বিনোদন Bollywood Gossip Rekha: জাতীয় পুরস্কারের মঞ্চে প্রাক্তন রাষ্ট্রপতির বাউন্সার রেখাকে! সিঁদুর পরেন কেন? নায়িকার বিস্ফোরক জবাব Gallery October 10, 2024 Bangla Digital Desk রেখা দ্য আনটোল্ড স্টোরি সূত্রে জানতে পারা গিয়েছে জাতীয় পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতি সবাইকে পুরস্কৃত করছিলেন সবাইকে ৷ ফাইল ছবি ৷ ১৯৮১ সালে রেখা উমরাও জান ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে গিয়েছিলেন ৷ তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি রেখাকে এই সম্মান দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷ তাঁর সঙ্গে বেশ কিছু কথাও বলেন ৷ রেখার সিঁথিতে সিঁদুর দেখে রাষ্ট্রপতি প্রশ্ন করেছিলেন আপনি সিঁদুর কেন পরেন, রেখা সপাটে উত্তর দেন তিনি যেই শহরে বসবাস করেন সেই শহরে সিঁথিতে সিঁদুর অত্যন্ত সাধারণ বিষয় ৷ ফাইল ছবি ৷ এর থেকেই বুঝতে পারা যায় রেখা ঠিক কতখানি বিন্দাস ধরনের ছিলেন ৷ জীবনে প্রচুর ব্যথা যন্ত্রণা পেয়েছেন রেখা ৷ ফাইল ছবি ৷ ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে কিন্তু তখনও বুঝতে পারেননি অনেক দুঃখ অপেক্ষা করছে তাঁর জন্য ৷ ফাইল ছবি ৷ বিয়ের আট মাসের মধ্যেই মহাঅঘটন! স্বামী বিষন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ৷ সেই সময় শাশুড়ি রেখাকে ডাইনির সঙ্গে তুলনা করেন ৷ ফাইল ছবি ৷ এই সমস্ত অভিযোগ নিয়ে পুরনো একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন তিনি বেশ জলি গোছের ছিলেন ৷ মাত্র ৩ বছর বয়স থেকেই অভিনয় করছেন ৷ ফাইল ছবি ৷ এরপরে ১৯৭৫ সালে সেই ক্ষেত্রে নতুন দিগন্তের শুরু হয় ৷ যখন পত্রিকায় ছবি ছাপতে শুরু করে ৷ সিমি গ্রেওয়ালের একটি শোতে যখন জিজ্ঞাসা করা হয় ভানুরেখা কী করতে চাইতো ৷ ফাইল ছবি ৷ তিনি একদমই অভিনয় করতে চাইতেন না বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন রেখা ৷ ফাইল ছবি ৷ রেখা জানিয়েছিলেন তিনি অভিনয়ের ক্ষেত্রে মোটেই ইচ্ছুক ছিলেন না ৷ কিন্তু পরিবার ও দায়দায়িত্বের কারণে তাঁকে ছায়াছবিতে আসতে হয় ৷ ফাইল ছবি ৷ কিন্তু রেখা যে যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্র ফুটিয়ে তুলতেন অতিরিক্ত ভাল ভাবেই ৷ ঘর ছায়াছবিতে রেপ ভিক্টিম চরিত্রে নিজেকে অত্যন্ত ভাল করে তুলে ধরেছিলেন ৷ ফাইল ছবি ৷ কিন্তু খুন ভরি মাং দর্শকেরা আরও ভালবেসেছিলেন ৷ রেখার নাগিন (১৯৭৬), মুকাদ্দর কা সিকান্দর (১৯৭৮), মিস্টার নটওরলাল (১৯৭৯) ৷ ফাইল ছবি ৷ খুবসুরত (১৯৮০), উমরাওজান (১৯৮১), খুন ভরি মাং (১৯৮৮), ১৯৯৬ সালে খিলাড়িও কা খিলাড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন ৷ ফাইল ছবি ৷