দক্ষিণবঙ্গ Durga Puja 2024: প্যান্ডেল হপিং করতে এসে চেকে দেখতেই পারেন বাঁকুড়ার ‘এই’ স্পেশাল মিষ্টি, দুর্দান্ত ‘কম্বো’ কিন্তু Gallery October 11, 2024 Bangla Digital Desk এবার পুজোয় চেখে দেখুন বাঁকুড়ার এই স্পেশাল মিষ্টি। মন ভরে যেতে বাধ্য কেঞ্জাকুড়ার জিলিপির সাইজ যেন চাকার মতো। এমন বড় জিলিপি হয়ত আর পাবেন না! তবে পুজোয় স্ট্যান্ডার্ড সাইজের স্পেশাল জিলিপিও থাকছে। পুজোয় যদি শুশুনিয়া পাহাড় আসেন, তাহলে অবশ্যই বাড়ি নিয়ে যান ছাতনার প্যাঁড়া। বাঁকুড়ার ছাতনার লৌকিক ইতিহাসের পৃষ্ঠপোষক এবং ক্ষেত্র সমীক্ষক স্বরাজ মিত্র জানান, স্বয়ং রবি ঘোষ খেয়েছিলেন এই প্য়াঁড়া। আপনিও হতে পারেন সেই ইতিহাসের সাক্ষী। বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গা পুজো দেখতে যাচ্ছেন? চেখে দেখুন মতিচুরের লাড্ডু। বেলিয়াতোড়ে রয়েছে দুর্দান্ত সব প্যান্ডেল। সেখানেও কিন্তু পেয়ে যাবেন আপনার মনপসন্দ মিষ্টি