Tag Archives: Mayank Yadav

KKR vs LSG: লখনউ ম্যাচের আগে ‘ভাল খবর’ পেল কেকেআর! কাজ সহজ হল নাইটদের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার আরও একটি অ্যাওয়ে ম্যাচে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার আরও একটি অ্যাওয়ে ম্যাচে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা।
ইডেন গার্ডেন্সে প্রথম পর্বের সাক্ষাতে সহজেই জয় পেয়েছিল কেকেআর। তবে লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে লড়াই যে সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের আগে কেকেআরের কাজ কিছুটা সহজ হল।
ইডেন গার্ডেন্সে প্রথম পর্বের সাক্ষাতে সহজেই জয় পেয়েছিল কেকেআর। তবে লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে লড়াই যে সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের আগে কেকেআরের কাজ কিছুটা সহজ হল।
এবার আইপিএএলের অন্যতম আবিষ্কার হল লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। সর্বোচ্চ ১৫৭ কিমি ও অনবরত ১৫০ কিমি বেগে বল করে সকলের নজর কেড়েছিলেন তিনি। প্রথম ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন।
এবার আইপিএএলের অন্যতম আবিষ্কার হল লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। সর্বোচ্চ ১৫৭ কিমি ও অনবরত ১৫০ কিমি বেগে বল করে সকলের নজর কেড়েছিলেন তিনি। প্রথম ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন।
মাঝে চোটের কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি মায়াঙ্ক। চোট সারিয়ে দলে ফিরলেও ফের একই জায়গায় চোট পান তরুণ পেসার। কেকেআর ম্যাচের আগে আপডেট আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব।
মাঝে চোটের কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি মায়াঙ্ক। চোট সারিয়ে দলে ফিরলেও ফের একই জায়গায় চোট পান তরুণ পেসার। কেকেআর ম্যাচের আগে আপডেট আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব।
এলএসজি কোচ জস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন,"মায়াঙ্কের পুরনো চোটের জায়গায় আঘাত লেগেছে। পেশির কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। আইপিএল শেষ হওয়ার আগে মায়াঙ্কের পক্ষে ফিট হয়ে মাঠে ফেরা সম্ভব নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওর এবং আমাদের দলের জন্য।"
এলএসজি কোচ জস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন,”মায়াঙ্কের পুরনো চোটের জায়গায় আঘাত লেগেছে। পেশির কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। আইপিএল শেষ হওয়ার আগে মায়াঙ্কের পক্ষে ফিট হয়ে মাঠে ফেরা সম্ভব নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওর এবং আমাদের দলের জন্য।”

২০২৪ আইপিএলের সেরা ‘আবিষ্কার’, সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ! ভয়ঙ্কর খারাপ খবর

লখনউ: অনেকেই বলছেন, ২০২৪ আইপিএলের সেরা আবিষ্কার তিনি। সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ!

মায়াঙ্ক যাদবের চোট গুরুতর। চলতি আইপিএলে তিনি হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন! মায়াঙ্ক ও দীপক চাহার মরশুমের মাঝে চোট পেয়েছিলেন। তাঁরা দুজনই বাকি ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, দীপক চাহারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন- মুম্বইয়ের মাঠে মুম্বই বধ শাহরুখের দলের, স্টার্কের আগুনে স্পেলে ছারখার হার্দিকরা

চেন্নাই সুপার কিংসের সিইও কেসি বিশ্বনাথন বলেছেন, ‘আমি বলতে পারি না যে দীপক পুরো মরশুমের বাইরে, তবে ওর খেলা নিয়ে সন্দেহ রয়েছে।’ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে মাত্র ২ বল করেই মাঠের বাইরে চলে যান দীপক। রবিবার ধরমশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে হবে চেন্নাইকে।

লখনউয়ের শেষ ম্যাচে ৩.১ ওভার বল করার পর মায়াঙ্কও মাঠের বাইরে চলে যান। সূত্রের খবর, এর আগেও তাঁর পিঠে স্ট্রেন ছিল, সেই কারণে তিনি কিছু ম্যাচ খেলতে পারেননি। ৩০ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আবারও একই সমস্যার সম্মুখীন হন তিনি।

আইপিএলের শুরুতে মায়াঙ্কের গতি নিয়ে অনেক কথা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তাঁর নির্বাচিত হওয়ার কথাও উঠছিল। কিন্তু ফিটনেস সমস্যা তাঁর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- ‘বাংলার ক্রিকেটের ছবি বদলে দেবে বেঙ্গল প্রো টি-২০ লিগ’,জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এই মরসুমে লখনউয়ের হয়ে আবার খেলতে নামা তাঁর পক্ষে কঠিন বলে মনে হচ্ছে। লখনউয়ের বর্তমানে ১২ পয়েন্ট। প্লে অফে উঠতে তাদের বাকি চারটি ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। তাদের পরের ম্যাচ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর! শামির পর চোটের কবলে আরও এক পেসার

চলতি মাসের একেবারে শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম দিনেই ঘোষণা হতে পারে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড। তার আগে ভারতীয় ক্রিকেট প্রেমিদের জন্য খারাপ খবর।
চলতি মাসের একেবারে শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম দিনেই ঘোষণা হতে পারে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড। তার আগে ভারতীয় ক্রিকেট প্রেমিদের জন্য খারাপ খবর।
এমনিতেই টি-২০ বিশ্বকাপেও যে মহম্মদ শামিকে পাওয়া যাবে না তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে ভারতীয় পেস অ্যাটাকে জসপ্রীত বুমরাহের পার্টনার কে হবেন তা নিয়ে জল্পনার কোনও অবসান নেই।
এমনিতেই টি-২০ বিশ্বকাপেও যে মহম্মদ শামিকে পাওয়া যাবে না তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে ভারতীয় পেস অ্যাটাকে জসপ্রীত বুমরাহের পার্টনার কে হবেন তা নিয়ে জল্পনার কোনও অবসান নেই।
বুমরাহের সঙ্গী খুঁজতে আইপিএলের দিকেই চোখ রেখেছেন নির্বাচকরা। মহম্মদ সিরাজও আইপিএলে খুব একটা আহামরি পারফর্ম করতে পারছেন না। কিছুটা স্বস্তি দিয়েছেন পঞ্জাবের অর্শদীপ সিং।
বুমরাহের সঙ্গী খুঁজতে আইপিএলের দিকেই চোখ রেখেছেন নির্বাচকরা। মহম্মদ সিরাজও আইপিএলে খুব একটা আহামরি পারফর্ম করতে পারছেন না। কিছুটা স্বস্তি দিয়েছেন পঞ্জাবের অর্শদীপ সিং।
তবে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল আগুনে পেসার হিসেবে নজর কাড়ছিলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার মায়াঙ্ক যাদব। লাগাতার ১৫০ বা তারও বেশি গতিতে বল করে সকলকে চমকে দিয়েছেম তিনি।
তবে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল আগুনে পেসার হিসেবে নজর কাড়ছিলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার মায়াঙ্ক যাদব। লাগাতার ১৫০ বা তারও বেশি গতিতে বল করে সকলকে চমকে দিয়েছেম তিনি।
কেরিয়ারের প্রথম ২টি আইপিএল ম্যাচে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকেও নাম তুলে ফেলেছেন মায়াঙ্ক যাদব। অনেকেই মনে করছিলেন তাঁকে টি-২০ বিশ্বকাপের দলে নিয়ে চমক দিতে পারেন বিসিসিআই নির্বাচকরা।
কেরিয়ারের প্রথম ২টি আইপিএল ম্যাচে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকেও নাম তুলে ফেলেছেন মায়াঙ্ক যাদব। অনেকেই মনে করছিলেন তাঁকে টি-২০ বিশ্বকাপের দলে নিয়ে চমক দিতে পারেন বিসিসিআই নির্বাচকরা।
কিন্তু এরই মধ্যে এল বড় খারাপ খবর। চোটের কবলে তরুণ পেসার। চোটের কারণে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১ ওভারের বেশি বল করতে পারেননি মায়াঙ্ক। এবার এলএসজি কোচ জানিয়েছেন আপাতত আরও ২টি ম্যাচ খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব।
কিন্তু এরই মধ্যে এল বড় খারাপ খবর। চোটের কবলে তরুণ পেসার। চোটের কারণে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১ ওভারের বেশি বল করতে পারেননি মায়াঙ্ক। এবার এলএসজি কোচ জানিয়েছেন আপাতত আরও ২টি ম্যাচ খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব।
তবে ২ ম্যাচ পরই যে ফের মাঠে ফিরবেন মায়াঙ্ক যাদব তা নিয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। ফলে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মায়াঙ্ককে বিশ্বকাপের দলে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এখন দেখার কত দ্রুত সুস্থ হতে পারেন তরুণ পেসার।
তবে ২ ম্যাচ পরই যে ফের মাঠে ফিরবেন মায়াঙ্ক যাদব তা নিয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। ফলে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মায়াঙ্ককে বিশ্বকাপের দলে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এখন দেখার কত দ্রুত সুস্থ হতে পারেন তরুণ পেসার।

বিশ্বকাপে মহম্মদ শামির বদলি কে? এই দুই বোলারের মধ্যে লড়াই! ভারতীয় দলে বড় চমক

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ .শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।

Mayank Yadav: তাঁর আগুনে গতিতে নাজেহাল ব্যাটাররা, এবার ২ বিশ্বরেকর্ড গড়লেন মায়াঙ্ক যাদব

এবার আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে বড় চমক বা আবিষ্কারের নাম হল মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার অভিষেক ম্যাচ থেকেই নিজের আগুনে গতিতে সকলের নজর কেড়েছেন। এবার এমন রেকর্ড গড়লেন মায়াঙ্ক যা অন্য কারও নেই।
এবার আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে বড় চমক বা আবিষ্কারের নাম হল মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার অভিষেক ম্যাচ থেকেই নিজের আগুনে গতিতে সকলের নজর কেড়েছেন। এবার এমন রেকর্ড গড়লেন মায়াঙ্ক যা অন্য কারও নেই।
আইপিএলের অভিষেক ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে । ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মায়াঙ্ক যাদব। ম্যাচের সেরাও নির্বাচিত হব। ১৫৫.৮ কিলোমিটারে বল করে আইপিএল ২০২৪-এর সবথেকে দ্রুত গতির বলের রেকর্ড করেছিলেন মায়াঙ্ক। যদিও সেই রেকর্ড ভেঙে গিয়েছে।
আইপিএলের অভিষেক ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে । ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মায়াঙ্ক যাদব। ম্যাচের সেরাও নির্বাচিত হব। ১৫৫.৮ কিলোমিটারে বল করে আইপিএল ২০২৪-এর সবথেকে দ্রুত গতির বলের রেকর্ড করেছিলেন মায়াঙ্ক। যদিও সেই রেকর্ড ভেঙে গিয়েছে।
প্রথম ম্যাচের পর আরসিবির বিরুদ্ধেও যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন মায়াঙ্ক তা অনেকেই ভাবতেও পারেননি। আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন মায়াঙ্ক যাদব। অস্ট্রেলিয়ার দুই তারকা ম্য়াক্সওয়েল ও গ্রিনকে চোখে সর্ষে ফুল দেখান ভারতীয় পেসার। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।
প্রথম ম্যাচের পর আরসিবির বিরুদ্ধেও যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন মায়াঙ্ক তা অনেকেই ভাবতেও পারেননি। আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন মায়াঙ্ক যাদব। অস্ট্রেলিয়ার দুই তারকা ম্য়াক্সওয়েল ও গ্রিনকে চোখে সর্ষে ফুল দেখান ভারতীয় পেসার। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।
একইসঙ্গে দুই বিশ্বরেকর্ডও তৈরি করলেন ২১ বছরের তরুণ ভারতীয় পেসার। আইপিএলের ইতিহাসে মায়াঙ্ক যাদব একমাত্র ক্রিকেটার যিনি অভিষেক ম্যাচ ও আইপিএল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে পরপর ম্যা অফ দ্য ম্যাচ হয়েছেন।
একইসঙ্গে দুই বিশ্বরেকর্ডও তৈরি করলেন ২১ বছরের তরুণ ভারতীয় পেসার। আইপিএলের ইতিহাসে মায়াঙ্ক যাদব একমাত্র ক্রিকেটার যিনি অভিষেক ম্যাচ ও আইপিএল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে পরপর ম্যা অফ দ্য ম্যাচ হয়েছেন।
আইপিএলের প্রথম বোলার হিসাবে ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে তিনটি বা তার বেশি বল করেছেন মায়াঙ্ক। তিনি আইপিএলের দু’টি ম্যাচে মোট চার বার ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন।
আইপিএলের প্রথম বোলার হিসাবে ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে তিনটি বা তার বেশি বল করেছেন মায়াঙ্ক। তিনি আইপিএলের দু’টি ম্যাচে মোট চার বার ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন।
মায়াঙ্কের গতি ও নিয়ন্ত্রণের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান ক্রিকেটাররা। এমন ধারাবাহিকভাবে বোলিং করতে পারলে ভারতীয় দলের জার্সি গায়ে উঠতে বেশি সময় লাগবে বছর ২১-এর তরুণ পেসারের।
মায়াঙ্কের গতি ও নিয়ন্ত্রণের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান ক্রিকেটাররা। এমন ধারাবাহিকভাবে বোলিং করতে পারলে ভারতীয় দলের জার্সি গায়ে উঠতে বেশি সময় লাগবে বছর ২১-এর তরুণ পেসারের।

১৫৫.৮ কিমি/ঘন্টা! হাঁটু কাঁপছে অনেকের, শামির বদলি ‘ভারতের ব্রেট লি’!

কলকাতা: আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচে ২১ বছর বয়সী বোলার মায়াঙ্ক যাদব সবার নজর কেড়েছেন। লখনউয়ের এই ফাস্ট বোলার ওই ম্যাচে প্রবল গতিতে বোলিং করেন। পাঞ্জাব কিংসের ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দেন।

তিনি আইপিএল ২০২৪-এর দ্রুততম ডেলিভারি করেছেন। ফলে এখন অনেকেই তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখতে চান। সত্যিই কি নির্বাচকরা এই তরুণ বোলারের কথা বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন! কার জায়গায় তিনি সুযোগ পেতে পারেন?

আরও পড়ুন- খেলাKKR News: এবার আইপিএলে কেকেআর ঘটাল এমন ‘কাণ্ড’! যা এখনও আর কোনও দলের নেই

আইপিএলে গতকালের ম্যাচে লখনউয়ের সবচেয়ে সফল ফাস্ট বোলার ছিলেন মায়াঙ্ক যাদব। ৪ ওভারের স্পেলে ৪৭ রান খরচ করে ৩  উইকেট।
চমৎকার বোলিংয়ের কারণে তিনি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।

১৫৫.৮ কিমি প্রতি ঘন্টা স্পিডে বোলিং করে তিনি এখন আলোচনার কেন্দ্রে। মহম্মদ শামির চোট। তাঁর বদলে নির্বাচকরা কাশ্মীরের পেসার উমরান মালিককে ভাবছেন বলে খবর ছিল। এমনকী বিসিসিআই-এর তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল, উমরানকে যেন রনজিতে বেশি ম্যাচ খেলানো হয়!

এবার রনজিতে সাতটি ম্যাচ খেলেছেন উমরান। তবে এখন আবার মায়াঙ্ক যাদবের বিশ্বকাপ দলে সুযোগের জল্পনা ছড়াচ্ছে। তাও আবার শামির বদলি হিসেবে!

২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শামি। সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। শামি আইপিএলে খেলছেন না। কিছুদিন আগে লন্ডনে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়।

২০২৪ টি-২০ বিশ্বকাপের দৌড়েও মহম্মদ শামি নেই বলেই জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় মায়াঙ্ক যাদবকে অন্তর্ভুক্ত করতে পারেন প্রধান নির্বাচক অজিত আগরকার! এখন বলা অবশ্য কঠিন। কারণ এই দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন উমরান।

আরও পড়ুন- ‘হাতি ধুলোয় শুয়ে থাকলেও সম্মান পায়’, রোহিত শর্মাকে নিয়ে ‘বড় কথা’ কিংবদন্তির

লখনউ সুপার জায়ান্টস ২০ লাখ টাকা খরচ করে মায়াঙ্ক যাদবকে দলে নিয়েছিল। আইপিএল ২০২২ থেকে দলের সদস্য তিনি। কিন্তু গত দুই মরশুমে মায়াঙ্ক লখনউয়ের হয়ে প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে ব্যর্থ হন।

এবারই প্রথমবার লখনউয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর প্রথম ম্য়াচেই বাজিমাত।