উত্তর ২৪ পরগণা, জ্যোতিষকাহন Durga Puja Astro Tips: ভুল দিনে ভুল রঙের পোশাক পরলেই সর্বনাশ, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী-র দিনে কী কী রঙের পোশাক পরবেন, তবেই পাবেন আশীর্বাদ Gallery October 8, 2024 Bangla Digital Desk বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আপামর বাঙালির সাজসজ্জা থাকে তুঙ্গে। অনেকেই নিজের প্রিয় রঙের পোশাক কিনছে। কিন্তু কোন দিন কেমন রঙের পোশাক করবেন তা ঠিক করতে পারেন না। এ বিষয়ে জানলেন জ্যোতির্বিদ অমল কৃষ্ণ শাস্ত্রী দুর্গাপূজায় মহা ষষ্ঠীতে দেবী দুর্গা কাত্যায়নী রূপের পুজো হয়। কাত্যায়নীর পছন্দের রঙ লাল। তাই আমরা ষষ্ঠীতে লাল রঙের পোশাক পরলে মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভবনা থাকে। সপ্তমীতে দেবী দুর্গার কালরাত্রি রূপের পুজো হয় এ দিন। দুর্গার এই রূপের পছন্দের রঙ নীল। তাই এবার সপ্তমীতে নীল রঙের পোশাকে আশীর্বাদ পেতে পারেন। অষ্টমীর সন্ধ্যেয় আমাদের নতুন পোশাকের রঙও গোলাপি হলে কেমন হয়! অষ্টমীর দিনে উমারা কৃপাদৃষ্টি পেতে এমন ধরনের পোশাক পরতে পারেন। মহা নবমীতে নতুন পোশাক-কাপড়ে বারাদ্দ রাখতে পারেন বেগুনি। এদিন বেগুনি রঙের পরলে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারেন।