Tilak Varma: অধিনায়ক হলেন তিলক বর্মা! বড় প্রতিযোগিতার আগে চমক দিল বোর্ড

ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের আবহে বড় চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ও জাতীয় দলে ভাল খেলার সুবাদে বড় দায়িত্ব পেলেন তিলক বর্মা।
ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের আবহে বড় চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ও জাতীয় দলে ভাল খেলার সুবাদে বড় দায়িত্ব পেলেন তিলক বর্মা।
তিলক বর্মাকে অধিনায়ক ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওমানে আয়োজিত এমার্জিং এশিয়া কাপে ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দেবেন বাঁ হাতি তরুণ এই ব্যাটার।
তিলক বর্মাকে অধিনায়ক ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওমানে আয়োজিত এমার্জিং এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন বাঁ হাতি তরুণ এই ব্যাটার।
যুবদের এশিয়া কাপে এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তরুণ ভারতীয় ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি এবার নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করার দায়িত্ব তিলকের সামনে।
যুবদের এশিয়া কাপে এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তরুণ ভারতীয় ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি এবার নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করার দায়িত্ব তিলকের সামনে।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর শুরু প্রতিযোগিতা। ফাইনাল ২৭ অক্টোবর। ৮ দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান,সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর শুরু প্রতিযোগিতা। ফাইনাল ২৭ অক্টোবর। ৮ দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান,সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান।
দেখে নিন য়ুবদের এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিং (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, রমনদীপ সিং, নেহাল ওয়াধেরা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটকিপার), সাই কিশোর, হৃত্বিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ, আকিব খান, রাসিক সালাম।
দেখে নিন য়ুবদের এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিং (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, রমনদীপ সিং, নেহাল ওয়াধেরা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটকিপার), সাই কিশোর, হৃত্বিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ, আকিব খান, রাসিক সালাম।