কলকাতার প্যান্ডেলে-প্যান্ডেলে জনজোয়ার৷ কিন্তু এমন সময় যদি হঠাৎ করে বাচ্চাটি হাত ছেড়ে চলে যায়? বা খুঁজে না পান, তাহলে? এমন ঘটনা কলকাতার পুজো প্যান্ডেলে বিরল নয়৷ বাচ্চাকে হাতের নাগালে না পেয়ে কখনও আপনাদেরও বুকে ভিতরটা ছ্যাঁৎ করে উঠেছে তো? তাই জেনে নিন এই পরিস্থিতির শিকার হলে কী কী করণীয়?

Parenting Tips: কলকাতার পুজোর ভিড়ে বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না? ভয় না পেয়ে কয়েকটা ক্ষেত্রে আগে থেকেই সচেতন হন

কলকাতার প্যান্ডেলে-প্যান্ডেলে জনজোয়ার৷ কিন্তু এমন সময় যদি হঠাৎ করে বাচ্চাটি হাত ছেড়ে চলে যায়? বা খুঁজে না পান, তাহলে? এমন ঘটনা কলকাতার পুজো প্যান্ডেলে বিরল নয়৷ বাচ্চাকে হাতের নাগালে না পেয়ে কখনও আপনাদেরও বুকে ভিতরটা ছ্যাঁৎ করে উঠেছে তো? তাই জেনে নিন এই পরিস্থিতির শিকার হলে কী কী করণীয়?
কলকাতার প্যান্ডেলে-প্যান্ডেলে জনজোয়ার৷ কিন্তু এমন সময় যদি হঠাৎ করে বাচ্চাটি হাত ছেড়ে চলে যায়? বা খুঁজে না পান, তাহলে? এমন ঘটনা কলকাতার পুজো প্যান্ডেলে বিরল নয়৷ বাচ্চাকে হাতের নাগালে না পেয়ে কখনও আপনাদেরও বুকে ভিতরটা ছ্যাঁৎ করে উঠেছে তো? তাই জেনে নিন এই পরিস্থিতির শিকার হলে কী কী করণীয়?
খুদেটিকে প্রথম থেকেই এই ব্যাপারে প্রশিক্ষণ দিন৷ নিজের নাম, মা-বাবা, কোনও পরিচিতের নাম, বাড়ির ঠিকানা ভাল করে শিখিয়ে দিন৷ পারলে ওর বাড়ির ঠিকানা, রাস্তার নাম ভাল করে মুখস্ত করিয়ে রাখুন৷ শুধু পুজো নয়, এই ধরনের শিক্ষা তাকে অন্য সময়তেও নিরাপদে বাড়ি ফিরতে সাহায্য করবে৷
খুদেটিকে প্রথম থেকেই এই ব্যাপারে প্রশিক্ষণ দিন৷ নিজের নাম, মা-বাবা, কোনও পরিচিতের নাম, বাড়ির ঠিকানা ভাল করে শিখিয়ে দিন৷ পারলে ওর বাড়ির ঠিকানা, রাস্তার নাম ভাল করে মুখস্ত করিয়ে রাখুন৷ শুধু পুজো নয়, এই ধরনের শিক্ষা তাকে অন্য সময়তেও নিরাপদে বাড়ি ফিরতে সাহায্য করবে৷
পুজোর ভিড়ে হারিয়ে গেলে সন্তানকে চট করে খুঁজে পেতে জামার ভিতরে বা পকেটে নাম -ঠিকানা, যোগাযোগ নম্বর লেখা কাগজ সেলাই করে দিন৷ কোথায় সেলাই করে রেখেছেন, তা সন্তানকে জানিয়ে দিন৷ কোনওরকম কিছু হলে, সন্তান ঘাবড়ে গেলেও অসুবিধা হওয়ার কথা নয়৷ যে ব্যক্তি তাঁকে খুঁজে পাবেন, তিনিই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন৷
পুজোর ভিড়ে হারিয়ে গেলে সন্তানকে চট করে খুঁজে পেতে জামার ভিতরে বা পকেটে নাম -ঠিকানা, যোগাযোগ নম্বর লেখা কাগজ সেলাই করে দিন৷ কোথায় সেলাই করে রেখেছেন, তা সন্তানকে জানিয়ে দিন৷ কোনওরকম কিছু হলে, সন্তান ঘাবড়ে গেলেও অসুবিধা হওয়ার কথা নয়৷ যে ব্যক্তি তাঁকে খুঁজে পাবেন, তিনিই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন৷
কখনও হারিয়ে গেলে বা আপনার হাত ছেড়ে গেলে শিশু যেন ভয় না পেয়ে ছুটোছুটি না করে তাকে শান্ত থাকতে শেখান৷ বাড়ি থেকেই ভাল করে প্রশিক্ষণ দিন৷ হঠাৎ করে কাউকে খুঁজে না পেলে পুলিশ বা কোনও নিরাপত্তা রক্ষীর কাছে গিয়েই যেন সাহায্য চায়, সেই ব্যাপারে ভাল করে শিখিয়ে দিন৷
কখনও হারিয়ে গেলে বা আপনার হাত ছেড়ে গেলে শিশু যেন ভয় না পেয়ে ছুটোছুটি না করে তাকে শান্ত থাকতে শেখান৷ বাড়ি থেকেই ভাল করে প্রশিক্ষণ দিন৷ হঠাৎ করে কাউকে খুঁজে না পেলে পুলিশ বা কোনও নিরাপত্তা রক্ষীর কাছে গিয়েই যেন সাহায্য চায়, সেই ব্যাপারে ভাল করে শিখিয়ে দিন৷
শিশুকে শিখিয়ে দিন, কোনও ভাবে হারিয়ে গেলে যেখানে শেষ বার সে বাবা-মাকে দেখেছে, সেখানেই যেন অপেক্ষা করে৷ অজানা বা অপরিচিত কেউ তাকে নিয়ে যেতে চাইলে বা জোর করলে তা থেকে কী ভীবে, বাঁচবেন তাও শিখিয়ে দিন৷
শিশুকে শিখিয়ে দিন, কোনও ভাবে হারিয়ে গেলে যেখানে শেষ বার সে বাবা-মাকে দেখেছে, সেখানেই যেন অপেক্ষা করে৷ অজানা বা অপরিচিত কেউ তাকে নিয়ে যেতে চাইলে বা জোর করলে তা থেকে কী ভীবে, বাঁচবেন তাও শিখিয়ে দিন৷
সন্তানকে খুঁজে না পেলে অযথা ভয় পাবেন না৷ চেঁচামিচি না করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন৷ এখন অনেকে পুজো কমিটি এই বিষয়ে যথেষ্ট সচেতন৷ তাঁদের জানালে, ওরাই কিছু পদক্ষেপ গ্রহণ করবে৷
সন্তানকে খুঁজে না পেলে অযথা ভয় পাবেন না৷ চেঁচামিচি না করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন৷ এখন অনেকে পুজো কমিটি এই বিষয়ে যথেষ্ট সচেতন৷ তাঁদের জানালে, ওরাই কিছু পদক্ষেপ গ্রহণ করবে৷