থিমে ফুটে উঠলো বেলুড় মঠ 

Durga Puja 2024: বসিরহাটের পুজোয় এবার ‘বেলুর মঠ’, উপচে পড়ল ভিড়

উত্তর ২৪ পরগনা : দুর্গাপুজোর থিম-এ এবার বেলুড় মঠ। শুধু কলকাতা নয়, ইদানীং শহরতলী ও জেলার বিভিন্ন পুজোয় দেখা যায় থিম-এর আতিশয্য। কোনটা ছেড়ে কোনটা দেখবেন? এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। পুজোর ক’টা দিন শুধু তিলোত্তমা নয়, জেলার একাধিক পুজোয় উপচে পড়ে ভিড়।   উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এবারও দুর্গা পূজায় থিমের রমরমা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের নবারুণ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত  পুজোর থিম এ’বছর বেলুড় মঠ।

বসিরহাটের নবারুন সংঘের প্যান্ডালটি হুবহু বেলুড় মঠের  আদলে বানানো হয়েছে। মণ্ডপের ভিতরে দুর্গা প্রতিমার পাশাপাশি রয়েছে  শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি। সব মিলিয়ে এবছর শারদীয় উৎসবে বসিরহাটে এক টুকরো বেলুড় মঠে  মেতেছেন কাতারে কাতারে মানুষ।

জুলফিকার মোল্লা