এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শরৎকালে নবরাত্রি শেষের পর দশমী পালিত হয়। আশ্বিন মাসে শুক্লপক্ষে পালিত হয় দশমী তিথি। এই তিথিতে এবার শুক্র থাকবে তুলা রাশিতে। যা তৈরি করছে মালব্য রাজযোগ। প্রতীকী ছবি
আর, শনিদেব থাকছেন নিজের রাশি কুম্ভতে। ফলে তৈরি হচ্ছে শশ রাজযোগ। একশো বছর পর বিজয়া দশমীতে এই দুই রাজযোগই তিন রাশির জাতক ও জাতিকাদের শুভ ফল দেবে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই সময় উপকৃত হবেন। প্রতীকী ছবি
তুলা রাশি দুই রাজযোগে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে। কারণ, শনিদেব থাকছেন তাঁদের রাশিচক্রের পঞ্চম ঘরে । আর, শুক্রদেব থাকবেন তুলা রাশির জাতক-জাতিকাদের ঊর্ধ্বমুখী ঘরে। ফলে, তাঁরা ব্যবসায় লাভবান হবেন। তাঁদের উন্নতি ঘটবে ব্যক্তিত্বেও । অর্থনৈতিক অবস্থা ভালো হতে শুরু করবে। ঋণ থাকলে, তা থেকে দ্রুত মুক্তিলাভ পেতে পারেন। নতুন চাকরিতে যোগদান করলে, তাতে শীঘ্রই উন্নতি ঘটবে। পছন্দের চাকরিতেও ডাক পেতে পারেন। প্রেমের সম্পর্কে সাফল্য আসবে। বিবাহিতরা দাম্পত্য জীবনে সুখ পাবেন। প্রতীকী ছবি
বৃষ রাশি- দুই রাজযোগে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা/ জাতিকারাও। শনিদেব তাঁদের কর্মঘরের মধ্যে দিয়ে যাত্রা করায় আদালত তথা আইনি পরিসরে খ্যাতি পাবেন। বেকাররা চাকরি পেতে পারেন। শিক্ষাগত ক্ষেত্রে দুর্দান্ত ফলের আশা রয়েছে। ধৈর্য এবং সাহসিকতা বাড়ালে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও খ্যাতি পেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা। প্রতীকী ছবি
মকর রাশি এই দুই রাজযোগ, অর্থাৎ মালব্য এবং শশ রাজযোগের কারণে শনিদেব গৃহে ধনদান করবেন। আর শুক্রদেবের কারণে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা লাভ করবেন মকর রাশির জাতক ও জাতিকারা। চাকরি এবং ব্যবসা, দুটোতেই তাঁদের দ্রুত অগ্রগতি ঘটবে। বাড়বে সঞ্চয়। পাশাপাশি কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন তাঁরা। ব্যবসায়ীদের লাভের অঙ্ক এই সময়ে বেড়ে যেতে পারে। এই রাশির যে জাতক ও জাতিকাদের মধ্যে যারা কোনওদিনই লাভের মুখ দেখেন না, তাঁরাও লাভের মুখ দেখতে শুরু করে দেবেন। প্রতীকী ছবি
(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
Post navigation
Just another WordPress site