমি ওঁকে গয়না উপহার দিই। আশা করি, আয়কর দফতরের কেউ এটা দেখছেন না।” সংগৃহীত ছবি।