বাবা সিদ্দিকিকে খুনে অভিযুক্ত দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷

Baba Siddiqui: পর পর বুকে গুলি! বাবা সিদ্দিকিকে খুন করতে কত টাকা পেয়েছিল তিন আততায়ী?

মুম্বই: অল্প কিছু দিন নয়, রীতিমতো একমাস ধরে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে অনুসরণ করে তাঁকে খুন করার ছক কষেছিল তিন আততায়ী৷ প্রায় একমাস ধরে কুরলা এলাকায় ঘর ভাড়া নিয়ে ছিল তারা৷ বাবা সিদ্দিকিকে খুন করার জন্য প্রত্যেক আততায়ীকে ৫০ হাজার টাকা করে দেওয়াও হয়েছিল বলে মুম্বই পুলিশ সূত্রে খবর৷

শুধু তাই নয়, এই ঘটনায় এই হত্যাকাণ্ডে যে বা যারা মাস্টারমাইন্ড, তারা বাবা সিদ্দিকিকে কোনওরকম হুমকি না দিয়ে সরাসরি প্রাণে মারার জন্য সুপারি কিলারদের নির্দেশ দিয়েছিল৷ শনিবার বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে ছটি গুলি ছোড়ে তিন আততায়ী৷ তার মধ্যে দুটি গুলি বাবা সিদ্দিকির বুকে লাগে৷

আরও পড়ুন: পুজোয় থিকথিকে ভিড়, একাদশীর সকালে দিঘার সমুদ্রে ভয়ঙ্কর কাণ্ড! আঁতকে উঠলেন পর্যটকরা

মুম্বই পুলিশ সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর থেকে কুরলা এলাকায় মাসিক ১৪ হাজার টাকা ভাড়া দিয়ে একটি ঘরে থাকছিল তিন আততায়ী৷ বাবা সিদ্দিকিকে খুন করার জন্য প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পেয়েছিল৷ পুলিশ সূত্রে আরও খবর, বাবা সিদ্দিকে খুনে অভিযুক্ত তিন আততায়ী পঞ্জাবের একটি জেলে বন্দি থাকার সময় নিজেদের মধ্যে পরিচিত হয়েছিল৷ তিন আততায়ীর মধ্যে দু জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ৷ তৃতীয় আততায়ীকে গ্রেফতার করতে উত্তর প্রদেশ পুলিশের সাহায্য চাওয়া হয়েছে৷

গতকাল মুম্বাইয়ে নিজের বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় বাবা সিদ্দিকিকে৷ চার দশক ধরে কংগ্রেসে থাকার পর গত ফেব্রুয়ারি মাসে অজিত পাওয়ার পন্থী এনসিপি-তে যোগ দেন তিনি৷ ১৫ দিন আগে তিনি খুনের হুমকি পান বলেও খবর৷ প্রাণহানির হুমকি পাওয়ার পর বাবা সিদ্দিকিকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তাও দেওয়া হয়৷

বাবা সিদ্দিকে গুলি করেছিল যে তিন আততায়ী, তাদের মধ্যে দু জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ৷ জেরায় হরিয়ানার বাসিন্দা কার্নেল সিং এবং উত্তর প্রদেশের বাসিন্দা ধর্মরাজ কাশ্যপ দাবি করেছে, তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য৷ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিজে অবশ্য এখন জেল বন্দি রয়েছে৷ বাবা সিদ্দিকে খুনে অভিযুক্ত তৃতীয় আততায়ীকে৷