কলকাতা: গত রবিবার অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে ‘আবার আসিব ফিরে’-র প্রথম পোস্টার উদ্বোধন হয়ে গেল। অমলাদিত্য ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস-এর পরিবেশনায় দেবপ্রতিম দাশগুপ্ত (তাজু)-র পরিচালনায় আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে আবার আসিব ফিরে।
কেশবানন্দ মুখোপাধ্যায়, দেবদত্ত মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর প্রযোজনায় তৈরি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋত্বব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, মীর আফসার আলি, রিয়াঙ্কা রায়, শঙ্কর দেবনাথ, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, সুপ্রতিম রায় এবং পিয়া দেবনাথের মতো অভিনেতা-অভিনেত্রীদের। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এই ছবির গল্প আবর্তিত হয় ধাত্রীপুর গ্রামের বিত্তশালী বৃদ্ধ প্রাণেশবাবু এবং তাঁর মা-হারা নাতি প্রদ্যুতকে ঘিরে। প্রাণেশবাবু হঠাৎই ডেকে পাঠান আমেরিকা নিবাসী নাতিকে। বহু বছর পর নিজের একমাত্র উত্তরসূরিকে কাছে পেয়ে প্রাণেশবাবুর গ্রামের বাড়িতে যেন খুশির আমেজ বইতে থাকে। এরপর হঠাৎ করেই দাদু জানতে চাওয়ায় নাতি জানায় যে, সে গোটা বিশ্বকে খুব কাছ থেকে জানতে চায়, চিনতে চায়। কিন্তু তাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা তার সামর্থ্যের বাইরে। জবাবে প্রাণেশবাবুই আশ্বাস দেন যে, অর্থ তিনি জোগাড় করে দেবেন, শুধু বিনিময়ে কয়েকটা গুরুদায়িত্ব এসে পড়ে প্রদ্যুতের উপর। দাদুর কথা রাখতে এক নতুন জীবনের পথে অগ্রসর হয় প্রদ্যুত। ধীরে ধীরে সুন্দরবন, নবদ্বীপ, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া…. গান দিয়ে বাংলাকে আবিষ্কার করে সে। প্রেমে পড়ে এই বাংলার। ফিরে যাওয়ার আগে নিজের কাছে প্রতিজ্ঞা করে – ‘আবার আসিব ফিরে’।
ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত নিজেই। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পরমেশ্বর হালদার। সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শঙ্কর। সম্পাদনা করেছেন পার্থিব জোয়ারদার। ‘আবার আসিব ফিরে’ ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে কলকাতা ফিল্মস। প্রচার ডিজাইন করেছে গ্রে ম্যাটার। আর উপরি পাওনা হিসেবে এই ছবিতে রূপম ইসলাম, ইন্দ্রনীল সেন, জোজো, দুর্নিবার সাহা, দেব চৌধুরী, অমৃতা দত্ত, সৌমী, দীপান্বিতা আচার্যর মতো সঙ্গীতশিল্পীদের কণ্ঠে গান উপভোগ করতে পারবেন দর্শকরা।