মালদহ: বানভাসি ভুতনি। দূর্গতরা ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন মানিকচকের বিভিন্ন ত্রাণ শিবিরে। প্রায় দুই মাসের বেশি সময় ধরে বানভাসি হয়ে রয়েছে ভুতনির তিনটি পঞ্চায়েত।
সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামগুলিতে। দুই মাস থেকে বন্ধ এলাকার সমস্ত স্কুল। প্রায় দুই মাস পঠন-পাঠন বন্ধ। এমন অবস্থায় এলাকার শিশুরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে।
এই প্রাকৃতিক বিপর্যয়েও শিশুরা যেন পিছিয়ে না পড়ে, অভিনব উদ্যোগ নিলেন এলাকার কিছু শিক্ষক। মানিকচকের বেশ কয়েকজন শিক্ষক ছুটির দিনে ত্রাণ শিবিরে গিয়ে বানভাসি শিশুদের পড়াচ্ছেন।
আরও পড়ুন- ভয়াবহ স্মৃতি ভুলে দুর্গাপুজোর আমেজ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুর! কী ঘটেছিল?
নিয়মিত সমস্ত শিশুদের একত্রিত করে পড়াচ্ছেন তাঁরা। মানিকচকের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির গুলি তৈরি করা হয়েছে। ফলে শিশুদের পড়াতে তেমন কোনও সমস্যা হচ্ছে না।
নিয়মিত শিক্ষকরা ছুটির দিনগুলিতে ত্রান শিবিরগুলিতে গিয়ে শিশুদের একত্রিত করে পড়াচ্ছেন। সহ শিক্ষক পরিচয় মিশ্র বলেন, আমরা স্বেচ্ছায় ছুটির দিনগুলিতে ত্রাণ শিবিরে এসে শিশুদের পড়াচ্ছি।
মানিকচক চক্রের এসআই এর নির্দেশে আমরা পড়াচ্ছি। আমরা বেশ কয়েকজন এলাকার শিক্ষক নিয়মিত ত্রাণ শিবিরে এসে শিশুদের পড়াচ্ছি।
দুই মাসের বেশি সময় ধরে তাদের স্কুল বন্ধ। এমন পরিস্থিতিতে পড়াশুনা না করালে পিছিয়ে পড়বে এই শিশুগুলি। তাই মানিকচক ব্লক শিক্ষা দফতরের পক্ষ থেকে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ঠাকুর দেখার দফারফা! ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে পশ্চিমে! কী হবে বাংলায়?
পরিকল্পনা বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন এলাকার বেশ কিছু প্রাথমিক শিক্ষক। তারা নিয়মিত নিজেদের স্কুলে পড়াশোনা করানোর পাশাপাশি ছুটির দিনগুলিতে ত্রাণ শিবির গুলিতে গিয়ে শিশুদের পড়াচ্ছেন আলাদা করে। এতে করে বানভাসি এলাকার শিশুগুলি পিছিয়ে পড়বে না। তারা পড়াশোনার মধ্যেই থাকবে।
হরষিত সিংহ