কলকাতা: পুজো কার্নিভ্যাল ঘিরে প্রস্তুতি জোর কদমে রেড রোডে। এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভ্যালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন- সব স্মার্টফোনে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? খেয়ালই করেননি নির্ঘাত! বলতে পারবেন না ৯৯%
২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভ্যালের জন্য। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।
আরও পড়ুন- বলুন তো, পৃথিবী মহাশূন্য থেকে নীচে পড়ে যায় না কেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!
নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর বিশেষ অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হবে পুজোর কার্নিভাল। কার্নিভ্যালে আসার জন্য আমন্ত্রিত থাকছেন একাধিক শিল্পপতি। কার্নিভ্যাল নিয়ে সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশ ও পুলিশ কমিশনার বিশেষ বৈঠক করবেন বলেও সূত্রের খবর।
কার্নিভ্যালের দিন রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে বলে জানা গিয়েছে। এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হবে না মানুষকে। ভেসেল রাত অবধি চালানোর পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে বলে জানা গিয়েছে।