মন্দারমণি: পুজোর ছুটিতে বেড়াতে এসে মন্দারমনিতে যা ঘটল, পর্যটকের সঙ্গে, ভাবলে শিউরে উঠবেন। দিঘার পাশাপাশি মন্দারমণি পর্যটনকেন্দ্রও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই মন্দারমণির একটি হোটেলে পর্যটকদের সঙ্গে যা হল, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত পর্যটকরা। হোটেলে ওঠার পরেই হোটেল কর্মীর এই আচরণ শঙ্কায় ফেলে দিয়েছে। এবার কোথাও বেড়াতে গিয়ে হোটেলে ওঠার পরও সতর্ক থাকুন।
কোথাও বেড়াতে গেলে হোটেলে ওঠার পর পর্যটকেরা নিজেদের সুরক্ষিত ভাবে। কিন্তু হোটেলে ওঠার পর আদৌ কি পর্যটকেরা সুরক্ষিত? পুজোর ছুটিতে মন্দারমণি বেড়াতে এসে কলকাতার এক পর্যটকের সঙ্গে যা ঘটল, তাতে এই প্রশ্ন উঠতে বাধ্য। পর্যটকের গাড়ি হাতিয়ে রাতভর হুল্লোড় এবং মাস্টার ‘কী’ দিয়ে হোটেলের রুমে ঢুকে পর্যটকের টাকা লুঠেরও অভিযোগ, মন্দারমণিতে পুলিশের হাতে আটক হোটেলকর্মী।
আরও পড়ুনঃ ১৬ নাকি ১৭ অক্টোবর? পঞ্জিকা মতে কবে, কখন করবেন বাড়ির লক্ষ্মীপুজো? কোন মুহূর্ত সবচেয়ে শুভ? জানুন
জানা গিয়েছে, দুর্গাপুজোর দশমীর দিন ছুটি কাটাতে সপরিবারে মন্দারমণি এসেছিলেন একদল পর্যটক, উঠেছিলেন নামী সংস্থার একটি হোটেলে। আর সেখানেই ঘটে বিপত্তি। সকলের অজ্ঞাতে ‘মাস্টার কী’ দিয়ে হোটেলের ঘরে ঢুকে পর্যটকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, হোটেলের ঘর থেকে এক পর্যটকের গাড়ির চাবি হাতিয়ে রাতভর সেই গাড়ি নিয়ে রীতিমতো হুল্লোড় করে বেড়ানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। অবশেষে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে আটক করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
আরও পড়ুনঃ কোজাগরী লক্ষ্মীপুজোয় অবশ্যই নিবেদন করুন এই ২ ফুল! ধন-সম্পদে ভরবে ঘর! জীবন বদলে যাবে
পর্যটকরা জানিয়েছে, শনিবার বেলার দিকে মন্দারমণির ওই প্রথম সারির হোটেলে, দৈনিক রুমপ্রতি প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়ার বিনিময়ে ঘর নিয়েছিলেন তাঁরা। ওইদিন সন্ধ্যা নাগাদ আচমকাই এক পর্যটকের নজরে আসে হোটেলের এক কর্মী মাস্টার কী নিয়ে তাঁর রুমের দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তবে ওই পর্যটক বিষয়টি দেখে ফেলায় হোটেলের কর্মী তখনকার মতো চলে যায়। এরপরেই তাঁরা অভিযোগ করেন, হোটেলের ঘরে থাকা টাকার হিসেব পাচ্ছেন না।
শুধু টাকা নয়, হোটেলের ঘর থেকে গাড়ির চাবি নিয়ে যায় ওই হোটেল কর্মী। গভীর রাতে পর্যটক লক্ষ করেন হোটেলের লবিতে রাখা তাঁর প্রাইভেট গাড়িটি নেই। রুমের মধ্যে থাকা চাবিটিও তিনি খুঁজে পাননি। বিষয়টি নিয়ে রাতভর অত্যন্ত উদ্বিগ্ন হয়ে কাটানোর পর ভোরের দিকে তিনি লক্ষ করেন হোটেলের ওই কর্মী গাড়িটি নিয়ে ফিরে এসে লবিতে পার্ক করছে। এরপরেই ওই পর্যটক ঘটনাটি হোটেল কর্তৃপক্ষের নজরে আনেন। হোটেল কর্তৃপক্ষ ওই কর্মীর ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিষয়টি পুলিশের নজরে আনেন। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত হোটেল কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
মন্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, গোটা ঘটনা তাদের কাছে অবগত। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন তাঁরা। ওই হোটেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পর্যটকের গাড়ি নিয়ে ওই হোটেল কর্মী বেরিয়ে যাওয়ায় কোনও অপরাধমূলক কাণ্ড ঘটিয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। তবে হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের কাছে মুচলেখা দিয়েছে যে হোটেলকর্মী গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে কোনও অপরাধ করে থাকলে তাঁর দায়িত্ব হোটেলের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হোটেল কর্মীর বাড়ি মন্দারমণি এলাকায়। পুরো ঘটনা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের দাবী, ওই কর্মী যে কাণ্ড ঘটিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। গভীর রাতে হোটেলের গেটের ভেতরের তালা ভেঙে ওই কর্মী পর্যটকের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল। ভোরের দিকে গাড়ি নিয়ে হোটেলে ঢোকার পরেই অন্য কর্মীরা তাঁকে পাকড়াও করে। এরপর পর্যটকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হয়। হোটেল কর্মীকে দরখাস্ত করা হয়েছে।
সৈকত শী