লক্ষ্মীপুজো

Kojagari Lakshmi Puja 2024: লক্ষ্মীপুজোর আগেই বাড়িতে করুন এই কাজ! অর্থ-সম্পদে ভরবে আপনার ঘর, রকেট গতিতে ব্যবসায় উন্নতি

*আর কয়েকদিন পরেই লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে পূজিত হবেন কোজাগরী লক্ষ্মী। এদিন মেনে চলুন এই কিছু নিয়ম, তবেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফাইল ছবি। 
*আর কয়েকদিন পরেই লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে পূজিত হবেন কোজাগরী লক্ষ্মী। এদিন মেনে চলুন এই কিছু নিয়ম, তবেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফাইল ছবি।
*লক্ষ্মী পুজোতে বাড়িতে কী করবেন, কী নয়? এ ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদ পূবালী গুহ শাস্ত্রী জানান, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষই মা লক্ষ্মীর পুজো করেন ঘরে ঘরে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি। 
*লক্ষ্মী পুজোতে বাড়িতে কী করবেন, কী নয়? এ ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদ পূবালী গুহ শাস্ত্রী জানান, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষই মা লক্ষ্মীর পুজো করেন ঘরে ঘরে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি।
*লক্ষ্মীপুজোর দিন উত্তর-পূর্ব কোণে মা লক্ষ্মীর বেদি প্রতিষ্ঠা করুন। মূর্তি স্থাপন অবশ্যই পূর্ব দিকে মুখ করে করবেন এবং লক্ষ্মীপুজোর সময় যে পুরোহিত আসবেন তাঁকে উত্তর দিকে পিঠ করে বসান। ফাইল ছবি। 
*লক্ষ্মীপুজোর দিন উত্তর-পূর্ব কোণে মা লক্ষ্মীর বেদি প্রতিষ্ঠা করুন। মূর্তি স্থাপন অবশ্যই পূর্ব দিকে মুখ করে করবেন এবং লক্ষ্মীপুজোর সময় যে পুরোহিত আসবেন তাঁকে উত্তর দিকে পিঠ করে বসান। ফাইল ছবি।
*লক্ষ্মীপুজোর আগে ঘরবাড়ি পরিষ্কার করবেন। মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না। তাই ঘর পরিষ্কার করে ভালভাবে আলো জ্বালিয়ে রাখুন। দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী। তাই তাঁর সামনে ধান, পয়সা, কড়ি, সোনা বা রুপোর কয়েন সম্ভব হলে, সাজিয়ে দিন। ফাইল ছবি। 
*লক্ষ্মীপুজোর আগে ঘরবাড়ি পরিষ্কার করবেন। মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না। তাই ঘর পরিষ্কার করে ভালভাবে আলো জ্বালিয়ে রাখুন। দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী। তাই তাঁর সামনে ধান, পয়সা, কড়ি, সোনা বা রুপোর কয়েন সম্ভব হলে, সাজিয়ে দিন। ফাইল ছবি।
*আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে, ব্যবসা সংক্রান্ত হিসেবের খাতা-পত্র দেবীর সামনে রাখুন। বাড়িতে সাফল্য, অর্থ এবং সুখ আনতে, সদর দরজার উভয় পাশে মাঙ্গলিক কলস স্থাপন করুন। এই পুজোর দিন ঠাকুর ঘরে বাসি ফুল রাখবেন না। ফাইল ছবি। 
*আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে, ব্যবসা সংক্রান্ত হিসেবের খাতা-পত্র দেবীর সামনে রাখুন। বাড়িতে সাফল্য, অর্থ এবং সুখ আনতে, সদর দরজার উভয় পাশে মাঙ্গলিক কলস স্থাপন করুন। এই পুজোর দিন ঠাকুর ঘরে বাসি ফুল রাখবেন না। ফাইল ছবি।
*লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার খাবেন না। লক্ষ্মীপুজোর উপোস রাখলে, উপবাস ভাঙার পরও নেশার জিনিস গ্রহণ করবেন না। ফাইল ছবি। 
*লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার খাবেন না। লক্ষ্মীপুজোর উপোস রাখলে, উপবাস ভাঙার পরও নেশার জিনিস গ্রহণ করবেন না। ফাইল ছবি।
*মনে করা হয়, দেবী লক্ষ্মী জোরে আওয়াজ পছন্দ করেন না। তাই অপ্রয়োজনীয় আওয়াজ, চিৎকার, ঝগড়া থেকে বিরত থাকুন। পুজোর দিন কখনও ঋণ নেবেন না বা টাকা ধার করবেন না। পুজোর স্থানটিকে সারা রাত অযত্নে ফেলে রাখবেন না। সারা রাত প্রদীপ জ্বালান, তাতে নিয়মিত ঘি বা তেল দিয়ে রাখুন, যাতে প্রদীপ না নিভে যায়। ফাইল ছবি।
*মনে করা হয়, দেবী লক্ষ্মী জোরে আওয়াজ পছন্দ করেন না। তাই অপ্রয়োজনীয় আওয়াজ, চিৎকার, ঝগড়া থেকে বিরত থাকুন। পুজোর দিন কখনও ঋণ নেবেন না বা টাকা ধার করবেন না। পুজোর স্থানটিকে সারা রাত অযত্নে ফেলে রাখবেন না। সারা রাত প্রদীপ জ্বালান, তাতে নিয়মিত ঘি বা তেল দিয়ে রাখুন, যাতে প্রদীপ না নিভে যায়। ফাইল ছবি।