পাঁচমিশালি Knowledge Story: সাঁতার কাটে উট! এমনও সম্ভব? ভারতেই আছে সেই জায়গা! কোথায়? শুনে চমকে উঠবেন কিন্তু Gallery October 16, 2024 Bangla Digital Desk ভারতেই এমন এক জায়গা আছে যেখানে উট মরুভূমিতে নয়, সমুদ্রে সাঁতার কাটতে দক্ষ! কি? অবাক হলেন? ভারতের গুজরাত রাজ্যের কচ্ছ অঞ্চলে এমনই উটের দেখা পাওয়া যায়। প্রতীকী ছবি। প্রাকৃতিক দৃশ্য এবং সম্পদে পরিপূর্ণ গুজরাতের কচ্ছ অঞ্চল এক কথায় মনোহর। এই অঞ্চলে বিভিন্ন প্রাণীর দেখা পাওয়া যায়। গোটা অঞ্চলে নানান প্রাণীর বৈচিত্র্যে কচ্ছ এক কথায় অনন্য।প্রতীকী ছবি। এই কচ্ছ এলাকাতেই দু’টি প্রজাতির উটের দেখা পাওয়া যায়। একটি হল কুচ্ছি এবং খারাই। এর মধ্যেই খারাই উট বিভিন্ন দিক দিয়ে অনন্য। প্রতীকী ছবি। খারাই উট মরুভুমি থেকে খাবার সংগ্রহ করে না। বদলে খাবার সংগ্রহ করার জন্য তাঁরা বেছে নেয় সমুদ্র পথ। প্রতীকী ছবি। এই বিচিত্র জীবনশৈলীর জন্য ইতিমধ্যেই খারাই উটকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতীকী ছবি। কচ্ছের এলাকার স্থানীয় বাসিন্দারাই উটগুলির দেখভাল করে থাকেন। কিন্তু, ধীরে ধীরে বিলুপ্তির গ্রাসে আসছে এই উট গুলি। এর পিছনের মূল কারণ শিল্পায়ন এবং ফলে গাছপালা কেটে ফেলা। প্রতীকী ছবি। খারাই উট মূলত পাওয়া যায় কচ্ছের উপকূলবর্তী গ্রামে। মূলত, সমুদ্রের লাগোয়া সুন্দরী গেঁওয়া, গরানের ডালপালাই এঁদের প্রধান খাদ্য। তাই সমুদ্রে সাঁতরে গিয়ে এইসব গাছের ডালপালা খাওয়াই এই উট গুলির মূল বৈশিষ্ট্য। প্রতীকী ছবি।