এ বছরের মতো পুজো শেষ৷ রীতি মেনেই বসিরহাটের ইছামতী নদীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন করা হল৷ প্রতি বছরের মতো এবারেও ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ৷ কড়া নজরদারি রেখেছিল বিএসএফ এবং বিডিআরও৷ বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও দুর্ঘটনা অথবা বিপত্তি না ঘটে, তা নিশ্চিত করতে সতর্ক ছিল স্থানীয় প্রশাসনও৷ সকাল থেকেই একের পর এক বারোয়ারি এবং পারিবারিক পুজোর দুর্গা প্রতিমা ইছামতি নদীতে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়৷ নৌকায় করে নদীর মাঝ বরাবর নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন করা হয়৷ একদিকে দুই বাংলা প্রতিমা বিসর্জনের সাক্ষী থাকার আনন্দ যেমন ছিল, সেরকমই উমার বিদায়ে মন খারাপ বিসর্জন দেখতে আসা দর্শনার্থীদেরও৷