কলকাতা Sandip Ghosh-RG Kar Case: আরজি কর কাণ্ডে চার্জশিট পেশের দিনই আরও কোণঠাসা সন্দীপ, এবার জেলে কী ঘটতে চলেছে? বিরাট খবর Gallery October 7, 2024 Bangla Digital Desk আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এবার সন্দীপ ঘোষকে জেরা করতে চায় ইডি। তবে শুধু একা সন্দীপ ঘোষ নন, এই মামলায় ধৃত বিপ্লব সিং ও আফসর আলিকেও জেরা করার আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এঁদের মধ্যে আফসর সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিন জনই অবশ্য জেলে রয়েছেন। তাই জেলে গিয়েই তাঁদের জেরা করতে চেয়ে আবেদন করেছে ইডি। সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত সেই আবেদন মঞ্জুরও করেছে। আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে গ্রেফতার করেছিল সিবিআই৷ হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল৷ সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমন কি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার৷ সেই অভিযোগের তদন্তে একাধিক বার আরজি কর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই৷ এমন কি, হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা৷ এদিকে, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে সিবিআই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আশিস পাণ্ডে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই আশিস আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন আদালতে সন্দীপের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শেষে কী কী বাজেয়াপ্ত করা হয়েছিল, তা-ও ইডির তরফে জানানো হয়। কেন্দ্রীয় তদন্তকারীরা জানান, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। সন্দীপ এবং তাঁর স্ত্রী সঙ্গীতার সম্পত্তি সংক্রান্ত নথি এবং বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, সেই সব নথির ভিত্তিতেই সন্দীপকে জেরা করতে চায় ইডি।