ইয়েলো লাইন কলকাতা মেট্রো

Kolkata Metro Railways: কাজ প্রায় শেষ পর্যায়ে, দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ছুটবে মেট্রো, কবে থেকে?  

দিনে দিনে বেড়ে চলেছে কলকাতা মেট্রো রেলের পরিধি। শহর ও শহরতলির মানুষদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেই পৌঁছে যাচ্ছেন শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
দিনে দিনে বেড়ে চলেছে কলকাতা মেট্রো রেলের পরিধি। শহর ও শহরতলির মানুষদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেই পৌঁছে যাচ্ছেন শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
গন্তব্য ও রকম ভেদে এই মেট্রো রেল পরিষেবাকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি লাইনে। যেমন - নর্থ সাউথ লাইন, ইস্ট ওয়েস্ট লাইন, সাউথ ওয়েস্টার্ন (জোকা)লাইন, নিউ টাউন (এয়ারপোর্ট) লাইন, ইস্টার্ন (বারাসাত) লাইন ও নর্দান (ব্যারাকপুর) লাইন
গন্তব্য ও রকম ভেদে এই মেট্রো রেল পরিষেবাকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি লাইনে। যেমন – নর্থ সাউথ লাইন, ইস্ট ওয়েস্ট লাইন, সাউথ ওয়েস্টার্ন (জোকা)লাইন, নিউ টাউন (এয়ারপোর্ট) লাইন, ইস্টার্ন (বারাসাত) লাইন ও নর্দান (ব্যারাকপুর) লাইন
তবে এবার কয়েক বছরের মধ্যেই চালু হতে পারে ইয়োলো লাইন মেট্রো বা ইস্টার্ন (বারাসাত) লাইন। যে রুটটি দমদম ক্যান্টনমেন্ট হয়ে যুক্ত করবে মধ্যমগ্রাম বারাসাতকেও। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন তৈরির কাজ
তবে এবার কয়েক বছরের মধ্যেই চালু হতে পারে ইয়োলো লাইন মেট্রো বা ইস্টার্ন (বারাসাত) লাইন। যে রুটটি দমদম ক্যান্টনমেন্ট হয়ে যুক্ত করবে মধ্যমগ্রাম বারাসাতকেও। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন তৈরির কাজ
মেট্রোর এই লাইনটি চালু হলে বারাসত, বসিরহাট, হাসনাবাদ এবং বনগাঁর থেকে প্রয়োজনে আসা মানুষজন খুব সহজেই পৌঁছতে পারবেন কলকাতার নানা প্রান্তে
মেট্রোর এই লাইনটি চালু হলে বারাসত, বসিরহাট, হাসনাবাদ এবং বনগাঁর থেকে প্রয়োজনে আসা মানুষজন খুব সহজেই পৌঁছতে পারবেন কলকাতার নানা প্রান্তে
ইতিমধ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাজ শেষ হলেও, কলকাতা বিমানবন্দর লাগোয়া বিরাটি এলাকায় মেট্রো রেলের এই লাইনের কাজ চলছে। আগামীতে মধ্যমগ্রাম ও বারাসাতেও হবে অত্যাধুনিক মেট্রো স্টেশন
ইতিমধ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাজ শেষ হলেও, কলকাতা বিমানবন্দর লাগোয়া বিরাটি এলাকায় মেট্রো রেলের এই লাইনের কাজ চলছে। আগামীতে মধ্যমগ্রাম ও বারাসাতেও হবে অত্যাধুনিক মেট্রো স্টেশন
এই যাত্রাপথে বেশ কয়েক কিলোমিটার অতিক্রান্ত করলেও, স্টেশন থাকছে দশটি। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর ও বারাসাত বলেই জানা গিয়েছে
এই যাত্রাপথে বেশ কয়েক কিলোমিটার অতিক্রান্ত করলেও, স্টেশন থাকছে দশটি। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর ও বারাসাত বলেই জানা গিয়েছে
নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা। রয়েছে এস্কেলেটর, লিফট-এর সুবিধা। রয়েছে পর্যাপ্ত টিকিট কাউন্টার থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড-সহ একাধিক অত্যাধুনিক সুবিধা
নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা। রয়েছে এস্কেলেটর, লিফট-এর সুবিধা। রয়েছে পর্যাপ্ত টিকিট কাউন্টার থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড-সহ একাধিক অত্যাধুনিক সুবিধা
ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই লাইনে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত ট্রায়াল রানও
ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই লাইনে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত ট্রায়াল রানও