প্রযুক্তি Mobile Data Tips: হু হু করে শেষ হয়ে যাচ্ছে মোবাইল ডেটা? এই উপায়েই হবে বাজিমাত Gallery October 8, 2024 Bangla Digital Desk আজকাল আমাদের যেমন স্মার্টফোন ছাড়া চলে না, তেমনই আবার ইন্টারনেট ছাড়া স্মার্টফোন চলে না। আসলে ইন্টারনেট না থাকলে তো ফোনটাই অকেজো প্রায়! ফলে বোঝাই যাচ্ছে যে, এটা কতটা জরুরি। তাই সব জায়গায় ফোনের ইন্টারনেট প্যাকই ভরসা। আর স্মার্টফোন ব্যবহার করতে করতে নেটপ্যাকও দ্রুত ফুরিয়ে যায়। কিন্তু ওয়াই-ফাইতেও তো কাজ চলে। তবে সকলের বাড়িতে তো আর ওয়াই-ফাই থাকে না। ফলে ডেটা প্যাক দিয়েই কাজ চালাতে হয়। এক-একটা ডেটা প্যাকের এক-এক রকম দাম এবং সুবিধা। কোনও কোনও ডেটা প্যাকে ১ জিবি, ১.৫ জিবি, কিংবা ২ জিবি দৈনিক ডেটা পাওয়া যায়। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই ওই পরিমাণ ডেটা নিমেষে ফুরিয়ে যায়। ফলে পরের দিনের জন্য অপেক্ষা। তবে অনেকেই জানেন না, এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আমাদের ফোনের সেটিংসেই। সেটাই জেনে নেওয়া যাক। আসলে ফোনের আপডেটের কারণেই ডেটা দ্রুত শেষ হয়ে যায়। বলা ভাল যে, ফোনে এমন অনেক ফিচার রয়েছে, যা স্বয়ংক্রিয় ভাবে আপডেট হতে থাকে। বেশিরভাগ ব্যবহরাকারীর ফোনেই এই অটোমেটিক আপডেট অন থেকে যায়। ফলে কোনও নতুন আপডেট এলেই ফোন স্বয়ংক্রিয় ভাবে ডেটা ব্যবহার করে আপডেট নিয়ে নেয়। যার জেরে কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় দৈনিক ডেটা প্যাক। অটোমেটিক আপডেট বন্ধ করার উপায়: ১. প্রথমে ফোনের সেটিংসে গিয়ে App অপশনে ক্লিক করতে হবে। ২. এবার সেই সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করতে হবে, যেগুলি ব্যবহারকারী আপডেট করতে চাইছেন না। আর আপডেট করার ক্ষেত্রে যেন ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন আসে। ৩. এরপর মোবাইল ডেটা-য় ক্লিক করতে হবে। আর Allow Background Data Usage অপশনটিতে ক্লিক করে, তা বন্ধ করে দিতে হবে। এমনটা করে রাখলে সমস্যার সমাধান হবে অচিরেই। সমস্ত অ্যাপে অটো-আপডেট বন্ধ হয়ে যাবে এবং ডেটা-র খরচও কমবে। ফলে নিজের ফোনে অনায়াসে সারাক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।