ব্যবসা-বাণিজ্য 7th Pay Commission: Modi সরকারের কর্মীদের শারদীয়ার উপহার! আগামী ৪৮ ঘণ্টায় বাড়ছে বেতন! উৎসব আরও রঙিন Gallery October 7, 2024 Bangla Digital Desk ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড়সড় খবর ৷ কেন্দ্রের বিশাল সিদ্ধান্ত বুধবারই বেতন বাড়তে চলেছে মোদি সরকারের কর্মীদের ৷ প্রতীকী ছবি ৷ অন্তত এমনই খবর, জানতে পারা গিয়েছে ডিএ বা মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি হতে চলেছে, এমন হতে মহার্ঘ ভাতা ৩-৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷ ২০২৪-এর মার্চে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যথাক্রমে ডিএ-ডিআর ৪ শতাংশ বৃদ্ধি করেছিল ৷ প্রতীকী ছবি ৷ প্রতি ৬ মাস ছাড়া ছাড়া ডিএ বৃদ্ধি পায় ৷ ১ জানুয়ারি থেকে একটি কার্যকর হয় অপরটি ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে প্রতি বছরেই ৷ প্রতীকী ছবি ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন আকাশ ছুঁয়েছে ঠিক সেই সেই সময়েই মহার্ঘ বাজারের চাপে মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷ কর্মচারীদের মহার্ঘ ভাতা ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ জীবন ধারণের জন্য AICPI-এর গড়ের উপরে নির্দিষ্ট হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ যদি ৩ শতাংশ বৃদ্ধি হয় মহার্ঘ ভাতা সেক্ষেত্রে বেসিক স্যালারি ১৮,০০০ টাকা যা মাসিক ডিএ ৯,০০০ টাকা থেকে বেড়ে ৯,৫৪০ টাকা হবে ৷ আর যদি ৯,৭২০ টাকায় যদি পৌঁছে যায় সেক্ষেত্রে হবে ৷ প্রতীকী ছবি ৷ অক্টোবরে ডিএ বৃদ্ধি ঘোষণা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসবের মরশুমে বিরাট সুবিধা হতে পারে ৷ এই কারণেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে ৷ যার সম্ভাবনা প্রবল ৷ প্রতীকী ছবি ৷ বর্তমানে ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের চর্চার শেষ নেই, একই সঙ্গে অষ্টম বেতন কমিশনের অন্তর্গত আলোচনা চলছে ৷ প্রতীকী ছবি ৷ দুর্গাপুজোর মধ্যেই তবে ডিএ বৃদ্ধির ক্ষেত্রে বুধবারই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বড় খবর পেতে পারেন বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷