ধনতেরসে কোথায় পৌঁছবে সোনার দাম? মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের, গয়না কেনা এবার মুশকিল

সোনা কেনা এখন মধ্যবিত্তের কাছে স্বপ্নের মতো। দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। সামনেই দীপাবলি। তারপর ধনতেরস। এই সময় অনেকেই সোনা কেনেন। জুয়েলারির দোকানগুলোতে উপচে পড়ে ভিড়। কিন্তু এবার বোধহয় চেনা ছবিটা বদলাতে চলেছে।
সোনা কেনা এখন মধ্যবিত্তের কাছে স্বপ্নের মতো। দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। সামনেই দীপাবলি। তারপর ধনতেরস। এই সময় অনেকেই সোনা কেনেন। জুয়েলারির দোকানগুলোতে উপচে পড়ে ভিড়। কিন্তু এবার বোধহয় চেনা ছবিটা বদলাতে চলেছে।
শুক্রবার রাজধানী দিল্লির বুলিয়ন মার্কেটে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা বেড়ে ৭৮,৪৫০ টাকায় দাঁড়িয়েছে। আগামী দিনে দাম কমার কোনও সম্ভাবনা নেই। বরং উৎসবের মরশুমে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
শুক্রবার রাজধানী দিল্লির বুলিয়ন মার্কেটে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা বেড়ে ৭৮,৪৫০ টাকায় দাঁড়িয়েছে। আগামী দিনে দাম কমার কোনও সম্ভাবনা নেই। বরং উৎসবের মরশুমে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
উৎসবের মরশুমে প্রতি বছরই সোনার দাম বাড়ে। এবারও তার অন্যথা হবে না। অল ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রুপোর দামও কেজি প্রতি ১,০৩৫ টাকা বেড়ে ৯৪,২০০ টাকায় দাঁড়িয়েছে। ভবিষ্যতে রুপোর দামও বাড়বে বলে মনে করা হচ্ছে।
উৎসবের মরশুমে প্রতি বছরই সোনার দাম বাড়ে। এবারও তার অন্যথা হবে না। অল ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রুপোর দামও কেজি প্রতি ১,০৩৫ টাকা বেড়ে ৯৪,২০০ টাকায় দাঁড়িয়েছে। ভবিষ্যতে রুপোর দামও বাড়বে বলে মনে করা হচ্ছে।
নবরাত্রির সময় অনেকেই সোনা কেনেন। জুয়েলার্স এবং খুচরো বাজারে চাহিদা বাড়ে। ফলে এই সময় হলুদ ধাতুর দাম বেড়েছে বলে জানিয়েছেন বুলিয়ন ব্যবসায়ীরা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ফিউচার ট্রেডে ডিসেম্বর ডেলিভারির জন্য ১০ গ্রাম সোনা ১৩১ টাকা বা ০.১৭ শতাংশ বেড়ে ৭৬,৩১৫ টাকায় ট্রেড করছে। যা সর্বকালের সর্বোচ্চ দামের কাছাকাছি। এমসিএক্সে রুপোর দাম ২১৯ টাকা বা ০.২৪ শতাংশ বেড়ে কেজি প্রতি ৯৩,১৯৭ টাকায় দাঁড়িয়েছে।
নবরাত্রির সময় অনেকেই সোনা কেনেন। জুয়েলার্স এবং খুচরো বাজারে চাহিদা বাড়ে। ফলে এই সময় হলুদ ধাতুর দাম বেড়েছে বলে জানিয়েছেন বুলিয়ন ব্যবসায়ীরা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ফিউচার ট্রেডে ডিসেম্বর ডেলিভারির জন্য ১০ গ্রাম সোনা ১৩১ টাকা বা ০.১৭ শতাংশ বেড়ে ৭৬,৩১৫ টাকায় ট্রেড করছে। যা সর্বকালের সর্বোচ্চ দামের কাছাকাছি। এমসিএক্সে রুপোর দাম ২১৯ টাকা বা ০.২৪ শতাংশ বেড়ে কেজি প্রতি ৯৩,১৯৭ টাকায় দাঁড়িয়েছে।
আনন্দ রাঠি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্সের মণীশ শর্মা বলছেন, “ভারতে উৎসবের মরশুমে স্পট চাহিদার কারণে সোনা এবং রুপোর দাম বাড়ছে। সিল্ভার ফিউচার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেো দাম একই থাকবে এবং আসন্ন সেশনে দাম নতুন উচ্চতায় পৌঁছতে পারে। আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি সোনার দাম দাঁড়িয়েছে ২,৬৭৮.৯০ ডলার। ঘরোয়া বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তেজনার কারণেও আগামী দিনে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।“
আনন্দ রাঠি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্সের মণীশ শর্মা বলছেন, “ভারতে উৎসবের মরশুমে স্পট চাহিদার কারণে সোনা এবং রুপোর দাম বাড়ছে। সিল্ভার ফিউচার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেো দাম একই থাকবে এবং আসন্ন সেশনে দাম নতুন উচ্চতায় পৌঁছতে পারে। আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি সোনার দাম দাঁড়িয়েছে ২,৬৭৮.৯০ ডলার। ঘরোয়া বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তেজনার কারণেও আগামী দিনে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।“
 আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি বিশেষজ্ঞ অনুজ গুপ্তাও সোনার দাম বৃদ্ধি নিয়ে একপ্রকার নিশ্চিত। তিনি বলছেন, “শুধু ঘরোয়া বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বাড়বে। এর প্রধান কারণ হল মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক উত্তেজনা। বর্তমানে যে ট্রেন্ড চলছে তাতে মনে হচ্ছে, ধনতেরসে ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়ে যাবে। গত বছরের ধনতেরস থেকে এই বছরের ধনতেরস পর্যন্ত অর্থাৎ এক বছরে সোনার দাম ২০ হাজার টাকা বাড়তে চলেছে।“ উল্লেখ্য, ২০২৩ সালের ধনতেরসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০,৪৪৫ টাকা।
আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি বিশেষজ্ঞ অনুজ গুপ্তাও সোনার দাম বৃদ্ধি নিয়ে একপ্রকার নিশ্চিত। তিনি বলছেন, “শুধু ঘরোয়া বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বাড়বে। এর প্রধান কারণ হল মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক উত্তেজনা। বর্তমানে যে ট্রেন্ড চলছে তাতে মনে হচ্ছে, ধনতেরসে ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়ে যাবে। গত বছরের ধনতেরস থেকে এই বছরের ধনতেরস পর্যন্ত অর্থাৎ এক বছরে সোনার দাম ২০ হাজার টাকা বাড়তে চলেছে।“ উল্লেখ্য, ২০২৩ সালের ধনতেরসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০,৪৪৫ টাকা।