লন্ডনের হান্সলোয় প্রবাসীদের পুজো।

Durga Puja 2024: দেশের গণ্ডী পেরিয়ে লন্ডনের মাটিতে হওয়া এই পুজোর বিষয়ে জানেন? কলকাতার বড় পুজোকেও হার মানাতে পারে

*কথায় বলে ১২ বছরে এক যুগ। দুর্গাপুজো আয়োজনের এক যুগ পেরিয়ে পশ্চিম লন্ডনের হান্সলোয় প্রবাসীর পুজো এবারে ১৩ বছরে পা দিল। বিগত বছরগুলোতে প্রবাসী যেমন আন্তরিকতায় আপামর জনগণকে কাছে টানতে পেরেছে, তেমনই পুজোর আনুষ্ঠানিকতাও জনমানসে দাগ কাটতে সক্ষম হয়েছে।
*কথায় বলে ১২ বছরে এক যুগ। দুর্গাপুজো আয়োজনের এক যুগ পেরিয়ে পশ্চিম লন্ডনের হান্সলোয় প্রবাসীর পুজো এবারে ১৩ বছরে পা দিল। বিগত বছরগুলোতে প্রবাসী যেমন আন্তরিকতায় আপামর জনগণকে কাছে টানতে পেরেছে, তেমনই পুজোর আনুষ্ঠানিকতাও জনমানসে দাগ কাটতে সক্ষম হয়েছে।
*ফি বছর দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি এই সাক্ষ্য বহন করে। গত বছর লন্ডনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১৫ হাজার দর্শনার্থী হান্সলোর এই পুজোয় অংশগ্রহণ করেন।
*ফি বছর দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি এই সাক্ষ্য বহন করে। গত বছর লন্ডনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১৫ হাজার দর্শনার্থী হান্সলোর এই পুজোয় অংশগ্রহণ করেন।
*হান্সলো হিথরোর অদূরে অবস্থিত। ভারত থেকে ইংল্যান্ডে আসা বহু ভারতীয়ই প্রবাসীর পুজোকেই নিজেদের সবচেয়ে কাছের পুজো বলে মনে করেন। তার একটা কারণ যদি হয় হান্সলোর ভৌগলিক অবস্থান, তবে আরেকটি প্রধান কারণ নিশ্চই পুজোর আয়োজকদের আন্তরিকতা।
*হান্সলো হিথরোর অদূরে অবস্থিত। ভারত থেকে ইংল্যান্ডে আসা বহু ভারতীয়ই প্রবাসীর পুজোকেই নিজেদের সবচেয়ে কাছের পুজো বলে মনে করেন। তার একটা কারণ যদি হয় হান্সলোর ভৌগলিক অবস্থান, তবে আরেকটি প্রধান কারণ নিশ্চই পুজোর আয়োজকদের আন্তরিকতা।
*বিগত এক যুগ ধরে হাজার হাজার দর্শনার্থী পুজোর চারদিন, দু-বেলা করে ভোগ প্রসাদ গ্রহণ করেন। এদের মধ্যে বাঙালি, অবাঙালি-সহ বহু ভারতীয় তথা দক্ষিণ-এশিয় যেমন আছেন, তেমনই থাকেন বহু অভারতীয়ও।
*বিগত এক যুগ ধরে হাজার হাজার দর্শনার্থী পুজোর চারদিন, দু-বেলা করে ভোগ প্রসাদ গ্রহণ করেন। এদের মধ্যে বাঙালি, অবাঙালি-সহ বহু ভারতীয় তথা দক্ষিণ-এশিয় যেমন আছেন, তেমনই থাকেন বহু অভারতীয়ও।
*পুজোর চারদিন, পুজোর জায়গা হানিমুন ব্যাংকোয়েট হল হয়ে ওঠে বহু জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু ভাষাভাষী মানুষ এবং তাদের বিবিধ সংস্কৃতির মিলনমেলা।
*পুজোর চারদিন, পুজোর জায়গা হানিমুন ব্যাংকোয়েট হল হয়ে ওঠে বহু জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু ভাষাভাষী মানুষ এবং তাদের বিবিধ সংস্কৃতির মিলনমেলা।
*পুজোর ক'দিন প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, তাতেও বিবিধতার মধ্যে মানবিকতার ঐক্যের মন্ত্রটিই জোর গলায় উচ্চারিত হয়।
*পুজোর ক’দিন প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, তাতেও বিবিধতার মধ্যে মানবিকতার ঐক্যের মন্ত্রটিই জোর গলায় উচ্চারিত হয়।