Tag Archives: Bank Fraud

Exposed: চার ডিজিটের এই ১০ পিন হ্যাক করা বাঁ-হাতের খেলা ! সতর্ক হন এখনই, আপনিও হ্যাকারদের তালিকায় নেই তো?

কলকাতা: প্রতি বছর অগণিত ব্যক্তি স্ক্যাম এবং সাইবার থ্রেটের দ্বারা প্রভাবিত হন। এক সাম্প্রতিক সাইবার সিকিউরিটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, এর পরেও ‘১২৩৪’ এখনও চিপ এবং পিন কার্ড, ফোন পাসকোড এবং আরও অনেক প্ল্যাটফর্মে সিকিউরিটি পিনের জন্য একটি জনপ্রিয় পছন্দ হিসাবে রয়ে গিয়েছে।

ইনফরমেশন ইজ বিউটিফুল-এর (Information is Beautiful) একটি প্রতিবেদন অনুসারে, ফাঁস হওয়া ডেটাবেসগুলির একটি বিশ্লেষণে দেখা গিয়েছে যে অনেক ব্যক্তি এখনও তাঁদের সংবেদনশীল ডেটা সুরক্ষিত রাখতে সাধারণ মানের পিন নম্বরগুলিই বেছে নেন।

আরও পড়ুন– গরমে পাতে রাখুন এই ৩ সবজি; শরীরের জন্য অমৃত, সুগার, বিপি, হজমের অব্যর্থ ওষুধ

ওই প্রতিবেদনে আরও হাইলাইট করা হয়েছে যে, ‘১২৩৪’ সর্বাধিক প্রচলিত পিন হিসাবে অব্যাহত রয়েছে, যাঁদের নিয়ে সমীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্যে প্রায় ১১ শতাংশ এই কারণে প্রতারণার শিকার।

এই বিশ্লেষণ, ‘ডেটা জেনেটিক্স’ থেকে প্রাপ্ত ডেটার উপর ভিত্তি করে সবচেয়ে স্বাভাবিক এবং সবচেয়ে অসাধারণ ৪ ডিজিটের পিন সংখ্যার উপর আলোকপাত করেছে ৷

আরও নানা সমীক্ষায় দেখা গিয়েছে যে, ৩.৪ মিলিয়ন যে সব পিন পরীক্ষা করা হয়েছে, যেখানে অনেক ব্যক্তি তাঁদের সিকিউরটি কোডগুলিতে সাধারণ মানের পিনই বজায় রেখেছেন।

আরও পড়ুন– ভয়ঙ্কর দৃশ্য ! ডিউটিতে থাকাকালীন সিঁড়ি সরতেই বিমান থেকে পড়ে গেলেন কর্মী, জাকার্তার ভিডিও ভাইরাল

এখানে সবচেয়ে সাধারণ (Most Common) চার-সংখ্যার পিন নম্বরের তালিকা দেওয়া হল, যা হ্যাক করা যেন বাঁ-হাতের খেলা:

১২৩৪

• ১১১১

• ০০০০

• ১২১২

• ৭৭৭৭

• ১০০৪

• ২০০০

• ৮৮৮৮

• ২২২২

• ৬৯৬৯

অন্য দিকে, সর্বনিম্ন সাধারণ (Least Common) চার-সংখ্যার পিনগুলি হল:

• ৮৫৫৭

• ৮৪৩৮

• ৯৫৩৯

• ৭০৬৩

• ৬৮২৭

• ০৮৫৯

• ৬৭৯৩

• ০৭৩৮

• ৬৮৩৫

• ৮০৯৩

জ্যাক মুর, ইএসইটি-এর গ্লোবাল সাইবার সিকিউরিটি কনসালটেন্ট উল্লেখ করেছেন যে, এই ধরনের পিন নম্বর আক্রমণকারীদের আরও টার্গেট ধরতে সাহায্য করে।

আরও পড়ুন– পটনা থেকে খালি হাতে এসেছিলেন মুম্বই, লন্ডন পর্যন্ত বিস্তৃত ব্যবসা, তরুণ বয়সেই সাফল্যের শিখরে পৌঁছন

অনেকেই দুর্বল পাসওয়ার্ড এবং পিন কোড থাকার কারণে নিজেদের সাইবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেন। মুর আরও হাইলাইট করেছেন যে, দুর্বল সাইবার সিকিউরিটি প্র্যাক্টিস হ্যাকারদের জন্য কাজকে উল্লেখযোগ্য ভাবে সহজ করে তোলে। তিনি আরও জানান যে, ‘‘অনেকেই এমন পিন কোড ব্যবহার করে চলেছেন, যা সাধারণত তাঁদের সঙ্গে সম্পর্কিত এবং সহজেই অনুমানযোগ্য, যেমন, জন্মের তারিখ।’’

পাসওয়ার্ড ম্যানেজার NordPass দ্বারা পরিচালিত গবেষণা অনুসারে, কমপক্ষে ৭০ শতাংশ পাসওয়ার্ড এক সেকেন্ডেরও কম সময়ে ক্র্যাক হয়ে যেতে পারে।

(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

Bank Fraud: ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এবার ফোনে আড়ি পাতবে গুগল, নতুন ফিচারে কী আপনার লাভ হবে না সমস্যা বাড়বে ?

লক্ষ লক্ষ মানুষ আজকাল ব্যাঙ্ক জালিয়াতি এবং এআই কেলেঙ্কারিতে তাঁদের অর্থ হারাচ্ছেন। তাই সবাই চান টেক কোম্পানি এবং টেলিকম কোম্পানিরা এই বিপদের সমাধান খুঁজে বের করুক। এখন গুগলের কাছেই এর সমাধান রয়েছে।
লক্ষ লক্ষ মানুষ আজকাল ব্যাঙ্ক জালিয়াতি এবং এআই কেলেঙ্কারিতে তাঁদের অর্থ হারাচ্ছেন। তাই সবাই চান টেক কোম্পানি এবং টেলিকম কোম্পানিরা এই বিপদের সমাধান খুঁজে বের করুক। এখন গুগলের কাছেই এর সমাধান রয়েছে।
আমরা বলছি এই সপ্তাহে রিলিজ হওয়া গুগল আই/ও ২০২৪ কি-নোট সম্পর্কে। কোম্পানি এই নতুন স্প্যাম ডিটেকশনের দ্বারা ব্যাঙ্ক ফ্রড জাতীয় জালিয়াতি রুখতে পারবে বলে জানিয়েছে। এটি যে কোনও সমস্যায় বিপদ বার্তার মতো আমাদের রিয়েল-টাইম সতর্কতা দেবে।
আমরা বলছি এই সপ্তাহে রিলিজ হওয়া গুগল আই/ও ২০২৪ কি-নোট সম্পর্কে। কোম্পানি এই নতুন স্প্যাম ডিটেকশনের দ্বারা ব্যাঙ্ক ফ্রড জাতীয় জালিয়াতি রুখতে পারবে বলে জানিয়েছে। এটি যে কোনও সমস্যায় বিপদ বার্তার মতো আমাদের রিয়েল-টাইম সতর্কতা দেবে।
মঙ্গলবার কি-নোট চলাকালীন গুগল অ্যান্ড্রয়েডে জেমিনি এআইয়ের ডেমো দিয়েছে। এছাড়াও এআই প্রযুক্তির অন্যতম উদ্দেশ্য কী হতে পারে সেই নিয়ে এই স্ক্যামের বিরুদ্ধে মানুষকে রক্ষার কথা জানিয়েছে।
মঙ্গলবার কি-নোট চলাকালীন গুগল অ্যান্ড্রয়েডে জেমিনি এআইয়ের ডেমো দিয়েছে। এছাড়াও এআই প্রযুক্তির অন্যতম উদ্দেশ্য কী হতে পারে সেই নিয়ে এই স্ক্যামের বিরুদ্ধে মানুষকে রক্ষার কথা জানিয়েছে।
গুগল স্প্যাম কল অ্যালার্ট এআই টেক: এটি কীভাবে কাজ করে?
গুগল স্প্যাম কল অ্যালার্ট এআই টেক: এটি কীভাবে কাজ করে?
গুগল বিশেষ ভাবে জেমিনি ন্যানো সম্পর্কে জানিয়েছে যে, এটি ডিভাইসে থাকা প্রযুক্তি যা এআইয়ের সাহায্যে কাজ করে। উদাহরণস্বরূপ, গ্রাহকরা এক্ষেত্রে একটি সতর্কতা পাবেন যদি কেউ ব্যাঙ্ক প্রতিনিধি বলে নিজেকে দাবি করে জরুরি ভাবে ফান্ড ট্রান্সফার করতে বলেন বা কোনও গিফট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে বলেন বা কার্ডের পিন বা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য জানাতে অনুরোধ করেন। এক্ষেত্রে এই ফিচার গ্রাহকদের সতর্ক করে দেবে।
গুগল বিশেষ ভাবে জেমিনি ন্যানো সম্পর্কে জানিয়েছে যে, এটি ডিভাইসে থাকা প্রযুক্তি যা এআইয়ের সাহায্যে কাজ করে। উদাহরণস্বরূপ, গ্রাহকরা এক্ষেত্রে একটি সতর্কতা পাবেন যদি কেউ ব্যাঙ্ক প্রতিনিধি বলে নিজেকে দাবি করে জরুরি ভাবে ফান্ড ট্রান্সফার করতে বলেন বা কোনও গিফট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে বলেন বা কার্ডের পিন বা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য জানাতে অনুরোধ করেন। এক্ষেত্রে এই ফিচার গ্রাহকদের সতর্ক করে দেবে।
অনেকের মনেই প্রথম যে জিনিসটি সম্পর্কে প্রশ্ন এসবে তা হল গুগল কল ট্র্যাক করতে এআই ব্যবহার করবে৷ অবশ্যই এমনটি কারও জন্যই আদর্শ নয়, বিশেষত যখন এআই স্ক্যামাররাও ব্যবহার করতে পারে।
অনেকের মনেই প্রথম যে জিনিসটি সম্পর্কে প্রশ্ন এসবে তা হল গুগল কল ট্র্যাক করতে এআই ব্যবহার করবে৷ অবশ্যই এমনটি কারও জন্যই আদর্শ নয়, বিশেষত যখন এআই স্ক্যামাররাও ব্যবহার করতে পারে।
এখানেই গুগল আশ্বাস দিয়েছে যে, জেমিনি ন্যানো এআই প্রযুক্তি ব্যবহার করার অর্থ হল এই কলগুলির স্ক্যান করার জন্য প্রসেস করা সমস্ত ডেটা ফোনেই থাকবে, এগুলি কখনই অন্য কোনও পরিষেবাতে স্থানান্তরিত হবে না।
এখানেই গুগল আশ্বাস দিয়েছে যে, জেমিনি ন্যানো এআই প্রযুক্তি ব্যবহার করার অর্থ হল এই কলগুলির স্ক্যান করার জন্য প্রসেস করা সমস্ত ডেটা ফোনেই থাকবে, এগুলি কখনই অন্য কোনও পরিষেবাতে স্থানান্তরিত হবে না।
কোম্পানি আরও উল্লেখ করেছে যে রিয়েল-টাইম স্প্যাম অ্যালার্ট ফিচার অপ্ট-ইন করা হবে তাই গুগল এটি সবার জন্য ‘এবেল’ করবে না। যদিও গুগল এই ফিচারটির রোল আউট নিয়ে সঠিক টাইমলাইন উল্লেখ করেনি, তবে কোম্পানি জানিয়েছে যে, এই বছরের শেষের দিকে আরও তথ্য প্রকাশ করা হবে। আমরা আশা করছি যে, গুগল প্রাথমিক ভাবে পিক্সেল ফোনের জন্য এই জেমিনি ন্যানো এআই মডেল ব্যবহার করবে।
কোম্পানি আরও উল্লেখ করেছে যে রিয়েল-টাইম স্প্যাম অ্যালার্ট ফিচার অপ্ট-ইন করা হবে তাই গুগল এটি সবার জন্য ‘এবেল’ করবে না। যদিও গুগল এই ফিচারটির রোল আউট নিয়ে সঠিক টাইমলাইন উল্লেখ করেনি, তবে কোম্পানি জানিয়েছে যে, এই বছরের শেষের দিকে আরও তথ্য প্রকাশ করা হবে। আমরা আশা করছি যে, গুগল প্রাথমিক ভাবে পিক্সেল ফোনের জন্য এই জেমিনি ন্যানো এআই মডেল ব্যবহার করবে।

Digha: দিঘায় গেলেই সাবধান, সব টাকা খোয়া যেতে পারে! পর্যটকের সঙ্গে যা ঘটল, যে কারও সঙ্গে ঘটতে পারে

দিঘা: গরম বাড়লেও দিঘায় পর্যটকদের ভিড়ের কমতি নেই। কিন্তু এরই মধ্যে দিঘায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অভিনব পদ্ধতিতে এটিএম কার্ড পরিবর্তন করে দিঘায় যুবকের টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নিউ দিঘার ক্ষণিকা মার্কেটের কাছে। গেস্ট হাউসের সামনের এটিএম-এ ঘটেছে এই ঘটনা। দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, দিঘায় বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন নয়ন মাইতি নামে ওই যুবক। সেই সময় ওই যুবক বন্ধন ব্যাঙ্কের এটিএম কার্ডটি পাঞ্চ করতে থাকেন। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁকে দেখছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন: বয়স যাই হোক, এই গরমে যেখানে-সেখানে হার্ট অ্যাটাক হতে পারে যে কারও! কীভাবে আটকাবেন, রয়েছে খুব সহজ উপায়

কিন্তু ওই এটিএম থেকে টাকা না ওঠায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নয়নকে বলেন পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য। এমনকী ওই ব্যক্তি নিজে নয়নের কার্ডটি নিয়ে নিজে টাকা তুলে দিতে যায়। সেই সময়ই পাশে দাঁড়িয়েছিলেন নয়ন। কিন্তু তাতেও টাকা ওঠেনি।

কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে এর মধ্যেই। হাত বদল হয়ে গিয়েছে এটিএম কার্ড। আসলে ওই অভিযুক্তই নয়ন মাইতিকে একটি অন্য কার্ড দিয়ে চলে যায়। কার্ডটি যে বদল হয়ে গিয়েছে তা বিন্দুমাত্র বুঝতেও পারেননি নয়নবাবু। কিছু সময় পরেই এটিএম থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে ফোনে। এরপরই থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি। এভাবে টাকা হাতিয়ে নেওয়ায় আশঙ্কাও ছড়িয়েছে দিঘাজুড়ে।

Fraud Alert: ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই বিষয়টা জেনে রাখা খুব দরকার

অনলাইনে প্রতারণার নতুন নতুন কৌশল বের করছে প্রতারকরা। ইউজারের টাকা এবং গুরুত্বপূর্ণ তথ্য লোপাট হয়ে যাচ্ছে চোখের নিমেষে। প্রতারকদের হাত থেকে বাঁচতে তাই এই সব নতুন কৌশল সম্পর্কে অবহিত থাকাটা জরুরি।
অনলাইনে প্রতারণার নতুন নতুন কৌশল বের করছে প্রতারকরা। ইউজারের টাকা এবং গুরুত্বপূর্ণ তথ্য লোপাট হয়ে যাচ্ছে চোখের নিমেষে। প্রতারকদের হাত থেকে বাঁচতে তাই এই সব নতুন কৌশল সম্পর্কে অবহিত থাকাটা জরুরি।
অনলাইন প্রতারণার নতুন কৌশল নিয়ে এবার গ্রাহকদের সতর্ক করল আইসিআইসিআই ব্যাঙ্ক। গ্রাহকদের ব্যাঙ্কের নামে মেইল বা মেসেজ পাঠিয়ে ফাইল ডাউনলোড করতে বলছে স্ক্যামাররা। কিংবা ওয়েবসাইটের ইউআরএল পাঠিয়ে বলা হচ্ছে, “এখানে ক্লিক করুন”।
অনলাইন প্রতারণার নতুন কৌশল নিয়ে এবার গ্রাহকদের সতর্ক করল আইসিআইসিআই ব্যাঙ্ক। গ্রাহকদের ব্যাঙ্কের নামে মেইল বা মেসেজ পাঠিয়ে ফাইল ডাউনলোড করতে বলছে স্ক্যামাররা। কিংবা ওয়েবসাইটের ইউআরএল পাঠিয়ে বলা হচ্ছে, “এখানে ক্লিক করুন”।
এরপরই গ্রাহকদের উদ্দেশ্যে একটি বার্তা জারি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে, “আইসিআইসিআই ব্যাঙ্ক কখনওই তার গ্রাহকদের কোনও এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোন করতে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে না”।
এরপরই গ্রাহকদের উদ্দেশ্যে একটি বার্তা জারি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে, “আইসিআইসিআই ব্যাঙ্ক কখনওই তার গ্রাহকদের কোনও এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোন করতে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে না”।
অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও বার্তা এলে চিন্তায় পড়ে যান গ্রাহক। তড়িঘড়ি সেটা করতে যান। এটারই ফায়দা তোলে স্ক্যামাররা। গ্রাহকের ডিভাইসে ম্যালওয়্যার পাঠায়। অসতর্কতার সুযোগে তথ্য হাতিয়ে নেয়। ম্যালওয়্যার প্রযুক্তির অগ্রগতি কোম্পানিগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গ্রাহকরা সতর্ক হলেই এই ফাঁদ এড়ানো সম্ভব। অপরিচিতদের কাছ থেকে আসা কোনও মেসেজ বা ইমেলের উত্তর দেওয়া যাবে না, ক্লিক করা উচিত নয় এমন কোনও লিঙ্কেও।
অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও বার্তা এলে চিন্তায় পড়ে যান গ্রাহক। তড়িঘড়ি সেটা করতে যান। এটারই ফায়দা তোলে স্ক্যামাররা। গ্রাহকের ডিভাইসে ম্যালওয়্যার পাঠায়। অসতর্কতার সুযোগে তথ্য হাতিয়ে নেয়। ম্যালওয়্যার প্রযুক্তির অগ্রগতি কোম্পানিগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গ্রাহকরা সতর্ক হলেই এই ফাঁদ এড়ানো সম্ভব। অপরিচিতদের কাছ থেকে আসা কোনও মেসেজ বা ইমেলের উত্তর দেওয়া যাবে না, ক্লিক করা উচিত নয় এমন কোনও লিঙ্কেও।
ডিজিটাল স্ক্যাম এড়াতে গ্রাহকদের কী করা উচিত: ডিজিটাল প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে কিছু টিপস দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। সেগুলি হল –
ডিজিটাল স্ক্যাম এড়াতে গ্রাহকদের কী করা উচিত: ডিজিটাল প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে কিছু টিপস দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। সেগুলি হল –
ক) সিকিউরিটি প্যাচ-সহ সর্বদা অ্যাপ এবং মোবাইল ওএস-এর লেটেস্ট ভার্সন আপডেট করে রাখতে হবে।খ) শুধুমাত্র প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মতো প্রকৃত সোর্স থেকেই অ্যাপ ইনস্টল করা উচিত। গ) থার্ড পার্টি বা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করার বিকল্প ব্লক করে রাখতে হবে। ঘ) অজানা ওয়েবসাইট বা ই-মেল থেকে অ্যাপ বা ফাইল ডাউনলোড করা চলবে না।
ক) সিকিউরিটি প্যাচ-সহ সর্বদা অ্যাপ এবং মোবাইল ওএস-এর লেটেস্ট ভার্সন আপডেট করে রাখতে হবে। খ) শুধুমাত্র প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মতো প্রকৃত সোর্স থেকেই অ্যাপ ইনস্টল করা উচিত। গ) থার্ড পার্টি বা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করার বিকল্প ব্লক করে রাখতে হবে। ঘ) অজানা ওয়েবসাইট বা ই-মেল থেকে অ্যাপ বা ফাইল ডাউনলোড করা চলবে না।
আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, এরপরেও যদি গ্রাহক কোনওভাবে প্রতারণার স্বীকার হন, তাহলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল বা চক্ষু প্ল্যাটফর্মে অভিযোগ নথিভুক্ত করতে হবে। ডিজিটাল প্রতারণার সঙ্গে লড়তে এই দুই প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্র সরকার।
আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, এরপরেও যদি গ্রাহক কোনওভাবে প্রতারণার স্বীকার হন, তাহলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল বা চক্ষু প্ল্যাটফর্মে অভিযোগ নথিভুক্ত করতে হবে। ডিজিটাল প্রতারণার সঙ্গে লড়তে এই দুই প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্র সরকার।

Bank: ব্যাঙ্ক থেকে বেরনো মাত্রই বৃদ্ধের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা কোন্নগরে! সব খোয়ালেন, সাবধান হোন আপনিও

হুগলি: সাবধান হোন আপনিও! নাহলেই চোখের নিমেষে আপনার সঙ্গেও ঘটতে পারে এমন ঘটনা। ভর দুপুরে জনসমক্ষে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগরে। জন বহুল রাস্তার মধ্যে সাইকেল থেকে টাকা সমেত ব্যাগ তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি কোন্নগর ক্রাইপার রোড সংলগ্ন মনসাতলা এলাকার। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন্নগর দেবপাড়ার বাসিন্দা মনীন্দ্রনাথ রায়। পেশায় তিনি একজন সরকারি কর্মী ছিলেন। অবসর হওয়ার পর পূর্ণ করে বাড়ি কিনে থাকতে শুরু করেন। বুধবার সকালে ১১ টা নাগাত স্টেট ব্যাংকে আসেন পেনশনের টাকা তুলতে। ৩২ হাজার ৫০০ টাকা মোট পেনশনের টাকা তুলে তিনি একটি হ্যান্ড ব্যাগে করে সাইকেলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় বাজার করার জন্য তিনি দাঁড়ান।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে কেন নেই ‘১৬ নম্বর’ প্ল্যাটফর্ম? বিরাট রহস্য কিন্তু! শুনলে তাজ্জব হয়ে যাবেন!

তখনই তার চোখের নিমেষে সাইকেল থেকে সেই টাকা সমেত ব্যাগ তুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। সমস্ত ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।সিসিটিভিতে দেখা যাচ্ছে, নীল রঙের গেঞ্জি পরা কাঁধে কালো ব্যাগ নিয়ে একটি ছেলে সাইকেল থেকে টাকার ব্যাগটি তুলে নেয়। তারপরে তার সহযোগীকালো রঙের জামা পড়ে অন্য একটি ছেলে লাল রঙের টোটো নিয়ে এগিয়ে আসে এবং সেই টোটোতে উঠে পড়ে ওই ছিনতাইবাজ।

ঘটনার খবর পাওয়া পড়েই তদন্তে নামে কোন্নগর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি দেখে দই সন্দেহভাজনকে সনাক্ত করেছে ইতিমধ্যেই পুলিশ। দুজনের মধ্যে একজন পেশায় টোটো চালক। ঘটনার সঙ্গে একটি টোটো জড়িত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান টোটোটি উত্তরপাড়া এলাকার। ছিনতাই করে ক্রাইফার রোড দিয়ে স্টেশন পেরিয়ে কানাইপুরের দিকে পালায় দুই দুষ্কৃতী। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে দুষ্কৃতীদের ধরতে ময়দানে পুলিশের আধিকারিকরা।

—- রাহী হালদার

Bank: বিশাল অঙ্কের আর্থিক জালিয়াতি! গরিব-খেটে খাওয়া মানুষেরা টাকা রেখে সর্বস্বান্ত! মেদিনীপুর তোলপাড় 

হেঁড়িয়া: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা রেখেও রাতের ঘুম উড়েছে বহু গ্রাহকের। ফিঙ্গার প্রিন্ট জালিয়াতির কারণে ব্যাঙ্কের টাকা জমা রেখেও শান্তি নেই! লক্ষ লক্ষ টাকা প্রতারণা। আর তাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খাতা খুলেও সর্বস্বান্ত হলেন গ্রামের দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ।

রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের হেঁড়িয়া শাখার গ্রাহক সেবা কেন্দ্রে কয়েক লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ। জালিয়াতি ধরা পড়তেই অভিযুক্তকে ঘিরে ধরে গ্রাহকরা। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। শতাধিক গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাহক সেবা কেন্দ্রের অপারেটরের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ খালি পেটে রোজ চিবিয়ে খান শুধু দুটো তুলসী পাতা, শরীরে যা ঘটবে…! জানলে একদিনও মিস করবেন না

কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর, কেউ আবার সাধারণ গৃহবধূ। প্রত্যেকেরই রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের হেঁড়িয়া শাখায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বেশিরভাগই আর্থিক লেনদেন করেন ওই শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে। গ্রাহক পরিষেবা কেন্দ্রেই জালিয়াতি ঘটনা। গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটর দীর্ঘদিন ধরে তাদের প্রতারিত করে চলেছে। প্রাথমিকভাবে কেউ বুঝতে না পারলেও। সম্প্রতি এক গ্রাহকের টাকা ফিঙ্গার প্রিন্ট জালিয়াতি করে তুলে নেয় ওই অপারেটর। তারপরে এই ঘটনা সামনে আসে।

আরও পড়ুনঃ ভারী বৃষ্টির দোসর ঝড়-ভয়ঙ্কর বজ্রপাত, ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তাণ্ডব, হলুদ সতর্কতা জারি আলিপুরের

জানা গিয়েছে, ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনও সার্ভার ডাউন বা কখনও ফিঙ্গার প্রিন্ট মিলছে না বলে দফায় দফায় গ্রাহকদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেওয়া হত। পরে দেখা যায় বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় দফায় টাকা তোলা হয়েছে। আবার কোনও কোনও গ্রাহক ওই সিএসপি সেন্টারে অ্যাকাউন্টে নগদ টাকা জমা করলেও গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ত না সেইসব টাকা। গ্রাহকেরা সিএসপি অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞেস করলে তা অস্বীকার করে। এরপরই পুলিশে দ্বারস্থ হলে উপযুক্তকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট জালিয়াতি করে প্রায় কয়েক লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে।

কারও ৪৫ হাজার, কারও ৫০ হাজার কারও আবার ১০ হাজার টাকা। সবমিলিয়ে লক্ষ লক্ষ টাকার জালিয়াতির ঘটনা সামনে এল পূর্ব মেদিনীপুর জেলার রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের হেঁড়িয়া শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে। জালিয়াতির ঘটনা সামনে আসতেই অভিযুক্তকে ঘিরে ধরে গ্রাহকেরা। অভিযুক্ত ইন্দ্রজিৎ নামে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সৈকত শী

Bank Fraud: আসেনি OTP, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হাজার হাজার টাকা!

বীরভূম: আসেনি ওটিপি। তা সত্ত্বেও বীরভূমের লাভপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৫৪ হাজার টাকা। দফায় দফায় ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। লাভপুর থানা এবং বীরভূমের সিউড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গ্রামীণ এলাকায় সব সময় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থাকে না।আর তেমন ক্ষেত্রে ব্যাঙ্ক সিএসপি বা ‘কাস্টমার সার্ভিস পয়েন্ট’ খোলে। তার দায়িত্ব দেওয়া হয় এক ব্যক্তির উপর। এ ভাবে গ্রামীণ এবং প্রান্তিক এলাকাতেও পৌঁছে যায় ব্যাঙ্কের পরিষেবা। এ বার তা করতে গিয়েই সর্বস্ব খোয়ালেন এক ব্যক্তি।

আরও পড়ুন: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই ২৬ লাখ টাকার মালিক, এই স্কিমে মালামাল হতে পারেন আপনিও

জানা গিয়েছে, লাভপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভালাস গ্রাম শাখা থেকে সিএসপির বরাত নিয়ে লাভপুরের কর্মতীর্থতে সরকারি স্টল ভাড়া নিয়েছিলেন গোপালপুর গ্রামের বাসিন্দা সজলকৃষ্ণ দাস। কিন্তু সেই সজলের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: মেয়ের শিক্ষা ও ভবিষ্যচের চিন্তা দূর করবে এই চাইল্ড LIC পলিসি; দেখে নিন এক নজরে

পুলিশ সূত্রে খবর, ১৭ ফেব্রুয়ারি সজলের মোবাইলে একটি ওটিপি আসে। কিন্তু তা কোথায় দেবেন বুঝতে উঠতে পারছিলেন না সজল। এর কিছু ক্ষণের মধ্যেই ১৯ হাজার টাকা কাটার মেসেজও ঢোকে তাঁর মোবাইলে। তার পর, ব্যাঙ্কে গেলে সজল জানতে পারেন, ১৬ ফেব্রুয়ারিও তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তবে ১৬ তারিখে টাকা কাটার কোনও রকম মেসেজ বা ওটিপি মোবাইলে আসেনি বলে দাবি সজলের।

শুধু মাত্র ১৭ ফেব্রুয়ারি তাঁর অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার টাকা কাটার ওটিপি এসেছিল। তবে তিনি ওটিপি কোথাও শেয়ার করেননি বলে দাবি। ওই দিনই লাভপুর থানায় ও বীরভূমের সিউড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার, সজল তাঁর সিএসপি খুলে চেকের মাধ্যমে তাঁর কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন ব্যাঙ্ক থেকে বলা হয়, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। তখন সজল অ্যাকাউন্ট দেখে জানতে পারেন ১৭ তারিখে তার কারেন্ট অ্যাকাউন্ট থেকেও আবার ২৫ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। হ্যাক করে তিন বারে মোট ৫৪ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। অথচ, ওটিপি এসেছে মাত্র একবার!

সৌভিক রায়

Bank Fraud in Kolkata : ৮০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা, শহরে একাধিক জায়গায় অভিযানে CBI, দেখুন

Bank Fraud in Kolkata : ৮০০ কোটি টাকার  ব্যাঙ্ক প্রতারণা, শহরে একাধিক জায়গায় অভিযানে CBI, বিস্তারিত জানুন আমাদের প্রতিনিধি সাহ্নিকের থেকে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷