জ্যোতিষকাহন Vijaya Dashami Baran Rituals: বিজয়া দশমীর বরণডালায় রাখুন এই জিনিসগুলি! দেবী দুর্গাকে এই নিয়মে বরণ করলে মঙ্গল, সুখশান্তি সৌভাগ্যের বৃষ্টি Gallery October 11, 2024 Bangla Digital Desk রাত পোহালেই বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসানে এই তিথিতে অন্যতম পর্ব বিদায়বেলায় দশভুজা ও তাঁর সন্তানসন্ততি এবং বাহনদের বরণপর্ব। বরণের পরে থাকে সিঁদুরখেলার পর্ব। তার জন্য নিয়ম ও রীতিনীতি মেনে সাজিয়ে নিতে হয় বরণডালা। কী কী রাখবেন বরণডালায়, কীভাবে বরণ করবেন সংসারের মঙ্গলকামনায়, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট। স্নান করে শুদ্ধবসনে আলতা সিঁদুর পরে দেবীকে বরণ করুন। বরণডালায় রাখুন সিঁদুর, পান, সুপুরি, পান, পানের খিলি, মিষ্টি, ষোল আনা বা ১ টাকার মুদ্রা, জল। অনেকে বরণডালায় ধূপকাঠি ও প্রদীপও রাখেন। তবে সেক্ষেত্রে ভিড়ের মধ্যে সতর্ক হয়ে বরণ করবেন। পোশাক বা চুলের অংশ যেন বিগ্রহে ঝাপটা না দেয়। প্রথমে দশভুজার সিঁথি এবং বাঁ হাতের শাঁখায় সিঁদুর দিন। তার পর পরিষ্কার দু’টি পানপাতা দিয়ে মা দুর্গার মুখ মুছিয়ে দিন। তার পর মাতৃজ্ঞানে দেবীর পায়ে ধানদূর্বা দিন। পরে কন্যাজ্ঞানে মাথাতেও ধানদূর্বা দিতে পারেন। এর পর দেবীকে মিষ্টিমুখ ও জলপান করানোর পর্ব। আগে থেকে বানিয়ে রাখা পানের খিলি দিয়ে দিন বিগ্রহের হাতে। দেবী দুর্গাকে বরণ করার পর একইভাবে বরণ করুন বাকি দেবদেবী এবং তাঁদের বাহনদেরও। তিন দিন পর বরণডালার পান জলে ভাসিয়ে ডালাটি ধুয়ে নিন।