Bank fraud: ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে তিন লক্ষ তুলে নিল প্রতারকরা! বিহারে উল্টো কাণ্ড

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণা করে তুলে নেওয়া হল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা! মজার বিষয় হল, যে অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা হয়েছে, তাতে কোনও টাকাই ছিল না!
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণা করে তুলে নেওয়া হল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা! মজার বিষয় হল, যে অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা হয়েছে, তাতে কোনও টাকাই ছিল না!
এমনই কাণ্ড ঘটেছে বিহারের ঝাঁঝা থানার জামুই এলাকায়৷ যে যুবকের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে, তাঁর নাম কমলেশ কুমার৷
এমনই কাণ্ড ঘটেছে বিহারের ঝাঁঝা থানার জামুই এলাকায়৷ যে যুবকের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে, তাঁর নাম কমলেশ কুমার৷
ওই যুবক জানিয়েছেন, গত ৫ অগাস্ট হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেসে ঝাঁঝা স্টেশন পৌঁছন মাত্র তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় দু তিন জন দুষ্কৃতী৷ তার পর সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটে৷
ওই যুবক জানিয়েছেন, গত ৫ অগাস্ট হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেসে ঝাঁঝা স্টেশন পৌঁছন মাত্র তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় দু তিন জন দুষ্কৃতী৷ তার পর সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটে৷
ফোন ছিনতাইয়ের পরই রেল পুলিশে অভিযোগ জানিয়ে বাড়ি চলে আসেন কমলেশ কুমার৷ সম্প্রতি এই প্রতারণার বিষয়টি তাঁর নজরে আসে৷
ফোন ছিনতাইয়ের পরই রেল পুলিশে অভিযোগ জানিয়ে বাড়ি চলে আসেন কমলেশ কুমার৷ সম্প্রতি এই প্রতারণার বিষয়টি তাঁর নজরে আসে৷
কমলেশ কুমার পশ্চিমবঙ্গের বর্ধমানে গাড়ি চালকের কাজ করেন৷ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্যত ফাঁকাই ছিল বলে জানিয়েছেন ওই যুবক৷
কমলেশ কুমার পশ্চিমবঙ্গের বর্ধমানে গাড়ি চালকের কাজ করেন৷ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্যত ফাঁকাই ছিল বলে জানিয়েছেন ওই যুবক৷
কমলেশ জানিয়েছেন, দিন কয়েক আগে নতুন ফোন কিনে নিজের নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করেন৷ তখনই তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে সেপ্টেম্বর মাসে পর্যায়ক্রমে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে৷
কমলেশ জানিয়েছেন, দিন কয়েক আগে নতুন ফোন কিনে নিজের নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করেন৷ তখনই তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে সেপ্টেম্বর মাসে পর্যায়ক্রমে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঝাঁঝা শাখায় অ্যাকাউন্ট রয়েছে ওই যুবকের৷ তাঁর দাবি, পুরনো ফোন চুরি হওয়ার পরই সিম কার্ড ব্লক করে দিয়েছিলেন তিনি৷ প্রতারণার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঝাঁঝা শাখায় অ্যাকাউন্ট রয়েছে ওই যুবকের৷ তাঁর দাবি, পুরনো ফোন চুরি হওয়ার পরই সিম কার্ড ব্লক করে দিয়েছিলেন তিনি৷ প্রতারণার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷