Durga Puja 2024: দুর্গাপুরের দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা, দেখুন ভিডিও

চারদিনের আনন্দ-উৎসব শেষে এবার উমা বিদায়ের পালা। মা ফিরে যাচ্ছেন কৈলাসে। দশমীর ঢাকে বিষাদের বোল। চোখ ছলছল। আবার একটা বছরের অপেক্ষা। সব দুঃখ-বিষাদ ভুলে বাঙালি বছরভর বসে থাকে এই চারটে দিনের জন্য। কিন্তু অবশেষে মায়ের বিদায়লগ্ন এসে গেল। দুর্গাপুরের দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা, পুলিশের তরফে দামোদর ঘাটে রয়েছে কড়া নিরাপত্তা। ক্রেন দিয়ে ঘাট থেকে সরানো হচ্ছে কাঠামো। দামোদরের দুষণ রুখতে এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে।