কলকাতা Sanjay Roy RG Kar: ভোর ৩.৪২, আরজি করে ঢুকল সঞ্জয়! তার পর কী কী ঘটল, ঘড়ি ধরে চার্জশিটে জানাল সিবিআই Gallery October 7, 2024 Bangla Digital Desk সোমবারই আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷ সেই চার্জশিটে সঞ্জয় রায়কেই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনে একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে৷ গত ৯ অগাস্ট ভোর রাতে আরজি কর হাসপাতালে এই ঘটনা ঘটেছিল৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চার্জশিটে রীতিমতো সময় উল্লেখ করে সেদিন আরজি কর হাসপাতালে সঞ্জয় রায়ের গতিবিধি কী ছিল, তা জানিয়েছে সিবিআই৷ শুধু তাই নয়, নির্যাতন এবং খুনের আগে ওই মহিলা চিকিৎসকও কী করেছিলেন, চার্জশিটে তারও বর্ণনা দিয়েছে সিবিআই৷ চার্জশিটে সিবিআই জানিয়েছে, ৯ অগাস্ট ভোর ৩.৪২ মিনিটে সঞ্জয় রায়কে মোটরসাইকেলে চড়ে আরজি কর হাসপাতালের মূল গেট দিয়ে ঢুকতে দেখা যায়৷ এর পর গেটের কাছেই নিজের মোটরসাইকেলটি রাখে সে৷ ভোর ৩.৪৮ মিনিট- আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের র্যাম্প ধরে হাসপাতালের ভিতরে ঢুকতে দেখা যায় সঞ্জয় রায়কে৷ ভোর ৪.০৩ মিনিট- হাসপাতালের চারতলায় যে জায়গায় নিরাতিতাকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ, তার কাছেই দেখা যায় সঞ্জয়কে৷ ভোর ৪.৩২ মিনিট- চার তলার চেস্ট ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে৷ ভোর ৪.৩৭ মিনিটে মোটরসাইকেলে চড়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায় সে৷ চার্জশিটে সিবিআই ঘটনার আগে নির্যাতিতার গতিবিধির কথাও উল্লেখ করেছে৷ সেখানে বলা হয়েছে, ওই সেমিনার রুমেই আরও চারজন চিকিৎসকের সঙ্গে খাওয়া দাওয়া সারেন নির্যাতিতা৷ চার্জশিটে আরও দাবি করা হয়েছে, শেষবার ভোর ৩টি নাগাদ নির্যাতিতাকে দেখেছিলেন তাঁরই এক সতীর্থ৷ ময়নাতদন্তের রিপোর্টেও দাবি করা হয়েছে, নির্যাতিতার মৃত্যু ভোর চারটের পরে হয়েছে৷