Fixed Deposit Interest Rate: ৮.২৫ শতাংশ হারে রিটার্ন! ফিক্সড ডিপোজিটে নয়া সুদের হার চালু করল এই ব্যাঙ্ক

৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার পরিবর্তন করল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। নতুন সুদের হার ৭ অক্টোবর থেকে লাগু হয়েছে। বলে রাখা ভাল, অগাস্ট মাসের পর আর সেভিংস অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তন করেনি ব্যাঙ্ক।
৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার পরিবর্তন করল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। নতুন সুদের হার ৭ অক্টোবর থেকে লাগু হয়েছে। বলে রাখা ভাল, অগাস্ট মাসের পর আর সেভিংস অ্যাকাউন্টে সুদের হার পরিবর্তন করেনি ব্যাঙ্ক।
৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে নয়া সুদের হার লাগু করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সাধারণ গ্রাহকরা এখন থেকে ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত হারে সুদ পাবেন। এক বছর থেকে ২ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটেই সবচেয়ে বেশি হারে সুদ মিলছে। সুদের হার ৭.৭৫ শতাংশ।
৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে নয়া সুদের হার লাগু করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সাধারণ গ্রাহকরা এখন থেকে ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত হারে সুদ পাবেন। এক বছর থেকে ২ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটেই সবচেয়ে বেশি হারে সুদ মিলছে। সুদের হার ৭.৭৫ শতাংশ।
প্রবীণ নাগরিকরাও এখন থেকে বেশি সুদ পাবেন। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে তাঁদের ৪ শতাংশ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দেওয়া হচ্ছে। এক বছর থেকে ১ বছর ৩ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি, ৮.২৫ শতাংশ।
প্রবীণ নাগরিকরাও এখন থেকে বেশি সুদ পাবেন। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে তাঁদের ৪ শতাংশ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দেওয়া হচ্ছে। এক বছর থেকে ১ বছর ৩ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি, ৮.২৫ শতাংশ।
প্রবীণ নাগরিকরাও এখন থেকে বেশি সুদ পাবেন। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে তাঁদের ৪ শতাংশ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দেওয়া হচ্ছে। এক বছর থেকে ১ বছর ৩ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি, ৮.২৫ শতাংশ।
প্রবীণ নাগরিকরাও এখন থেকে বেশি সুদ পাবেন। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে তাঁদের ৪ শতাংশ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দেওয়া হচ্ছে। এক বছর থেকে ১ বছর ৩ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি, ৮.২৫ শতাংশ।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ফিক্সড ডিপোজিট হল নিরাপদ বিনিয়োগ মাধ্যম। এক সঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। বদলে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত হারে সুদ দেওয়া হয়। ফিক্সড ডিপোজিটে সাধারণত দু’ধরণের সুদ পাওয়া যায় – সাধারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। তবে সব মেয়াদে সুদের হার সমান নয়।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ফিক্সড ডিপোজিট হল নিরাপদ বিনিয়োগ মাধ্যম। এক সঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। বদলে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত হারে সুদ দেওয়া হয়। ফিক্সড ডিপোজিটে সাধারণত দু’ধরণের সুদ পাওয়া যায় – সাধারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। তবে সব মেয়াদে সুদের হার সমান নয়।
আর্থিক বিশেষজ্ঞরা বলেন, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে সুদের হার ভালভাবে যাচাই করে নেওয়া উচিত। ব্যাঙ্কের ওয়েবসাইটেই সুদের হারের তালিকা দেওয়া থাকে। তবে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান। তবে সুদের হারে খুব বেশি পার্থক্য থাকে না।
আর্থিক বিশেষজ্ঞরা বলেন, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে সুদের হার ভালভাবে যাচাই করে নেওয়া উচিত। ব্যাঙ্কের ওয়েবসাইটেই সুদের হারের তালিকা দেওয়া থাকে। তবে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান। তবে সুদের হারে খুব বেশি পার্থক্য থাকে না।
অনলাইনে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পদ্ধতি: প্রথমে ব্যাঙ্কিং অ্যাপ খুলে ‘ডিপোজিট’ অপশনে ক্লিক করতে হবে।
অনলাইনে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পদ্ধতি: প্রথমে ব্যাঙ্কিং অ্যাপ খুলে ‘ডিপোজিট’ অপশনে ক্লিক করতে হবে।
এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে ‘ওপেন এফডি’ একটি। এবার এই অপশনে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে।
এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে ‘ওপেন এফডি’ একটি। এবার এই অপশনে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে।
এবার সেভিংস অ্যাকাউন্টের কত টাকা গ্রাহক ফিক্সড ডিপোজিট করতে চান, সেটা লিখে সাবমিট করলেই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ হয়ে যাবে।
এবার সেভিংস অ্যাকাউন্টের কত টাকা গ্রাহক ফিক্সড ডিপোজিট করতে চান, সেটা লিখে সাবমিট করলেই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ হয়ে যাবে।