খেলা IPL 2025: ভারতের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ, সেই প্লেয়ারই আইপিএল নিলামে পাবে রেকর্ড টাকা! Gallery October 8, 2024 Bangla Digital Desk সামনেই আইপিএল নিলাম। দিন ঘোষণা না হলেও মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহেই বসবে মেগা নিলামের আসর। কোন ক্রিকেটাররা এবার আইপিএল নিলামে টাকার ঝড় তুলবে কোন কোন ক্রিকেটার। সম্ভাব্য যেসব প্লেয়াররা এবার আইপিএলে চমকে দেওয়া দাম পেতে পারে তাদের মধ্যে রয়েছে এমন একজন ক্রিকেটার, যিনি ভারতের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ক্রিকেট বিশেষজ্ঞ বলছে তিনিই কাঁপাবে নিলামের বাজার। কথা হচ্ছে ভারতীয় দলের তরুণ পেসার মায়াঙ্ক যাদবের। গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হয় তার। মাত্র ৪টে ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছিলেন। চোটের জন্য ছিটকে গেলেও মায়াঙ্কের গতি নজর কেড়েছিল সকলের। চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অভিষেক হয় মায়াঙ্ক যাদবের। প্রথম ওভারেই মেডেন দেন তিনি। ৪ ওভারে ২১ রান ১ উইকেট নিয়ে নজরকাড়া বোলিং করেন তিনি। প্রশংসিত হয় মায়াঙ্ক যাদবের বোলিং। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকের পর আইপিএলে কপাল খুলে যেতে চলেছে ভারতীয় পেসার ময়ঙ্ক যাদবের। তাঁকে এবার দলে ধরে রাখতে হলে, ন্যূনতম এগারো কোটি টাকা দিতে হবে লখনউ সুপার জায়ান্টসকে। কারণ আইপিএলের রিটেনশন অনুযায়ী কোনও প্লেয়ারের ভারতীয় দলে অভিষেক হয়ে গেলে তিনি ক্যাপড প্লেয়ার হয়ে যাবে। আর ৫ জনকে রিটেনশন করতে পারবে প্রতিটি দল। সেখানে সবথেকে কম মূল্য হল ১১ কোটি টাকা। আর এলএসজি যদি মায়াঙ্ক যাদবকে রিটেন না করে রিলিজ করে দেয়। তাহলে ভারতের নতুন স্পিড স্টারকে দলে পেতে নিলামের টেবিলে ঝাপাবে একাধিক দল। ফলে সেখানে চমকে দেওয়া দাম মায়াঙ্ক পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।