রান্নাঘর যতই পরিষ্কার রাখেন, জেদি তেল চিটে দাগের মতো আরশোলারাও ঠিক কোনও ফাঁক দিয়ে ভিতরে সেধিয়ে যায়৷ আর তাতেই ঘটে বিপত্তি৷

Kitchen cleaning Tips:আরশোলার যম, রান্নাঘরে রাখলেই পালানোর পথ পাবে না এই ঘিনঘিনে প্রাণী

রান্নাঘর যতই পরিষ্কার রাখেন, জেদি তেল চিটে দাগের মতো আরশোলারাও ঠিক কোনও ফাঁক দিয়ে ভিতরে সেধিয়ে যায়৷ আর তাতেই ঘটে বিপত্তি৷
রান্নাঘর যতই পরিষ্কার রাখেন, জেদি তেল চিটে দাগের মতো আরশোলারাও ঠিক কোনও ফাঁক দিয়ে ভিতরে সেধিয়ে যায়৷ আর তাতেই ঘটে বিপত্তি৷
আরশোলার জন্য বাজার থেকে আনা হাজারো স্প্রে অথবা ঘরোয়া টোটকা কতকিছুই ব্যবহার করলেন, কিন্তু লাভের লাভ কিছুই হল না৷ অথচ উপায় রয়েছে আপনার রান্নাঘরে চির পরিচিত বস্তুটির মধ্যেই৷ এই উপায়টি ব্যবহার করে দেখুন৷ ফল পাবেন হাতেনাতে৷
আরশোলার জন্য বাজার থেকে আনা হাজারো স্প্রে অথবা ঘরোয়া টোটকা কতকিছুই ব্যবহার করলেন, কিন্তু লাভের লাভ কিছুই হল না৷ অথচ উপায় রয়েছে আপনার রান্নাঘরে চির পরিচিত বস্তুটির মধ্যেই৷ এই উপায়টি ব্যবহার করে দেখুন৷ ফল পাবেন হাতেনাতে৷
শেফ পঙ্কোজ ভাদৌরিয়া দুটো টিপসের কথা জানান৷ প্রতিদিন চা হোক বা তরকারি, রান্নাঘরে এই উপকরণটি আপনার থাকবেই৷ তাহলে শোনা যাক আরশোলা থেকে মুক্তির উপায়৷
শেফ পঙ্কোজ ভাদৌরিয়া দুটো টিপসের কথা জানান৷ প্রতিদিন চা হোক বা তরকারি, রান্নাঘরে এই উপকরণটি আপনার থাকবেই৷ তাহলে শোনা যাক আরশোলা থেকে মুক্তির উপায়৷
সেই উপকরণের নাম হল, চিনি৷ এক চামচ বোরিক অ্যাসিডের সঙ্গে এক চামচ গুঁড়ো চিনি মিশিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন৷ এবার আরশোলা আসে এমন জায়গায় ছড়িয়ে দিন৷
সেই উপকরণের নাম হল, চিনি৷ এক চামচ বোরিক অ্যাসিডের সঙ্গে এক চামচ গুঁড়ো চিনি মিশিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন৷ এবার আরশোলা আসে এমন জায়গায় ছড়িয়ে দিন৷
বেকিং সোডাও অনেকের ঘরেই থাকে৷ আরশোলার তাড়ানোর জন্য এর ব্যবহার করেছেন৷ কিন্তু ফল মেলেনি৷ এবার ১ টেবল চামচ বেকিং সোডার সঙ্গে ১ চা-চামচ চিনির গুঁড়ো মিশিয়ে নিন৷ সিঙ্কের মুখ, ড্রেনেজের মুখে ছড়িয়ে দিন৷ তাহলেই কেল্লা ফতে৷
বেকিং সোডাও অনেকের ঘরেই থাকে৷ আরশোলার তাড়ানোর জন্য এর ব্যবহার করেছেন৷ কিন্তু ফল মেলেনি৷ এবার ১ টেবল চামচ বেকিং সোডার সঙ্গে ১ চা-চামচ চিনির গুঁড়ো মিশিয়ে নিন৷ সিঙ্কের মুখ, ড্রেনেজের মুখে ছড়িয়ে দিন৷ তাহলেই কেল্লা ফতে৷