থিমের চমক পুরুলিয়ার মণ্ডপে

Durga Puja 2024: ‘যুদ্ধ নয় শান্তি চাই’, থিমের চমকে মুগ্ধ দর্শনার্থীরা, জনপ্লাবন মণ্ডপে

পুরুলিয়া: জমে উঠেছে বঙ্গবাসীর দুর্গাপুজো। ৮ থেকে ৮০ সকলেই মেতে উঠেছে শারদ উৎসবে। প্যান্ডেলে কাতারে-কাতারে ভিড়। সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাচ্ছে প্যান্ডেল হপিং।

জেলা পুরুলিয়ায় বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজো রয়েছে। তার মধ্যে অন্যতম পুরুলিয়া শহরের আমলা পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। খুবই জনপ্রিয় এই দুর্গাপুজো। অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই মন্ডপ দেখতে আসেন।

আরও পড়ুন: সাবধান! শুক্রের গোচরে ছাড়খাড় হবে এই তিন রাশির জীবন, ষড়যন্ত্র, আর্থিক ক্ষতির সম্মুখে পড়তে হবে

প্রতিবছর থিমের চমক থাকে এই মণ্ডপে। এ বছর তাঁদের থিম মানুষের মনে যথেষ্টই দাগ কেটেছে। পুরুলিয়ার আমলাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম যুদ্ধ নয় শান্তি চাই। এই থিমকে সামনে রেখেই এ-বছরের তাদের এই অভিনব মন্ডপসজ্জা।

আরও পড়ুন: সন্ন্যাসীর হাতে তৈরি মূর্তি, এবারের পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম

এ বিষয়ে পুজো কমিটির এক সদস্য সঞ্জয় দত্ত বলেন , এবছর তাঁদের পুজো ৮৪ তম বর্ষে পদার্পণ করলো। মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতেই তাঁদের এ বছর পুজো মণ্ডপের এই থিম। এই প্যান্ডেলের বাজেট প্রায় ১২ লাখ৷ জেলার মধ্য থেকে ইতিমধ্যেই সেরা প্রতিমার জন্য পুরস্কৃত হয়েছেন এই ক্লাব।

এই মন্ডপে আসা দর্শনার্থীরা বলেন, খুব সুন্দর সাজানো হয়েছে এই মণ্ডপে। প্রতিবছরই তাঁরা এই মণ্ডপ দেখতে আসেন। তাঁরা ভীষণই এনজয় করছেন দুর্গাপুজো। সন্ধে থেকেই শুরু হয়ে যাচ্ছে প্যান্ডেল হপিং।

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজাকে কেন্দ্র করে বরাবরই বঙ্গবাসীর আবেগ উৎসাহ থাকে অন্য মাত্রায়। শহরের পাশাপাশি জেলাতেও দুর্গা পুজোয় দুর্দান্ত থিমের চমক থাকে। জেলা পুরুলিয়াতেও রয়েছে এই চমক। জেলাবাসী তাই মেতে উঠেছে শারদ উৎসবের আনন্দে।

শর্মিষ্ঠা ব্যানার্জি