গাইতে গাইতে গায়কের মুখ দিয়ে উঠে আসে রক্ত! সুপারহিট ছবির তুমুল জনপ্রিয় গান কে গেয়েছিলেন জানেন?

Bollywood: গাইতে গাইতে গায়কের মুখ দিয়ে উঠে আসে রক্ত! সুপারহিট ছবির তুমুল জনপ্রিয় গান কে গেয়েছিলেন জানেন?

প্রতি বছর প্রচুর নতুন গান তৈরি হয়। জনপ্রিয় হয়। সকলের মুখে মুখে ফেরে। কিন্তু এত গানের ভিড়েও কিছু গান এমন হয়, যা সময়কে হারিয়েও বেঁচে থাকে বহুকাল। কালের নিয়মে হারিয়ে যায় না, পুরনো হয় না।
প্রতি বছর প্রচুর নতুন গান তৈরি হয়। জনপ্রিয় হয়। সকলের মুখে মুখে ফেরে। কিন্তু এত গানের ভিড়েও কিছু গান এমন হয়, যা সময়কে হারিয়েও বেঁচে থাকে বহুকাল। কালের নিয়মে হারিয়ে যায় না, পুরনো হয় না।
এই গানও হারিয়েছে সময়কে। প্রায় ২৭ বছর আগে হিন্দি ছবিতে ব‍্যবহৃত এই গান আজও প্রচুর মানুষের অতি প্রিয়। শুধু তাই নয়, এই গান গাইতে গিয়ে নাকি মুখ দিয়ে রক্ত উঠে এসেছিল গায়কের।
এই গান হারিয়েছে সময়কে। প্রায় ২৭ বছর আগে হিন্দি ছবিতে ব‍্যবহৃত এই গান আজও প্রচুর মানুষের অতি প্রিয়। শুধু তাই নয়, এই গান গাইতে গিয়ে নাকি মুখ দিয়ে রক্ত উঠে এসেছিল গায়কের।
১৯৯৭ সালে, আলোড়ন ফেলেছিল শাহরুখের সুপারহিট ছবি ‘পরদেশ’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মহিমা চৌধুরি।
১৯৯৭ সালে, আলোড়ন ফেলেছিল শাহরুখের সুপারহিট ছবি ‘পরদেশ’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মহিমা চৌধুরি।
এই ছবিতে অভিনয় করেই রাতারাতি তারকা হয়ে যান নবাগতা মহিমা। পরিচালক সুভাষ ঘাইয়ের অন‍্যতম সেরা ছবি ‘পরদেশ’-এর প্রতিটি গানই জনপ্রিয় হয়।
এই ছবিতে অভিনয় করেই রাতারাতি তারকা হয়ে যান নবাগতা মহিমা। পরিচালক সুভাষ ঘাইয়ের অন‍্যতম সেরা ছবি ‘পরদেশ’-এর প্রতিটি গানই জনপ্রিয় হয়।
শাহরুখ খানের 'পরদেশ' ছবির সব গানই হিট। কিন্তু আজও মানুষ ভুলতে পারেনি ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি। গানটি এতটাই সুপার হিট হয়েছিল যে আজও তা ভক্তদের মুখে মুখে।

শাহরুখ খানের ‘পরদেশ’ ছবির সব গানই হিট। কিন্তু আজও মানুষ ভুলতে পারেনি ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি। গানটি এতটাই সুপার হিট হয়েছিল যে আজও তা ভক্তদের মুখে মুখে।
গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু এই গানটি রেকর্ড করা বেশ চ্যালেঞ্জিং ছিল স্বয়ং সোনু নিগমের জন্য। এমনকী এই গান গাইতে গিয়ে নাকি সোনুর গলা দিয়ে রক্তও বেরিয়ে গিয়েছিল।
গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু এই গানটি রেকর্ড করা বেশ চ্যালেঞ্জিং ছিল স্বয়ং সোনু নিগমের জন্য। এমনকী এই গান গাইতে গিয়ে নাকি সোনুর গলা দিয়ে রক্তও বেরিয়ে গিয়েছিল।
সুভাষ ঘাই নিজেই এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন ‘ইয়ে দিল দিওয়ানার’ পেছনের গল্প। সুভাষ ঘাই জানিয়েছিলেন, তিনি এই গানটিকে অন‍্যান‍্য গানের চেয়ে আলাদা করতে চেয়েছিলেন।
সুভাষ ঘাই নিজেই এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন ‘ইয়ে দিল দিওয়ানার’ পেছনের গল্প। সুভাষ ঘাই জানিয়েছিলেন, তিনি এই গানটিকে অন‍্যান‍্য গানের চেয়ে আলাদা করতে চেয়েছিলেন।
পরিচালক সুভাষ বলেন, গান গাওয়ার পর সত‍্যিই সোনুর গলা থেকে রক্ত বেরিয়ে এসেছিল। এমন যত্ন নিয়েই গানটি রেকর্ড করেছিলেন শিল্পী।

পরিচালক সুভাষ বলেন, গান গাওয়ার পর সত‍্যিই সোনুর গলা থেকে রক্ত বেরিয়ে এসেছিল। এমন যত্ন নিয়েই গানটি রেকর্ড করেছিলেন শিল্পী।