লক্ষ্মীপুজো ২০২৪

Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মীপুজোয় অবশ্যই নিবেদন করুন এই ২ ফুল! ধন-সম্পদে ভরবে ঘর! জীবন বদলে যাবে

*দুই ফুল দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজো করুন, ধন-সম্পদে ভরবে ঘর। দেবী লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। কোজাগরীতে আরও দুটি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। কোন দুই ফুলে তুষ্ঠ হবেন লক্ষ্মী দেবী? জানিয়েছেন পুরোহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারি। সংগৃহীত ছবি।
*দুই ফুল দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজো করুন, ধন-সম্পদে ভরবে ঘর। দেবী লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। কোজাগরীতে আরও দুটি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। কোন দুই ফুলে তুষ্ঠ হবেন লক্ষ্মী দেবী? জানিয়েছেন পুরোহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারি। সংগৃহীত ছবি।
*বাঙালির ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়। সারা বছর ধরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে গৃহস্থ। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং কোজাগরী পূর্ণিমা ও দীপাবলিতে দেবী লক্ষ্মীর আরাধনা হয়। পদ্মের উপর বসেন লক্ষ্মী দেবী। পদ্ম তাঁর পছন্দের ফুল। পুজোর দিন একটি হলেও পদ্মফুল দিতে হয় লক্ষ্মী দেবীকে। তবে পুজোর দিন আরও দুটি ফুল দেওয়া যায় লক্ষ্মীকে। সংগৃহীত ছবি।
*বাঙালির ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়। সারা বছর ধরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে গৃহস্থ। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং কোজাগরী পূর্ণিমা ও দীপাবলিতে দেবী লক্ষ্মীর আরাধনা হয়। পদ্মের উপর বসেন লক্ষ্মী দেবী। পদ্ম তাঁর পছন্দের ফুল। পুজোর দিন একটি হলেও পদ্মফুল দিতে হয় লক্ষ্মী দেবীকে। তবে পুজোর দিন আরও দুটি ফুল দেওয়া যায় লক্ষ্মীকে। সংগৃহীত ছবি।
*লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন লক্ষ্মীদেবী। পুজোর থালায় এই দুটি ফুলের উপস্থিতি থাকলে মা লক্ষ্মীর কৃপা মেলে। এই দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি ফিরে আসে বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
*লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন লক্ষ্মীদেবী। পুজোর থালায় এই দুটি ফুলের উপস্থিতি থাকলে মা লক্ষ্মীর কৃপা মেলে। এই দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি ফিরে আসে বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
*লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম। গাঁদা ফুলও এই সময় গাছে ফুটতে শুরু করে। লাল গোলাপের দাম অপেক্ষাকৃত কম থাকে। এই দুটি ফুল লক্ষ্মীদেবীর পছন্দ। পুজোর দিন থালায় আর বেশি না ভেবে এই দুটি ফুল দিয়ে সাজিয়ে ফেলুন।" সংগৃহীত ছবি।
*লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম। গাঁদা ফুলও এই সময় গাছে ফুটতে শুরু করে। লাল গোলাপের দাম অপেক্ষাকৃত কম থাকে। এই দুটি ফুল লক্ষ্মীদেবীর পছন্দ। পুজোর দিন থালায় আর বেশি না ভেবে এই দুটি ফুল দিয়ে সাজিয়ে ফেলুন।” সংগৃহীত ছবি।
*কেন এই দুই ফুল পছন্দ মা লক্ষ্মীর? এই দুই ফুল দিয়ে দেবীর পুজো করলে জীবনে কী কী পরিবর্তন আসতে পারে? জানিয়েছেন পুরোহিত। লাল গোলাপের মিষ্টি গন্ধে লক্ষ্মীদেবী প্রসন্না হন। লক্ষ্মী দেবী শুক্র গ্রহে অধিষ্ঠিত। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে, শুক্র গ্রহকে শক্তিশালী করা যায়। ফলে বৈষয়িক সুখ মেলে। সংগৃহীত ছবি।
*কেন এই দুই ফুল পছন্দ মা লক্ষ্মীর? এই দুই ফুল দিয়ে দেবীর পুজো করলে জীবনে কী কী পরিবর্তন আসতে পারে? জানিয়েছেন পুরোহিত। লাল গোলাপের মিষ্টি গন্ধে লক্ষ্মীদেবী প্রসন্না হন। লক্ষ্মী দেবী শুক্র গ্রহে অধিষ্ঠিত। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে, শুক্র গ্রহকে শক্তিশালী করা যায়। ফলে বৈষয়িক সুখ মেলে। সংগৃহীত ছবি।
*কমলা,হলুদ গাঁদা দিয়ে ঠাকুরঘর সাজিয়ে তুললেও সুন্দর লাগে। এই পুজোয় ফুলটি ব‍্যবহার করা যায়। গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী তাঁর অর্ধাঙ্গিনী। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা বা হলুদ রঙের গাঁদা ফুল লক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্না হন। গাঁদা ফুল নিবেদন করলে জ্ঞান লাভ হয়। সংগৃহীত ছবি।
*কমলা,হলুদ গাঁদা দিয়ে ঠাকুরঘর সাজিয়ে তুললেও সুন্দর লাগে। এই পুজোয় ফুলটি ব‍্যবহার করা যায়। গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী তাঁর অর্ধাঙ্গিনী। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা বা হলুদ রঙের গাঁদা ফুল লক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্না হন। গাঁদা ফুল নিবেদন করলে জ্ঞান লাভ হয়। সংগৃহীত ছবি।