কলকাতা RG Kar CBI Big Update: সন্দীপ-যোগ! ঘুষ! বিরাট ‘ষড়যন্ত্র’! CBI নজরে এবার কে…? আরজি কর দুর্নীতি কাণ্ডে ‘চাঞ্চল্যকর’ আপডেট Gallery October 14, 2024 Bangla Digital Desk আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসক খুন, দুর্নীতি ও থ্রেট চক্র নিয়ে উত্তাল দেশ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর বেশ কিছুদিন ধরে সিবিআই তদন্তে উঠে এসেছে আরও বেশ কিছু নাম। যাঁর মধ্যে অন্যতম আশিস পাণ্ডেকে ঘিরে এবার নতুন করে বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য যা রীতিমতো চমকে দেওয়ার মতো চাঞ্চল্যকর। এবার নজরে আশিস পাণ্ডের একাধিক UPI লেনদেন। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে সিবিআই নজরে থাকা এই আশিস পাণ্ডে! তাঁর UPI লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। তদন্তে দাবি করা হচ্ছে, ঘুষের টাকার এসেছে UPI লেনদেনের মাধ্যমেই। হাউস স্টাফ করে দেওয়ার নাম করে ঘুষ নেওয়া হয়েছে বলেই দাবি সিবিআই-এর তরফে। এই মর্মে একাধিক জুনিয়র ডাক্তারের কাছে থেকে টাকা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে বলেও সিবিআই সূত্রে দাবি। এই তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ইতিমধ্যেই গ্রেফতার আশিস পাণ্ডের আরজি কর দুর্নীতি মামলার অন্যতম মূল অভিযুক্তদের সঙ্গে গভীর যোগসাজশ ছিল। অন্তত তেমনই দাবি সিবিআই সূত্রে। একইসঙ্গে এও দাবি করা হচ্ছে এরা একযোগে কোনও ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আরজি কর মেডিক্যালের দুর্নীতি মামলায় ধৃত TMCP নেতা আশিস পাণ্ডেকে আদালতে পেশ করে সিবিআইয়ের দাবি বড়সড় ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ আশিস পাণ্ডে। এরপরেই গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলাতেও সিবিআই নজরে আশিস। ৯ অগাস্ট সেমিনার রুমের বাইরের একটি ভাইরাল ছবিতে দেখা যায় আশিস পাণ্ডেকে। সেখানে খোদ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যায় আশিসকে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরদিন হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। এরপরেই উঠে আসে এই নাম।