সবচেয়ে ‘ছোট্ট’ দুর্গা

Durga Puja 2024: সবচেয়ে ‘ছোট্ট’ দুর্গা বানিয়ে তাক লাগাল বছর ১৫-এর শিল্পী! দেখুন ছবি

কলকাতাঃ  কলকাতার সবচেয়ে ছোট দুর্গা। ক্লে-মডেলের তৈরি করা সেই দুর্গা সকলের নজর কেড়ে নিল দশমীর রাতে। পঞ্জিকা মতে বিজয়া দশমীতে ভাসান সম্পন্ন হয়৷ তাই, বড় বারোয়ারী পুজোর প্রতিমা নিরঞ্জন হয় একাদশী-দ্বাদশীতেই। আগামীকাল আবার শহরে পালন করা হবে মেগা কার্নিভাল। তাই, নজরকাড়া পুজোর ভাসান হবে আগামী ১৫ অক্টোবর। তবু দশমীর বিষণ্ণতা, আলো-আঁধারির মাঝে নজর কেড়েছে কলকাতার সবচেয়ে ছোট দুর্গা।

আরও পড়ুনঃ জুনিয়রদের পাশে থাকার অঙ্গীকার, এবার নদিয়ার হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের ইস্তফা!

কসবার বাসিন্দা, বছর ১৫’র অবিশ্রান্ত নাগ তৈরি করেছে এই প্রতিমা। ক্লাস সিক্সের অবিশ্রান্তের এই ছোট দুর্গা, একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট। যদিও অবিশ্রান্তের তৈরি করা এই প্রতিমা দেখে সহজেই মা ও তাঁর কন্যাদের চিনে নেওয়া সম্ভব। নাগ পরিবারের এই সন্তান কে সি নাগ সম্পর্কে অবহিত হলেও, অঙ্ক নিয়ে একটু লড়াই চালিয়ে যায়। তবে, পড়াশোনার মাঝে ক্লে-মডেলের প্রতিমা বানাতে তাঁকে লড়াই লড়তে হয়নি। কারণ তাঁর এই কাজকে সম্পূর্ণ ভাবে সমর্থন জানিয়েছে তাঁর মা-বাবা।

অবিশ্রান্ত জানিয়েছে, “আমি ক্লে-মডেলের অনেক কিছু তৈরি করি। এবার বন্ধুদের সঙ্গে প্ল্যান করেছিলাম দুর্গা প্রতিমা বানিয়ে দেখাব। মাত্র তিন দিনেই আমি ক্লে-মডেলের এই প্রতিমা বানিয়ে ফেলেছি।” শুধু প্রতিমা বানিয়েই ক্ষান্ত হয়নি অবিশ্রান্ত। একই সঙ্গে সেই প্রতিমার পুজোও করেছে বাড়িতে। তবে অবিশ্রান্তের ইচ্ছা, “আমি বাড়িতে বলেছি, যদি বড় করে পুজো করা যায়। আমিই প্রতিমা বানিয়ে দেব।” তবে, দশমীর রাতে বাজে কদমতলা ঘাটে বিশালাকৃতির প্রতিমার পাশাপাশি অবিশ্রান্তের এই দুর্গা তাক লাগিয়ে দিয়েছে সকলকে।