খেলা ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! ভারত খেলতে যাবে পাকিস্তানে? বড় আপডেট Gallery October 10, 2024 Bangla Digital Desk আগামী বছর ফেব্রুয়ারিতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনও আইসিসি ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। বিসিসিআই গোটা বিষয়টি সরকারের উপর ছেড়ে দিয়েছে। তবে পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে এশিয়া কাপের মতই হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসিও সেই পথেই এগোচ্ছে। আইসিসি-র অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, এখনও পর্যন্ত ঠিক হয়ে আছে যে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। সেইভাবেই পরিকল্পনা করে এগোচ্ছ আইসিসি। হাইব্রিড মডেলে হলে পাকিস্তান সহ অন্যান্য দল খেলবে পাকিস্তানের মাটিতে। শুধু ভারতের ম্যাচগুলি হবে অন্য কোনও দেশে। তবে এবার শ্রীলঙ্কা নয়, এগিয়ে দুবাই। শুধু গ্রুপ লিগের ম্যাচ নয়, দুটো সেমিফাইনালের একটা রাখা হচ্ছে পাকিস্তানে। আর একটা দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনালে খেলে, তাহলে রোহিতরা দুবাইয়েই সেমিফাইনাল খেলবেন। এমনকী ফাইনালের ক্ষেত্রে পরিকল্পনা সেরে রাখছে আইসিসি। ভারত ফাইনালে উঠলে দুবাই আর অন্য কোনও দুই দেশ ফাইনাসে উঠলে হবে পাকিস্তানে। তবে শেষ পর্যন্ত কি সরকারি সিদ্ধান্ত হয় সেটাই দেখার।