দেশ, ব্যবসা-বাণিজ্য Tata Group New Chairman: রতন টাটার জায়গায় কে, কার হাতে টাটা ট্রাস্টের দায়িত্ব? জানা গেল নাম Gallery October 11, 2024 Bangla Digital Desk অবশেষে জানা গেল রতন টাটার উত্তরসূরি নাম। শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে রতন টাটার জায়গায় নোয়েল টাটাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতীকী ছবি। ৯ অক্টোবর দেশের মানুষকে শোকাচ্ছন্ন করে চলে গিয়েছেন রতন টাটা। তাঁর জায়গায় রতন টাটার সৎভাই নোয়েল টাটা দায়িত্ব নিতে চলেছে। নিওল তার দ্বিতীয় বিয়ে থেকে নেভাল টাটার ছেলে। রতন টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল টাটা। দীর্ঘ দিন ধরে তিনি টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতীকী ছবি। স্যার রতন টাটা ট্রাস্ট অ্যান্ড অ্যালায়েড ট্রাস্ট এবং স্যার দোরাবজি ট্রাস্ট এবং অ্যালায়েড ট্রাস্ট নিয়ে গঠিত টাটা ট্রাস্ট। এই ট্রাস্টগুলি দারিদ্রতা দূরিকরণ, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজ করে দেশ জুড়ে। প্রতীকী ছবি। বর্তমানে নোয়েল টাটা টাইটান এবং টাটা স্টিলের ভাইস-চেয়ারম্যান। এছাড়াও তিনি টাটা গ্রুপের পোশাক সংস্থা ট্রেন্টের চেয়ারম্যান (জুডিও এবং ওয়েস্টসাইড) এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ভোল্টাসেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এর আগে নোয়েল টাটা ব্রিটেনের নেসলেতেও কাজ করেছেন। প্রতীকী ছবি। রতন টাটার জায়গায় দায়িত্ব নিতে চলা নোয়েল টাটা আইরিশ নাগরিক, তাঁর স্ত্রী বিশিষ্ট শিল্পপতি পালোনজি মিস্ত্রির কন্যা আলু মিস্ত্রী। একটা সময়ে পালোনজি মিস্ত্রি টাটা সন্সের এককভাবে বৃহত্তম শেয়ারহোল্ডার ছিলেন। নেয়েল টাটার তিন সন্তান- লেয়া, মায়া এবং নেভিল। প্রতীকী ছবি।