সারানো হচ্ছে নদীবাঁধ

South 24 Parganas News: পুজোর মুখে বাঁধে ফাটল, আতঙ্কে গঙ্গাসাগরের বাসিন্দারা!

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর মুখে বাঁধ নিয়ে চিন্তায় দীপাঞ্চলের বাসিন্দারা। সবে মাত্র কোটাল গিয়েছে। তার প্রভাবে নদীর জলের স্তর বেড়েছিল। বাঁধের তেমন ক্ষতি না হলেও আলগা হয়েছিল মাটি। আর যার প্রভাব দেখা গিয়েছে সাগরে। সম্প্রতি গঙ্গাসাগরের কশতলা এলাকার কাছে হুগলী নদীর বাঁধে ফাটল দেখা দেয়। যার জেরে নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্ক গ্রাস করেছে এলাকার মানুষজনের। দীর্ঘদিন ধরে মাটির এই নদী বাঁধটি বেহাল হয়ে পড়েছিল। বেশ কয়েকবার মেরামত করা হলেও নতুন করে তৈরির কোন পরিকল্পনা নেওয়া হয়নি।

আরও পড়ুন: বন্ধ এই জরুরি রুটের বাস, পুজোয় কীভাবে যাতায়াত হবে! প্রবল দুশ্চিন্তায় হাজার-হাজার মানুষ

বেহাল বাঁধের মাটি নরম হয়ে আচমকা ধস নামার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে। ফলে নোনা জলে ধানের জমি, পানের বরজ সবকিছুই নদীর জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়া কুমার রায়। বিডিওর নির্দেশে তড়িঘড়ি মাটি কেটে আপদকালীন পরিস্থিতিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে দিয়েছে সেচ দফতরের কর্মীরা। কশতলা এলাকায় প্রায় এক হাজারেরও বেশি পরিবার বসবাস করে। পুজোর মুখে এই ঘটনা ঘটায় আতঙ্কিত সকলেই।

নবাব মল্লিক