রেখা দ্য আনটোল্ড স্টোরি সূত্রে জানতে পারা গিয়েছে জাতীয় পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতি সবাইকে পুরস্কৃত করছিলেন সবাইকে ৷ ফাইল ছবি ৷

Bollywood Gossip Rekha: জাতীয় পুরস্কারের মঞ্চে প্রাক্তন রাষ্ট্রপতির বাউন্সার রেখাকে! সিঁদুর পরেন কেন? নায়িকার বিস্ফোরক জবাব

রেখা দ্য আনটোল্ড স্টোরি সূত্রে জানতে পারা গিয়েছে জাতীয় পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতি সবাইকে পুরস্কৃত করছিলেন সবাইকে ৷ ফাইল ছবি ৷
রেখা দ্য আনটোল্ড স্টোরি সূত্রে জানতে পারা গিয়েছে জাতীয় পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতি সবাইকে পুরস্কৃত করছিলেন সবাইকে ৷ ফাইল ছবি ৷
১৯৮১ সালে রেখা উমরাও জান ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে গিয়েছিলেন ৷ তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি রেখাকে এই সম্মান দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
১৯৮১ সালে রেখা উমরাও জান ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে গিয়েছিলেন ৷ তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি রেখাকে এই সম্মান দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
তাঁর সঙ্গে বেশ কিছু কথাও বলেন ৷ রেখার সিঁথিতে সিঁদুর দেখে রাষ্ট্রপতি প্রশ্ন করেছিলেন আপনি সিঁদুর কেন পরেন, রেখা সপাটে উত্তর দেন তিনি যেই শহরে বসবাস করেন সেই শহরে সিঁথিতে সিঁদুর অত্যন্ত সাধারণ বিষয় ৷ ফাইল ছবি ৷

তাঁর সঙ্গে বেশ কিছু কথাও বলেন ৷ রেখার সিঁথিতে সিঁদুর দেখে রাষ্ট্রপতি প্রশ্ন করেছিলেন আপনি সিঁদুর কেন পরেন, রেখা সপাটে উত্তর দেন তিনি যেই শহরে বসবাস করেন সেই শহরে সিঁথিতে সিঁদুর অত্যন্ত সাধারণ বিষয় ৷ ফাইল ছবি ৷
এর থেকেই বুঝতে পারা যায় রেখা ঠিক কতখানি বিন্দাস ধরনের ছিলেন ৷ জীবনে প্রচুর ব্যথা যন্ত্রণা পেয়েছেন রেখা ৷ ফাইল ছবি ৷
এর থেকেই বুঝতে পারা যায় রেখা ঠিক কতখানি বিন্দাস ধরনের ছিলেন ৷ জীবনে প্রচুর ব্যথা যন্ত্রণা পেয়েছেন রেখা ৷ ফাইল ছবি ৷
১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে কিন্তু তখনও বুঝতে পারেননি অনেক দুঃখ অপেক্ষা করছে তাঁর জন্য ৷ ফাইল ছবি ৷
১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে কিন্তু তখনও বুঝতে পারেননি অনেক দুঃখ অপেক্ষা করছে তাঁর জন্য ৷ ফাইল ছবি ৷
বিয়ের আট মাসের মধ্যেই মহাঅঘটন! স্বামী বিষন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ৷ সেই সময় শাশুড়ি রেখাকে ডাইনির সঙ্গে তুলনা করেন ৷ ফাইল ছবি ৷
বিয়ের আট মাসের মধ্যেই মহাঅঘটন! স্বামী বিষন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ৷ সেই সময় শাশুড়ি রেখাকে ডাইনির সঙ্গে তুলনা করেন ৷ ফাইল ছবি ৷
এই সমস্ত অভিযোগ নিয়ে পুরনো একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন তিনি বেশ জলি গোছের ছিলেন ৷ মাত্র ৩ বছর বয়স থেকেই অভিনয় করছেন ৷ ফাইল ছবি ৷
এই সমস্ত অভিযোগ নিয়ে পুরনো একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন তিনি বেশ জলি গোছের ছিলেন ৷ মাত্র ৩ বছর বয়স থেকেই অভিনয় করছেন ৷ ফাইল ছবি ৷
এরপরে ১৯৭৫ সালে সেই ক্ষেত্রে নতুন দিগন্তের শুরু হয় ৷ যখন পত্রিকায় ছবি ছাপতে শুরু করে ৷ সিমি গ্রেওয়ালের একটি শোতে যখন জিজ্ঞাসা করা হয় ভানুরেখা কী করতে চাইতো ৷ ফাইল ছবি ৷
এরপরে ১৯৭৫ সালে সেই ক্ষেত্রে নতুন দিগন্তের শুরু হয় ৷ যখন পত্রিকায় ছবি ছাপতে শুরু করে ৷ সিমি গ্রেওয়ালের একটি শোতে যখন জিজ্ঞাসা করা হয় ভানুরেখা কী করতে চাইতো ৷ ফাইল ছবি ৷
তিনি একদমই অভিনয় করতে চাইতেন না বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন রেখা ৷ ফাইল ছবি ৷
তিনি একদমই অভিনয় করতে চাইতেন না বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন রেখা ৷ ফাইল ছবি ৷
রেখা জানিয়েছিলেন তিনি অভিনয়ের ক্ষেত্রে মোটেই ইচ্ছুক ছিলেন না ৷ কিন্তু পরিবার ও দায়দায়িত্বের কারণে তাঁকে ছায়াছবিতে আসতে হয় ৷ ফাইল ছবি ৷
রেখা জানিয়েছিলেন তিনি অভিনয়ের ক্ষেত্রে মোটেই ইচ্ছুক ছিলেন না ৷ কিন্তু পরিবার ও দায়দায়িত্বের কারণে তাঁকে ছায়াছবিতে আসতে হয় ৷ ফাইল ছবি ৷
কিন্তু রেখা যে যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্র ফুটিয়ে তুলতেন অতিরিক্ত ভাল ভাবেই ৷ ঘর ছায়াছবিতে রেপ ভিক্টিম চরিত্রে নিজেকে অত্যন্ত ভাল করে তুলে ধরেছিলেন ৷ ফাইল ছবি ৷
কিন্তু রেখা যে যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্র ফুটিয়ে তুলতেন অতিরিক্ত ভাল ভাবেই ৷ ঘর ছায়াছবিতে রেপ ভিক্টিম চরিত্রে নিজেকে অত্যন্ত ভাল করে তুলে ধরেছিলেন ৷ ফাইল ছবি ৷
কিন্তু খুন ভরি মাং দর্শকেরা আরও ভালবেসেছিলেন ৷ রেখার নাগিন (১৯৭৬), মুকাদ্দর কা সিকান্দর (১৯৭৮), মিস্টার নটওরলাল (১৯৭৯) ৷ ফাইল ছবি ৷
কিন্তু খুন ভরি মাং দর্শকেরা আরও ভালবেসেছিলেন ৷ রেখার নাগিন (১৯৭৬), মুকাদ্দর কা সিকান্দর (১৯৭৮), মিস্টার নটওরলাল (১৯৭৯) ৷ ফাইল ছবি ৷
খুবসুরত (১৯৮০), উমরাওজান (১৯৮১), খুন ভরি মাং (১৯৮৮), ১৯৯৬ সালে খিলাড়িও কা খিলাড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন ৷ ফাইল ছবি ৷
খুবসুরত (১৯৮০), উমরাওজান (১৯৮১), খুন ভরি মাং (১৯৮৮), ১৯৯৬ সালে খিলাড়িও কা খিলাড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন ৷ ফাইল ছবি ৷