জয়নগরে জুনিয়র ডাক্তাররা।

Kultali murder case: জয়নগরে মৃত নাবালিকার বাড়িতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, কী বার্তা তাঁদের?

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে নির্যাতিতার বাড়িতে জুনিয়র চিকিৎসদের প্রতিনিধিদল। সেই দলে ছিলেন আরজি কাণ্ডে আন্দোলন করা জুনিয়র ডাক্তাররা।

পাঁচ জন ডাক্তারের মধ্যে ছিলেন কিঞ্জল নন্দ, দেবাশীষ হালদার প্রমুখ। মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেই সঙ্গে পাশে থাকার বার্তাও দেন। জুনিয়র ডাক্তার ছাড়াও মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। নওশাদ বেরিয়ে গেলে মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন: ঘনিষ্ঠ না হওয়ার শিক্ষিকার স্নানের গোপন ভিডিও ইনস্টাগ্রামে ফাঁস করার অভিযোগ! ধৃত দশম শ্রেণির ৪ ছাত্র

দুর্গাপুজোর উদ্বোধনে এসে জয়নগরের ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ক্রাইম ইস ক্রাইম। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কেসে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।”

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে দুই বঙ্গে ক’দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা! তবে পুজোতে আবহাওয়ার বিরাট খেল

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আজ, রবিবার কুলতলি থানা ঘেরাও করে বিজেপি। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, ‘‘আজকে ট্রেলার দেখলাম আগামী দিন সিনেমা দেখাব।’’ বর্তমানে বিক্ষোভ শেষে মৃতা নাবালিকার বাড়িতে যাচ্ছে বিজেপির বিশাল কনভয়। মূল রাস্তা থেকে দেড় কিলোমিটার ভিতরে মৃতার বাড়ীতে পায়ে হেঁটে যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল।

আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই শুক্রবার জয়নগরে চতুর্থ শ্রেণিতে পাঠরত এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় ফের তোলপাড় পরে গিয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনার তিনদিনের মাথায় আজ রবিবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ মণ্ডল