Tag Archives: Asia Cup

Asia Cup 2024: এশিয়া কাপের ক্রীড়াসূচি, ভারত ও পাকিস্তান একই গ্রুপে, জানুন কবে হবে মেগা লড়াই

কলকাতা: এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা এশিয়া কাপ ২০২৪-র ক্রীড়াসূচি প্রকাশ করেছে। শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচ খেলা হবে ১৯ জুলাই। যেখানে ফাইনাল খেলা হবে ২৮ জুলাই। ফ্যানদের জন্য সুখবর এ বছর একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান দল। এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। গত মরশুমগুলিতে এই টুর্নামেন্টে ৭ টি দল খেলত৷

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন “দারুণ উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি যা প্লেয়ার এবং ফ্যান উভয়কেই অনুপ্রাণিত করবে।” মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৪ মহিলাদের ক্রিকেটের প্রচারে ACC-এর কমিটমেন্টের উপর জোর দেয়। এই ফিল্ডেও ক্রমাগত ক্রমবর্ধমান প্রতিযোগিতা দেখে আমরা খুবই উত্তেজিত।”

আরও পড়ুন – IMD Weather Alert: ধেয়ে আসছে দুর্যোগ, ফের বাংলার জেলায়-জেলায় আবহাওয়ার রুদ্র খেলা, রইল আপডেট

এই মরশুমে ভারত ও পাকিস্তানের মধ্যে ২১ জুলাই অনুষ্ঠিত হবে দুর্দান্ত হাড্ডাহাড্ডি ম্যাচ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহিতে। যেখানে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গত বছর মহিলা এশিয়া কাপ ২০২৩-র শিরোপা জিতেছিল ভারত। ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত।

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি:

পাকিস্তান বনাম নেপাল – শুক্রবার ১৯ জুলাই
ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি – শুক্রবার ১৯ জুলাই
মালয়েশিয়া বনাম থাইল্যান্ড – ২০ জুলাই শনিবার
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ –২০ জুলাই শনিবার
নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত – রবিবার ২১ জুলাই
ভারত বনাম পাকিস্তান- ২১ জুলাই রবিবার
শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া – সোমবার ২২ জুলাই
বাংলাদেশ বনাম থাইল্যান্ড – সোমবার ২২ জুলাই
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত – ২৩ জুলাই মঙ্গলবার
ভারত বনাম নেপাল- ২৩ জুলাই মঙ্গলবার
বাংলাদেশ বনাম মালয়েশিয়া – ২৪ জুলাই বুধবার
শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড – ২৪ জুলাই বুধবার
সেমি-ফাইনাল ১- শুক্রবার ২৬ জুলাই
সেমি-ফাইনাল ২- ২৬ জুলাই শুক্রবার
ফাইনাল – ২৮ জুলাই রবিবার

IND vs PAK: বছর শেষে ফের ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ, কবে হবে এই ম্যাচ? জেনে নিন বিস্তারিত

২০২৩ সালে ২২ গজে একাধিকবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। এশিয়া কাপ থেকে ওডিআই বিশ্বকাপ প্রতিবার সাক্ষাতেই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। বছর শেষে ফের একবার ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

বছর শেষে সিনিয়র ভারতীয় দল থাকবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজ খেলবে ভারত। অপরদিকে, যুব এশিয়া কাপ খেলতে নামবে ভারতের অনুর্ধ্ব ১৯ দল। ইতিমধ্য়েই যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে জানা গিয়েছে কবে ভারত-পাক মহারণ।

৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। আয়োজক দেশ দুবাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ ডিসেম্বর। আর আগামী ১০ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জুনিয়র লেভেল হলেও আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃ Why Indian team play in blue jersey: টিম ইন্ডিয়ার জার্সির রং নীল কেন? আসল কারণ অনেকেই জানেন না

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রীড়াসূচি:
৮ ডিসেম্বর: ভারত বনাম আফগানিস্তান, পাকিস্তান বনাম নেপাল।
৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আমিরশাহি, শ্রীলঙ্কা বনাম জাপান।
১০ ডিসেম্বর: ভারত বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নেপাল।
১১ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম আমিরশাহি, বাংলাদেশ বনাম জাপান।
১২ ডিসেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান, ভারত বনাম নেপাল।
১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আমিরশাহি বনাম জাপান।
১৫ ডিসেম্বর: প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর: ফাইনাল

এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে হারিয়ে বার্তা দিয়ে রাখল শ্রীলঙ্কা

#দুবাই: এশিয়া কাপের ফাইনাল রবিবার। তার আগে আজ শুক্রবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান বনাম শ্রীলংকা। এক কথায় বলা যায় রবিবার ফাইনালের আগে আজকের খেলা দুটো দলের কাছে অ্যাসিড টেস্ট ছিল। পাকিস্তান বিশ্রাম দিয়েছিল শাদাব খান, নাসিম শাহকে। কারণ ফাইনালের আগে এই দুজন ধারাবাহিক ক্রিকেটারকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছিল পাক ম্যানেজমেন্ট।

প্রথমে ব্যাট করে পাকিস্তান। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ১২১ রান তোলে তারা। বাবর আজম (৩০) ছাড়াও কিছুটা লড়াই করলেন নওয়াজ (২৬)। ফখর জামান, খুশদিল শাহ, ইফতিকাররা সম্পূর্ণ ফ্লপ। লঙ্কার হয়ে দুর্দান্ত বল করলেন হাসারাঙ্গা। ২১ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। দুটি করে উইকেট নিলেন মধুশান এবং থিক্সানা।

মনে হয়েছিল ভারতকে হারানোর পর ফর্মে থাকা শ্রীলংকা সহজেই হারিয়ে দেবে পাকিস্তানকে। কিন্তু সেটা যে হওয়ার নয় বোঝা গেল শ্রীলংকা ইনিংসের শুরু থেকে। হাসনেইনের বলে খাতা না খুলে ফিরে গেলেন কুশল মেন্ডিস। হ্যারিস রউফ তুলে নিলেন গুনদিলকাকে। তিনিও খাতা খুলতে পারেনি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এত কম রান হাতে নিয়েও বোধহয় বাজিমাত করতে পারে পাকিস্তান।

কিন্তু হতে দিলেন না নিঃশঙ্ক। দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেন এই ওপেনার। ভারতের বিরুদ্ধেও রান পেয়েছিলেন। মাঝখানে কিছুটা রান করে গেলেন ভানুকা রাজপক্ষে (২৪)। অন্যদিকে দায়িত্ব নিলেন লঙ্কার অধিনায়ক শানাকা। ধীরে ধীরে নিজেদের লক্ষ্যমাত্রার কাছে পৌঁছে গেল শ্রীলংকা। ম্যাচটা জিতেও নিল।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়ে গেলেন আজকে দলের ব্যাটিং ব্যর্থতার জন্যই তাদের হারতে হয়েছে। তবে একদিন পরে ফাইনালে এই ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে পাকিস্তান। শ্রীলংকা অনেকের হিসেবে বাইরে থাকলেও তাদের লড়াকু মানসিকতাকে ছোট করে দেখার জায়গা নেই বোঝা গেল আজ।

ফাইনাল তাই লড়াই সমানে সমানে হবে তাতে সন্দেহ নেই। তবে প্রথমে ব্যাট করলেই হার, এই এশিয়া কাপে এমন ট্রেন্ড বজায় রইল। এটা ক্রিকেটিয় দিক থেকে লজ্জার।

Rishabh Pant and MS Dhoni: হেলায় সুযোগ হারালেন পন্থ! নেটিজেনরা মনে করিয়ে দিলেন ধোনির কথা, ভাইরাল

# দুবাই: ঋষভ  পন্থ ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ফের একবার ফ্যানদের নিন্দার পাত্র হলেন ঋষভ পন্থ৷   দু বলে জয়ের  জন্য ২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার৷ সেই সময়ে রান আউটের সহজ সুযোগ নষ্ট করে দেন পন্থ! আর পন্থ এভাবে সুযোগ নষ্ট করায় ফ্যানরা ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে মনে করলেন৷  দাসুন শনাকা অর্শদীপ সিংয়ের একটি লেংথ ডেলিভারি খেলেন, এরপর তিনি একটি ঝুঁকিপূর্ণ সিঙ্গল নেন৷ পন্থের লক্ষ্যে তিনটি স্টাম্প ছিল৷ কিন্তু তিনি পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট হন৷ এটা শুধু পন্থই নন যে সরাসরি হিট মিস করে, পন্থের ভুল ছোঁড়া লাগে অর্শদীপ সিংয়ের হাতে, তিনি শনাকাকে আউট করার জন্য নন স্ট্রাইকার এন্ডেও বল ছোঁড়েন কিন্তু তিনিও বিফল ছিলেন৷

এইভাবে ভারত এশিয়া কাপ  ২০২২ -র সুপার ৪ রাউন্ডে লাগাতার ২ ম্যাচে হেরে গেছেন৷  প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে তারপর ফের একবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার৷ এদিকে পন্থ এভাবে আউটের সুযোগ মিস করায় ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে একহাত নেন৷ ধোনি এরকম সুযোগ কখনই মিস করেন না এটাই মনে করিয়ে দিয়েছেন ফ্যানরা৷ এই ধরণের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ধোনি দৌড়ে নিজের উইকেটকিপারের দায়িত্ব পালন করতেন৷

 

আরও পড়ুন –  Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়

 

 ফ্যানরা ধোনির রান আউটের ভিডিও শেয়ার করছেন৷ যেখানে ধোনি বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে ৩ বলে ২ রান দরকার ছিল এবং হাতে ৪ উইকেট ছিল৷ কিন্তু তাও ধোনির কারণে তারা পারেনি৷ ধোনি শেষ বলে মুস্তাফিজুর রহমানকে জবরদস্ত আন্দাজে রানআউট করে ভারতকে কামাল জয় এনে দিয়েছিলেন৷

 

 

শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল৷ পান্ডিয়া নিজের শেষ বল করেন, সৌগত হার্দিকের বল খেলতে পারেননি, বল সোজা ধোনির হাতে গিয়েছিল আর মুস্তাফিজুর রহমান রান চুরি করে নেওয়ার চেষ্টায় ছিলেন৷ কিন্তু ধোনি অত্যন্ত ক্ষিপ্রতায় স্টাম্পের দিকে দৌড় লাগান এবং উইকেট ভেঙে দেন৷

ম্যাচে একটা সময়ে এরকম মনে হচ্ছিল শ্রীলঙ্কা সহজেই ম্যাচ জিতে যাবে, পথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস ওপেনিং জুটিতে ৯৭ রান করেন৷ ফলে শুরুতেই ভারতের রান তাড়া করার শক্ত ভিত তৈরি করে দেন৷ যদিও ভারতীয় দল পরপর চার উইকেট নিয়ে নেয়৷ এরপর মনে হচ্ছিল ভারত হয়ত ম্যাচে ফিরেছে, কিন্তু রাজাপক্ষে ও শনাকা শ্রীলঙ্কার জয় সুনিশ্চিত করে দেয়৷

Ind vs Pak: টস ভাগ্যে বদলের পর এবার প্লেয়িং ইলেভেনেও বড় চমক, দেখে নিন ভারত ও পাকিস্তানের প্রথম একাদশ

#দুবাই: শক্ত পিচ, শুকনো ঘাস, ফলে পিচ একেবারে বড় রানের৷ এই পিচ আপডেট দেখে নিয়েই কি দল সাজাল টিম ইন্ডিয়া৷ সাত নম্বর অবধি ব্যাটিং গভীরতা নিয়ে মাঠে দল নামালেন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিন ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারতীয় দল টসে হেরে যায়৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷

এদিকে টসে গত রবিবারের থেকে এই রবিভারত বারে ভাগ্য বদলের পাশাপাশি ভারতীয় দলেও রইল বেশ খানিকটা চমক৷ দীনেশ কার্তিকের জায়গায় দলে এলেন ঋষভ পন্থ৷ এছাড়া রয়েছে চমক , দেখে নিন ভারতের প্রথম একাদশ বা প্লেয়িং ইলেভেন৷

 

 

 

রইল পাকিস্তান দলের প্লেয়িং ইলেভেন৷

 

 

এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগ্রহে ফুটছেন ফ্যানরা৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপে৷

 

 

এদিকে এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ যে জিতবে সেই দলই নিজেদের সুপার ফোর অভিযান জয় দিয়ে শুরু করবে৷

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়া শিবিরকে৷ কারণ এশিয়া কাপে এবারের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাদেজার কার্যকরী ভূমিকা ছিল৷ এদিকে ভারতীয় দলে যেমন জাদেজার চোট চিন্তায় রেখেছে তেমনিই পাকিস্তানের জোরে বোলার শাহনবাজ দহানি মাংসপেশির টানের কারণে এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র পরে দহানিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তৃতীয় পেসার৷ এখন নসিম শাহ ও হারিস রউফের সঙ্গে তৃতীয় কোন পেসার দলে থাকবেন তা নিয়ে জোর জল্পনা৷

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷ অন্যদিকে বিরাট কোহলি নিজের ব্যাডপ্যাচ পুরোপুরি কাটিয়ে চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে জ্বলওয়া দেখান৷ পাশাপাশি মিডল অর্ডার নিজের দায়িত্ব পালন করুক এবং বোলাররা যেন আগের দিনের মতোই পাক ব্যাটসম্যানদের বেশি বাড়তে না দেয়৷

Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ফের ব্লকবাস্টার রবিবার! রইল টস আপডেট

#দুবাই:  পরপর দুটো সুপারহিট রবিবার৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই স্পেশাল৷ পরপর দুই রবিবার যদি সেই ম্যাচ হয় তাহলে তো আর কোনও কথাই থাকে না৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷ আগের ম্যাচের থেকে শুরু থেকেই আলাদাভাবে শুরু হল এদিনের ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷

এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগ্রহে ফুটছেন ফ্যানরা৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপে৷

 

এদিকে এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ যে জিতবে সেই দলই নিজেদের সুপার ফোর অভিযান জয় দিয়ে শুরু করবে৷

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়া শিবিরকে৷ কারণ এশিয়া কাপে এবারের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাদেজার কার্যকরী ভূমিকা ছিল৷ এদিকে ভারতীয় দলে যেমন জাদেজার চোট চিন্তায় রেখেছে তেমনিই পাকিস্তানের জোরে বোলার শাহনবাজ দহানি মাংসপেশির টানের কারণে এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র পরে দহানিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তৃতীয় পেসার৷ এখন নসিম শাহ ও হারিস রউফের সঙ্গে তৃতীয় কোন পেসার দলে থাকবেন তা নিয়ে জোর জল্পনা৷

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷ অন্যদিকে বিরাট কোহলি নিজের ব্যাডপ্যাচ পুরোপুরি কাটিয়ে চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে জ্বলওয়া দেখান৷ পাশাপাশি মিডল অর্ডার নিজের দায়িত্ব পালন করুক এবং বোলাররা যেন আগের দিনের মতোই পাক ব্যাটসম্যানদের বেশি বাড়তে না দেয়৷

মুখ থেকে বেরিয়ে আসছিল চার অক্ষরের ‘সেই শব্দ’ , ভারত বনাম পাক ম্যাচের আগে দ্রাবিড়ের Viral Video

#দুবাই: ভারত বনাম পাকিস্তান দল রবিবার (৪ সেপ্টেম্বর) একে অপরের বিরুদ্ধে এশিয়া কাপে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হচ্ছে৷ এশিয়া কাপ ২০২২ -র প্রথম ম্যাচ গত রবিবার হয়েছিল৷ যাতে বাজি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল৷ হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের জোরে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল৷ কিন্তু ভারতীয় দলের টপ অর্ডারের দুর্বলতা ধরা পড়ে গিয়েছিল পাক বাহিনীর বোলিং আক্রমণের সামনে৷ পাকিস্তানের জার্সিতে অভিষেক ম্যাচ খেলা ১৯ বছরের নসিম শাহ কেএল রাহুলকে শুরুতেই বোল্ড করে দেন৷

দ্বিতীয় দিকে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও ম্যাচে রান করার জন্য লড়াই করতে হয়েছিল৷ ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের আগে রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এসেছিলেন৷ তাঁকে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি বোলিং নিয়ে প্রশ্ন করা হয়৷ এতে তিনি এমন উত্তর দেন যে গুরুগম্ভীর সাংবাদিক সম্মেলনে হাসির রোল উঠে যায়৷ রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারে মাঠে বেশি হাসাহাসি করছেন এমনটা দেখা যায়নি৷ টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর তাঁঁর এই হাস্যরসের দিকটি সামনে এসেছে৷

 

আরও পড়ুন –  Ind vs Pak: সাবধান পাকিস্তান, মারাত্মক তুখোড় ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ সাজাতে চলেছেন রোহিত শর্মা

 

আরও পড়ুন –  Beauty Tips: ডবল চিন! অকালে বুড়িয়ে যাওয়ার লক্ষণ, ব্যায়াম, মাসাজ, সঙ্গে গুয়া শা নিমেষে হবে গায়েব

তিনি সাংবাদিকদের পাকিস্তানি বোলিং লাইন আপের বিষয়ে এরকম বলেন যে সকলে হেসে ওঠেন৷ দুবাইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দ্রাবিড় বোলিং নিয়ে রাহুল দ্রাবিড়ের উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ দ্রাবিড় বলেছেন, ‘‘আমি একটা শব্দ প্রয়োগ করতে চাই, কিন্তু সেটা বলতে পারব না’’ এরপর দ্রাবিড় নিজেও হাসতে থাকেন৷  আরও বলেন, ‘‘আমার মাথায় শব্দটা আছে, মুখ থেকে বেরোতে চাইছিল কিন্তু সেটা ব্যবহার করতে পারব না৷আমি যে শব্দটা বলতে চাই সেটা চার অক্ষরের একটা শব্দ৷ আর সেটা এস দিয়ে শুরু হয়৷ কিন্তু ঠিক আছে আমরা হয়ত সেদিন গ্ল্যামারস দেখায়নি৷ কিন্তু আমাদের কাছে রেজাল্ট দিতে পারে এমন প্লেয়ার আছে৷’’ দেখুন ভাইরাল ভিডিও

এছাড়া রাহুল দ্রাবিড় ভারতের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকেও বাঁচান৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোহলি কত রান করেন তা নিয়ে কোনও পরোয়া নেই৷  তা অনুসারে টি টোয়েন্টি ২০ ক্রিকেটে এক ছোট ইনিংসও ম্যাচের গতি বদলে যেতে পারে৷
ঋষভ পন্থকে নিয়ে রাহুল দ্রাবিড় বলেন উইকেটকিপার হিসেবে টিম ইন্ডিয়া প্রথম বিকল্প নয়৷ ক্রিকেটারদের বাছাই পিচ ও পরিস্থিতির ভিত্তিতে হয়৷

Asia Cup 2022: কমেন্ট্রি চলাকালীন ধাঁই করে ব্যাট চালিয়ে দিলেন শ্রীকান্ত! কনুই কি ভাঙল নাকি বাদানির, ভাইরাল ভিডিও

#কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার  হেমাঙ্গ বাদানি বড় চোট পেলেন এশিয়া কাপের সময়৷ না ম্যাচ খেলার জন্য বা মাঠে থেকে নয়, স্টুডিওতে কমেন্ট্রি করার সময় অর্থাৎ ধারাভাষ্য করার সময়ে চোট পেয়ে গেলেন৷ শনিবার কমেন্ট্রি চলছিল সম্প্রচারকারী চ্যানেলর৷ সেদিন সেসময় এশিয়া কাপের প্রি ম্যাচ শো চলছিল৷ ওপেনিং ম্যাচে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ছিল৷ আর বাদানির সঙ্গে এই কাণ্ডটা ঘটালেন আরও এক প্রাক্তন তারকা ৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত৷

কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও বাদানি স্টার স্পোর্টসের তামিল ভাষার জন্য কমেন্ট্রি করছিলেন৷ সে সময়ে  শ্রীকান্ত ব্যাট দিয়ে শট বোঝাতে গিয়ে ধাঁই করে ব্যাট চালিয়ে দেন৷ বাদানি প্রচণ্ড ব্যাথায় চোখ বন্ধ করে ফেলেন৷ তিনি কনুইতে হাত ঘষছেন দেখা যায়৷ বাদানি ব্যাথা নিয়েও কাজ চালাতে চেষ্টা করেন৷ কনুইয়ের যন্ত্রণায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান৷

 

৪৫ বছরের হেমাঙ্গ বাদানি দেশের জার্সিতে ৪০ টি একদিনের ম্যাচ খেলেছেন৷ সকলেই এই বাদানির চোটের পরেই তাঁর কনুই ভেঙে গেছে কিনা প্রশ্ন শুরু করেন৷ অবশেষে সকলকে শান্তি দিতে আপডেট দেন হেমাঙ্গ বাদানি নিজেই৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের কনুইয়ের চোট নিয়ে আপডেট দেন ৷

 

 

তিনি লেখেন, ‘‘ যাঁরা জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি? আমার অসহ্য যন্ত্রণা করছে কিন্তু সৌভাগ্য কোনও ফ্র্যাকচর নেই৷ এটা একটা ট্রমা আর আমার চিকিৎসা চলছে৷ আশা করছি তাড়াতাড়ি সেরে উঠব আর সেটে ফিরব৷ ’’

 

আরও পড়ুন –  ‘‘জোর যার মুলুক তার’’- ১৪ টি সিংহীর বিরুদ্ধে একা লড়ল একটি হাতি, তারপর, ভাইরাল ভিডিও

 

আফগানিস্তান সেদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ওপেনিং ম্যাচে হারিয়ে দিয়ে এশিয়া কাপ ২০২২ এ অভিযান শুরু করেছে৷  এদিনের ম্যাচে আফগানিস্তান ফিল্ডিং বেছে নেয়৷ বাঁ হাতি পেসার ফাজালহক ফারুকি বোলিং ফিগার  ৩-১১ নিজের সাইডের হয়ে করেন৷ শ্রীলঙ্কা এদিন মাত্র ১০৫ রান করেই অল আউট হয়ে যায়৷

জবাবে হজরতুল্লাহ জাজাই  অপরাজিত ৩৭ রান করেন, উইকেটকিপার ব্যাটসম্যান রহমানল্লাহ গুরবাজ ৪০ রান করেন৷ তাঁদের ওপেনিং পার্টনারশিপে ৮৩ রান ওঠে৷  ওপেনিং উইকেটে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে তারা ধামাল পারফরম্যান্স করেন৷

একদম শেষে আফগানিস্তান ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়৷ এর মধ্যে ভারত নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে যায় ৷

Ind vs Pak: ‘মন্তর ফুঁকলেন’ বাবর আজম, দলকে চাঙ্গা করতে ‘এই’ সব কথা বলেন, দেখুন ভিডিও

#দুবাই:  সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ এখন যেখানে তাহল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে ধুন্ধুমার৷ এশিয়া কাপে নিজের নিজের প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল৷ ফলে এশিয়ার কাপের মোমেন্টাম সেট করতে জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে দুই দেশই৷

পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য অধিনায়ক হিসেবে মাঠে না পারফর্ম করলেও দলকে চাঙ্গা করার জন্য দারুণ পেপটক দিয়েই মাঠে নামিয়েছেন পাকিস্তানি সেনাদের৷

নিজের দলের প্লেয়ারদের কি মন্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন বাবর আজম তা পিসিবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে জানিয়েছে৷

 

আরও পড়ুন –  Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ম্যাচ দুই দলে কোন কোন প্লেয়ার খেলছেন, দেখে নিন প্লেয়িং ইলেভেন

 

দেখে নিন বাবর আজমকে দলকে চাঙ্গা করার মন্ত্র৷

 

 

অধিনায়কদের পেপটক দলকে চাঙ্গা করার জন্য দারুণভাবে কাজ করে৷ বাবর ক্রিকেটারদের বলেন, ‘‘আপনার ভারতের বিরুদ্ধে গত ম্যাচের কথা মনে করুন৷ আমরা যে বডি ল্যাঙ্গোয়েজ এবং জোশ নিয়ে বিশ্বকাপে খেলেছিলাম সেটাকে মনে কর৷ আপনারা যেই ওই ম্যাচের বিষয়ে ভাববেন তাহলে প্রস্তুতি সঠিক দিশায় নিজের থেকেই হতে পারবে৷ আপনাদের নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যাবে৷ আপনি নেটে যে ভাবনার সঙ্গে অনুশীলন করবেন তাই মাঠে দেখা যাবে৷ এই জন্যে বারবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের কথা মনে করে পোক্ত প্রস্তুতি সারুন৷’’

বাবর পেসারদের থেকে উপহার চেয়েছেন৷

এরপর বাবর আজম ভিডিওতে আরও বলেছেন তিনি  পেসারদের থেকে উপহার চান৷ তিনি বলেন , ‘‘আমি জানি আমাদের প্রধান পেসার শাহিন আফ্রিদি আমাদের সঙ্গে নেই৷ বিশেষ করে বাকি পেসাররা শাহিন আফ্রিদির অভাব অনুভব করতে দেবেন না৷ যেভাবে তাঁরা পাকিস্তানের হয়ে পারফর্ম করেছেন তাতে এমন কিছু করে দেখাবেন৷ যাতে শাহিনের অভাব অনুভূত হবে না যাতে দলের বোলিং দুর্বল না হয়ে যায়৷ ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে খেলতে হবে৷’’

সবাই মোবাইলে ব্যস্ত, রিজওয়ান একমনে পড়ছেন কোরান! পাক তারকা মন জিতলেন ভক্তদের

#দুবাই: ২৭ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। তার আগে প্রতিটি দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। পাকিস্তানি ক্রিকেটাররাও প্রস্তুতি শুরু করেছে। তবে এরই মাঝে পাকিস্তানের ব্যাটার-উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের একটি ছবি ভাইরাল হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর পর একটি ভিডিও পোস্ট করছে পাক ক্রিকেট বোর্ড। মূলত পাকিস্তানের টিম বাসে শুট করা হয়েছিল সেই ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান টিম বাসে অন্য ক্রিকেটাররা যখন মোবাইল নিয়ে ব্যস্ত, তখন একমনে কোরান পড়ছেন রিজওয়ান।

আরও পড়ুন- Asia Cup : বাবরের সঙ্গে বিরাটের করমর্দন! দুবাইয়ে ধরা পড়ল দুই মহা তারকার বন্ধুত্ব

সোশ্যাল মিডিয়ায় রিজওয়ানের সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভক্তরা রিজওয়ানের প্রশংসা করছেন। সবাই যখন মোবাইলে ব্যস্ত, তখন চুপচাপ এক জায়গায় বসে কোরান পড়ছেন রিজওয়ান। একজন ক্রিকেটারের কেরিয়ার দীর্ঘ করতে একাগ্রতার কোনও বিকল্প নেই। আর পড়াশোনা যে একাগ্রতা বাড়াতে সহায়তা করে, তা কে না জানে!

২৮ অগাস্ট দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপ শুরুর পরেরদিনই মহাম্যাচ। গোটা দুনিয়া এই মহাম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ৯ মাস পর আবার ভারত-পাকিস্তান ম্যাচ। এর আগে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে হারিয়েছে পাকিস্তান। ফলে এবার ভারতের সামনে বদলা নেওয়ার সুযোগ।

আরও পড়ুন- Neeraj Chopra : সম্পূর্ণ সুস্থ ভারতের সোনার ছেলে! এবার নামছেন সুইজারল্যান্ডে ডায়মন্ড লিগে

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানের অনেক প্রাক্তন অবশ্য ভারতীয় দলকে এগিয়ে রাখছেন। শাহিন শাহ আফ্রিদি চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। ফলে সেটা ভারতের অ্যাডভান্টেজ বলে ধরছেন অনেকে। তবে অনেকে আবার বলছেন, পাকিস্তানের বোলিং বিভাগ যথেষ্ট ব্যালান্সড।