Tag Archives: Mandarmani

Mandarmani: মন্দারমণির হোটেলে রমরমিয়ে চলছিল কুকীর্তি! গত রাতে পুলিশের হানা, জালে ৬ যুবতী সহ ১৩

পঙ্কজ দাশরথী, মন্দারমণি: মন্দারমণির বুকেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর৷ তাও আবার বড় দুটি হোটেলের ঘর ভাড়া করে চলছিল এই কারবার৷ শেষ পর্যন্ত মধুচক্রের এই পর্দাফাঁস হল পুলিশি অভিযানে৷ ঘটনাস্থল থেকেই ৬ জন যুবতী সহ মোট ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ৷

মন্দারমণির দুটি হোটেলে যে এই ধরনের কুকীর্তি চলছিল, অনেক দিন ধরেই সেই খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো তক্কে তক্কেই ছিলেন পুলিশকর্মীরা৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে মন্দারমণি উপকূল থানার পুলিশ ওই দুটি হোটেলে হানা দেয়৷ হোটেলের ঘর থেকে গ্রেফতার করা হয় বেশ কয়েক জন যুবক যুবতীকে৷ এ ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে ওই দুটি হোটেলের ম্যানেজার এবং কর্মী৷

আরও পড়ুন: শহরের তিন মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার… ১ অগাস্ট থেকে ‘বিরাট’ বদল

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতীদের বাড়ি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং কলকাতার বিভিন্ন এলাকায়৷ গ্রেফতার হওয়া এজেন্ট এবং হোটেল ম্যানেজার ও কর্মীদের বাড়ি কাঁথি, রামনগর, পটাশপুর এবং বাঁকুড়ার বিভিন্ন এলাকায়৷

এ দিনই ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়৷ ধৃত যুবতীদের গোপন জবানবন্দি গ্রহণ করেন বিচারক৷ এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Bangladeshi girl death: সেলফি তুলছিল বাংলাদেশী কিশোরী, ধেয়ে এল রাক্ষুসে ঢেউ! শঙ্করপুরে ভয়াবহ ঘটনা

পঙ্কজ দাশরথী, শঙ্করপুর: পূর্ণিমার কোটাল এবং নিম্নচাপের দাপটে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর৷ দিঘা, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলিতেও সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়৷ তবু এড়ানো গেল না বিপদ৷

ঝুঁকি নিয়ে গার্ডওয়ালের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল এক বাংলাদেশী কিশোরীর৷

জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর নাম প্রিয়ন্তি পাটুয়ারি৷ ১৭ বছর বয়সি প্রিয়াঙ্কা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা৷

আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ! হাওড়ায় যুবকের বুদ্ধিতে রক্ষা পেলেন অনেকে

পুলিশ সূত্রে খবর, শঙ্করপুরের চাঁদপুরের সমুদ্রের পাড়়ে গার্ডওয়ালের উপরে দাঁড়িয়ে সেলফি তুলছিল ওই কিশোরী৷ সেই সময় যথেষ্ট উত্তাল ছিল সমুদ্র৷ আচমকা একটি বড় ঢেউ আছড়ে পড়ে ওই কিশোরীরে টেনে নিয়ে যায়৷ নিমেষের মধ্যে সমুদ্র তলিয়ে যায় প্রিয়াঙ্কা৷

পরে ওই কিশোরীর দেহ উদ্ধার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়৷ পুলিশ সূত্রে খবর, কলকাতার বাগুইআটিতে নিজের এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে৷ সেখান থেকেই পরিবারের সঙ্গে মন্দারমণি বেড়াতে এসেছিল প্রিয়াঙ্কা৷ সেখানেই যে এমন বিপদ অপেক্ষা করেছিল, তা কল্পনাও করতে পারছেন না পরিবারের সদস্যরা৷

Mandarmani accident: মন্দারমণির সমুদ্রে বিপদ! একসঙ্গে ডুবে মৃত্যু দুই বন্ধুর, নিখোঁজ আরও ১

অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: মন্দারমণি বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল দুর্গাপুরের দুই যুবকের৷ এখনও নিখোঁজ আরও এক যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরে৷

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে দুর্গাপুর থেকে ৬ বন্ধু মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেন। সোমবার সকালে মন্দারমণির একটি রিসোর্টে ওঠেন ৬ বন্ধু মিলে। মঙ্গলবার সকালে সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। তখন স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যান ৩ বন্ধু।

আরও পড়ুন: চালক, স্টেশন মাস্টার সবার ভুলেই ভয়াবহ দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা! তদন্ত রিপোর্টে প্রমাণিত গাফিলতি

সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সমুদ্রের পাড়ে থাকা নুলিয়া এবং পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ তল্লাশির পর দুই যুবককে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম সমর চক্রবর্তী (৩৫) দুর্গাপুরের ইস্পাত নগরীর এস এন বোস এলাকার বাসিন্দা৷ কৌশিক মণ্ডল (৩২) নামে মৃত দ্বিতীয় যুবক দুর্গাপুরের ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা। ঋত্বিক বড়াই নামে আরও এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন বলে খবর।

নিখোঁজ যুবকের খোঁজে স্পিডবোট নামানো হয়েছে বলে মন্দারমণি থানা সূত্রে খবর। মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন। অন্যদিকে কৌশিক মণ্ডল বেসরকারি সংস্থায় চাকরি করতেন। স্থানীয় বাসিন্দা প্রভাসময় চট্টোপাধ্যায় বলেন,’সমর এলাকার খুব ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল। এরকম দুঃসংবাদ পেয়ে খুবই খারাপ লাগছে৷’

Two Tourists Drowned in Mandarmani: মদ খেয়ে সমুদ্রে ‘জলকেলি’ করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড মন্দারমনিতে! একাধিক দেহ উদ্ধার

মন্দারমনি: উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে বড় বিপদের মুখে পড়লেন পর্যটকরা। অকালে প্রাণ গেল দুজনের। মন্দারমনি ঘুরতে এসে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল পর্যটকদের একটি দল। বর্ধমান থেকে এসেছিল দলটি। সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে যায় তাদের বেশ কয়েকজন। পরে দুজনের দেহ উদ্ধার হয়। এখনও একজন নিখোঁজ।

মঙ্গলবার বেলার দিকে এই চাঞ্চলকর দুর্ঘটনাটি ঘটেছে মন্দারমনির সমুদ্র সৈকতে। উত্তাল সমুদ্রে স্নানের সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। এখনও পর্যন্ত নিখোঁজ আরও এক পর্যটক। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে পর্যটকদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে।

আর‌ও পড়ুন: অল্প বৃষ্টিতেই রাস্তা যেন ডোবা!

মন্দারমনি কোস্টাল থানা সূত্রে জানা গিয়েছে, ছয় সদস্যের একটি পর্যটক দল ১৫ জুলাই, অর্থাৎ সোমবার বর্ধমান থেকে মন্দারমনিতে আসে। এদিন দুপুরে রিসোর্ট লাগোয়া বিচে স্নান করতে নামে ওই ৬ পর্যটক। দুপুরে স্নানের সময় আচমকা তলিয়ে যান তিনজন। সঙ্গে থাকা বাকি তিনজন তাঁদের উদ্ধার করতে গেলে তারাও জলে হাবুডুবু খেতে থাকে। সঙ্গে সঙ্গে নুলিয়ারা তাদের উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে। নুলিয়ারা সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে। তবে বাকি তিনজনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দারমনি সৈকত জুড়ে। ঘটনাস্থলে আছে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ। নুলিয়ারা হাল ছেড়ে দেয়নি। বেশ কিছুক্ষণ পর খোঁজ আরও দুইজন তালিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে তারা। যদিও তাদের স্থানীয় বড়রংকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই পর্যটকের নাম কৌশিক মণ্ডল ও সমর চক্রবর্তী বলে হাসপাতাল সূত্রে খবর। তবে মন্দারমনি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সবার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই পর্যটক দলের বেশিরভাগই মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমেছিল। সম্ভবত সেই কারণেই এত বড় বিপদ ঘটেছে।

সৈকত শী

Cyclone Remal: দিঘা, মন্দারমণিতে ছাড় পাবেন না পর্যটকরা! রিমল নিয়ে সতর্ক নবান্ন, কড়া নির্দেশ

কলকাতা: রিমল নিয়ে সতর্ক রাজ্য। কী ভাবে রিমলের মোকাবিলা করা হবে, তাই নিয়ে রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব। প্রায় ৪০ মিনিট জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব বিপি গোপালিকা। |

আরও পড়ুন: সপ্তম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতায়, অন্য কোন জেলায় কত?

২৫ মে, শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ রয়েছে রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে। শনিবার ভোট থাকার কারণে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিশেষ ভাবে চিন্তিত নবান্ন। সব জায়গায় বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ দল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব এ দিন নির্দেশ দেন, ঝড়ে গাছ পড়ে গেলে সঙ্গে সঙ্গে গাছ কাটার ব্যবস্থা যাতে হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে জল জমলে ভোটারদের ভোট দিতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পাম্পের ব্যবস্থা-সহ সব রকম পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে, বিদ্যুৎ দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে জেলাশাসকদের, নির্দেশ মুখ্যসচিবের। যেখানে যেখানে ভোট রয়েছে তার প্রতিটি জায়গায় বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখতে হবে, প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে হবে, জেলাশাসকদের এই মর্মে নির্দেশ মুখ্যসচিবের।

আরও পড়ুন: ধেয়ে আসছে রিমল, ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি বৈঠক নবান্নে

নবান্ন সূত্রে খবর, প্রাকৃতিক দূর্যোগ এর কারণে কোনো ভোটার ভোট দিতে না পারার অভিযোগ কন্ট্রোল রুমে জানায় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের পর্যাপ্ত ত্রিপল, শুকনো খাবারের ব্যাবস্থা করারও নির্দেশ দেন মুখ্যসচিব।

পাশাপাশি, পর্যটকদের নিয়েও চিন্তিত নবান্ন। দিঘা, মন্দারমণির মতো উপকূলের অঞ্চলে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে নবান্ন। বজ্রপাতে যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তার জন্য নিয়মিত প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। এদিনের বৈঠকে প্রাকৃতিক দূর্যোগ নিয়ে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের বিশেষ ভাবে সতর্ক করেন মুখ্যসচিব।