হারিয়ানাঃ ২০২৪ লোকসভার পর, প্রথম বিধানসভা ফলপ্রকাশ আজ, মঙ্গলবার। আজ, মঙ্গলবার ফলপ্রকাশ জন্মু-কাশ্মীর এবং হারিয়ানাতে। লোকসভা নির্বাচনের পর এই প্রথম বিজেপি ও কংগ্রেসের টক্কর। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৪৬ আসন।
আরও পড়ুনঃ পুজোর ভিড়ে হারিয়ে গেছে সঙ্গে থাকা কেউ? খুঁজে দেবে পুলিশ, সেভ করে নিন এই নম্বর
হরিয়ানায় কামব্যাক বিজেপির৷ গণনা শুরুর পর প্রথম দিকে পিছিয়ে পড়েছিল বিজেপি। তবে দ্বিতীয় ঘণ্টায় পদ্মশিবির নিজেদের এগিয়ে থাকা আসনের সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি করেছে। লড়াইয়ে ফিরেছে বিজেপি৷ কংগ্রেস এগিয়ে ৪৩টি আসনে ৷ গত ৫ অক্টোবর এক দফাতেই ভোট হয়েছে হরিয়ানায়। প্রায় ৬৭.৯০ শতাংশ ভোট পড়েছিল। এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,০৩১ জন প্রার্থী।
গণনার শুরুতে দারুণভাবে এগিয়ে ছিলেন বিনেশ ফোগট ৷ কিন্তু বর্তমানে ২০০০ ভোটে পিছিয়ে পড়েছেন তিনি ৷ হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এ বার কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন কুস্তিগীর বিনেশ ফোগাট। বুথফেরত সমীক্ষায় আভাস, সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক ছাপিয়ে হরিয়ানায় পঞ্চাশের বেশি আসন পেতে পারে কংগ্রেস। যদিও বুথফেরত সমীক্ষা ভোটারদের মতের একটি আভাস মাত্র।