Sanjay Roy RG Kar: ভোর ৩.৪২, আরজি করে ঢুকল সঞ্জয়! তার পর কী কী ঘটল, ঘড়ি ধরে চার্জশিটে জানাল সিবিআই

সোমবারই আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷ সেই চার্জশিটে সঞ্জয় রায়কেই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনে একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে৷
সোমবারই আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷ সেই চার্জশিটে সঞ্জয় রায়কেই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনে একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে৷
গত ৯ অগাস্ট ভোর রাতে আরজি কর হাসপাতালে এই ঘটনা ঘটেছিল৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চার্জশিটে রীতিমতো সময় উল্লেখ করে সেদিন আরজি কর হাসপাতালে সঞ্জয় রায়ের গতিবিধি কী ছিল, তা জানিয়েছে সিবিআই৷
গত ৯ অগাস্ট ভোর রাতে আরজি কর হাসপাতালে এই ঘটনা ঘটেছিল৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চার্জশিটে রীতিমতো সময় উল্লেখ করে সেদিন আরজি কর হাসপাতালে সঞ্জয় রায়ের গতিবিধি কী ছিল, তা জানিয়েছে সিবিআই৷
শুধু তাই নয়, নির্যাতন এবং খুনের আগে ওই মহিলা চিকিৎসকও কী করেছিলেন, চার্জশিটে তারও বর্ণনা দিয়েছে সিবিআই৷
শুধু তাই নয়, নির্যাতন এবং খুনের আগে ওই মহিলা চিকিৎসকও কী করেছিলেন, চার্জশিটে তারও বর্ণনা দিয়েছে সিবিআই৷
চার্জশিটে সিবিআই জানিয়েছে, ৯ অগাস্ট ভোর ৩.৪২ মিনিটে সঞ্জয় রায়কে মোটরসাইকেলে চড়ে আরজি কর হাসপাতালের মূল গেট দিয়ে ঢুকতে দেখা যায়৷ এর পর গেটের কাছেই নিজের মোটরসাইকেলটি রাখে সে৷
চার্জশিটে সিবিআই জানিয়েছে, ৯ অগাস্ট ভোর ৩.৪২ মিনিটে সঞ্জয় রায়কে মোটরসাইকেলে চড়ে আরজি কর হাসপাতালের মূল গেট দিয়ে ঢুকতে দেখা যায়৷ এর পর গেটের কাছেই নিজের মোটরসাইকেলটি রাখে সে৷
ভোর ৩.৪৮ মিনিট- আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের র‍্যাম্প ধরে হাসপাতালের ভিতরে ঢুকতে দেখা যায় সঞ্জয় রায়কে৷
ভোর ৩.৪৮ মিনিট- আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের র‍্যাম্প ধরে হাসপাতালের ভিতরে ঢুকতে দেখা যায় সঞ্জয় রায়কে৷
ভোর ৪.০৩ মিনিট- হাসপাতালের চারতলায় যে জায়গায় নিরাতিতাকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ, তার কাছেই দেখা যায় সঞ্জয়কে৷
ভোর ৪.০৩ মিনিট- হাসপাতালের চারতলায় যে জায়গায় নিরাতিতাকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ, তার কাছেই দেখা যায় সঞ্জয়কে৷
ভোর ৪.৩২ মিনিট- চার তলার চেস্ট ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে৷ ভোর ৪.৩৭ মিনিটে মোটরসাইকেলে চড়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায় সে৷
ভোর ৪.৩২ মিনিট- চার তলার চেস্ট ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে৷ ভোর ৪.৩৭ মিনিটে মোটরসাইকেলে চড়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায় সে৷
চার্জশিটে সিবিআই ঘটনার আগে নির্যাতিতার গতিবিধির কথাও উল্লেখ করেছে৷ সেখানে বলা হয়েছে, ওই সেমিনার রুমেই আরও চারজন চিকিৎসকের সঙ্গে খাওয়া দাওয়া সারেন নির্যাতিতা৷
চার্জশিটে সিবিআই ঘটনার আগে নির্যাতিতার গতিবিধির কথাও উল্লেখ করেছে৷ সেখানে বলা হয়েছে, ওই সেমিনার রুমেই আরও চারজন চিকিৎসকের সঙ্গে খাওয়া দাওয়া সারেন নির্যাতিতা৷
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, শেষবার ভোর ৩টি নাগাদ নির্যাতিতাকে দেখেছিলেন তাঁরই এক সতীর্থ৷ ময়নাতদন্তের রিপোর্টেও দাবি করা হয়েছে, নির্যাতিতার মৃত্যু ভোর চারটের পরে হয়েছে৷
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, শেষবার ভোর ৩টি নাগাদ নির্যাতিতাকে দেখেছিলেন তাঁরই এক সতীর্থ৷ ময়নাতদন্তের রিপোর্টেও দাবি করা হয়েছে, নির্যাতিতার মৃত্যু ভোর চারটের পরে হয়েছে৷