বিয়ের অনুষ্ঠান 

Malda News: পুজো মণ্ডপ যেন ছাদনাতলা! ঠাকুর দেখতে এসে হতবাক দর্শনার্থীরা… এ কী! 

মালদহ: এবার পুজোয় একেবারেই ভিন্ন স্বাদ মালদহে। পুজো মণ্ডপ তো নয়, এখানে এলেই আপনি পাবেন বিয়ে বাড়ির আমেজ। তবে বর্তমানের আধুনিক বিয়ের আসর নয়। এই বিয়ে বাড়ি একেবারেই পুরনো দিনের। যা বর্তমান প্রজন্মের কাছে অজানা। তাই এবার মালদহ শহরের কুট্টিটোলা সহযোগিতা ক্লাব দর্শনার্থীদের কাছে এক অন্য মাত্রা পেয়েছে।

সকাল থেকেই মানুষের ঢল নামছে এই পুজো মণ্ডপে। একেবারেই বিয়ে বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। বাড়ি সদরে শুভ বিবাহের তোরণ। প্রবেশ করতেই বাড়ির কর্তা অভ্যর্থনার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন। বাড়ির একদিকে চলছে সবজি কাটার কাজ। তৈরি করা হয়েছে ভান্ডার ঘর। ক্যাটারিং নয়, প্রতিবেশী আত্মীয়রাই পরিবেশনের কাজ করছেন। ভাণ্ডার ঘরে সমস্ত খাবার রয়েছে, তার দায়িত্ব রয়েছে একজন। বাড়ির মাঝে তৈরি হয়েছে ছাদনাতলা।  ছাদনাতলার চারদিকে গোল করে বসে রয়েছেন অনেকে। মাঝে চলছে বিয়ে। সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে মডেলের আকারে।

আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!

একেবারে সেই পুরনো যুগের বিয়ে বাড়ির আদলেই সম্পূর্ণ মণ্ডপ তৈরি হয়েছে। যা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই থিমের উদ্যোক্তারা নাম দিয়েছেন স্মৃতির আলোয়। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ পাল বলেন, এই বছর আমাদের থিম স্মৃতির আলোয়। নব্বই দশকের বিয়ে বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মডেল দিয়ে সাজানো হয়েছে বিয়ে বাড়ি।

মালদহ শহরের কুট্টিটোলা সহযোগিতা ক্লাবের এই বছরের পুজোর ৫২তম বর্ষ। প্রতিবছর থিমের পুজো করে থাকেন উদ্যোক্তারা। এই বছর তাদের থিম স্মৃতির আলোয়। পুজোর বাজেট প্রায় ৪ লক্ষ টাকা।