আলিপুরদুয়ার: রাত গভীর হতেই মাদারিহাটের জলদাপাড়া এলাকা সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনার ভয়াবহতায় ঘুম উড়ল মাদারিহাটবাসীর। আলিপুরদুয়ার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাদারিহাট। এখানেই রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। কিছু মাস আগেই অভয়ারণ্যের ভেতর হলং বন বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ সবচেয়ে ‘ছোট্ট’ দুর্গা বানিয়ে তাক লাগাল বছর ১৫-এর শিল্পী! দেখুন ছবি
এরপরেই গতকাল গভীর রাতে জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। যেখানে তেলের ট্যাঙ্কারটি ছিল সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে হয়েছে একটি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে আগুন লাগলে ধ্বংস হয়ে যেত পুরো মাদারিহাট এলাকা। এই আতঙ্কে বিনিদ্র রাত কাটালেন মাদারিহাট এলাকার মানুষেরা।
একটি ট্যাঙ্কার থেকে পরের ট্যাঙ্কারেও আগুন লেগে যায়। মোট দুটি ট্যাঙ্কার আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। ওই এলাকায় হাসিমারা ও বীরপাড়া থেকে দমকলের চারটি ইঞ্জিন পৌছায়। ভোর পর্যন্ত সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে।পু রো মাদারিহাট এলাকাটি জলদাপাড়া জঙ্গলে ঘেরা। এই অগ্নিকান্ড দেখে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা ভয় পেয়ে যান।
এই বিষয়ে এক বন আধিকারিক জানান, “কয়েক মাস আগে হলং বন বাংলোতে অগ্নিকাণ্ড হয়েছিল। আমরা এই আগুন লাগার কথা শুনে এলাকায় গিয়েছিলাম। যতক্ষণ আগুন নেভেনি খুব চিন্তায় ছিলাম। বন্যপ্রাণী যাতে ক্ষতিগ্রস্থ না হয় তারজন্য বনকর্মীদের টহল বাড়িয়ে দিয়েছিলাম।”
অনন্যা দে